a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • চুলের যত্ন  • কোমল চুল পাওয়ার পাঁচটি উপায়

কোমল চুল পাওয়ার পাঁচটি উপায়

Bookmark CFL(0)
  • শ্যাম্পু করার আগে তেল প্রি কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন, শুধু খেয়াল রাখতে হবে মাথার ত্বক যেন বাদ না যায়।
  • নরম চুলের জন্য আপনার এখনকার চুলের কন্ডিশনারের বদলে নারকেল তেল ব্যবহার করুন এবং ১৫-৬০ মিনিট ধরে রেখে দিন।
  • আপনার ময়েশ্চারাইজারের ওপর নারকেল তেল দিয়ে রেখে দিন।
  • স্প্রেয়ার দিয়ে চুলে নারকেল তেল স্প্রে করুন।
  • উজ্জ্বল চুলের জন্য স্প্রেয়ার দিয়ে চুলে নারকেল তেল স্প্রে করুন।

নারকেল তেল এমন একটা জাদুকরী জিনিস যেটার ব্যবহারে আপনি তেমন কোনো চেষ্টা ছাড়াই চুলকে এমন উজ্জ্বল, সুন্দর ও মেঘের মতো দীঘল করতে পারতেন যেটা সবারই স্বপ্ন। একটি, দুইটি নয় পাঁচটি উপায়ে নারকেল তেল আপনার চুলে ব্যবহার করতে পারেন।

১. শ্যাম্পু করার আগে ব্যবহার করুন 

  • এমন একটা কৌশল যেটা শুষ্ক বা কোঁকটা চুলের জন্য কাজ করে।
  • আঙুলে কিছু তেল নিন এবং গরম হওয়ার আগ পর্যন্ত ঘষতে থাকুন।
  • এখন এমনভাবে চুলে তেল মাখতে থাকুন যেন মাথার ত্বকে লেগে না যায়।
  • যখন পুরো চুলে তেল দেওয়া হয়ে যাবে, এক ঘন্টার জন্য সেভাবে রেখে দিন।
  • এখন চুল ধুয়ে ফেলার সময়। শ্যাম্পু দেওয়ার সময় তেল চুলের গোড়া শুকিয়ে যাওয়া ঠেকায়। এখন চুল ভালো করে ধুয়ে ফেলুন। শ্যাম্পু ও কন্ডিশনার দেওয়া যখন শেষ হবে তখনই পার্থক্যটা বুঝতে পারবেন।

২. আপনার কন্ডিশনার ঝালিয়ে নিন

  • পানির মাত্রা বাড়িয়ে যে কোনো কন্ডিশনারের কার্যকারিতা বাড়াতে পারে নারকেল তেল
  • যখন আপনি চুলে কন্ডিশনার ব্যবহার করবেন, এর ওপরে এক স্তর নারকেল তেল ব্যবহার করুন। তেল এমন একটা আবরণ সৃষ্টি করে যেখানে কন্ডিশনারের শুষ্ক করে ফেলার উপাদান থেকে চুলকে রক্ষা করে। এর ফলে চুলের ভেতর পর্যন্ত উপাদানগুলো ঢুকে যাওয়া সহজ হয়।
  • এখন চুল ধুয়ে ফেলার আগে ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। যত বেশি সময় অপেক্ষা করবেন, তত বেশি নরম হবে চুল।

৩. তেল রেখে দিন

  • ঘন, শুষ্ক চুলের জন্য এটা বেশি কার্যকরী।
  • শ্যাম্পু আর কন্ডিশনারের পর, আপনার চুলের আর্দ্রতা বাড়ানোর জন্য চিরুনি ও আপনার প্রিয় ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করুন ও চুলে প্রয়োগ করুন।
  • এখন নারকেল তেলের জাদু দেখানোর পালা। এক চামচ পরিমাণ তেল নিয়ে ময়েশ্চারাইজারের ওপর ব্যবহার করুন।
  • এখন স্বাভাবিকভাবে যেভাবে শুকায় সেটার জন্য অপেক্ষা করুন। ময়েশ্চারাইজারের প্রভাব কাটিয়ে চুলকে আরও কিছুক্ষণ ভেজা ভেজা করে রাখবে তেল।

৪. চুলে ঝলক আনুন 

  • এটা একটু অন্যরকম।
  • আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে কয়েক চামচ নারকেল তেল একটা স্প্রে বোতলে দিয়ে শুধু চুলের ওপর স্প্রে করা
  • যদি তেল জমাট বেঁধে যায় তাহলে ঘাবড়ে যাবেন না। শুধু বোতলয়াট এক গামলা গরম পানির মধ্যে রেখে দিলেই হবে।

 

৫. চুলের ফাটা অংশ সুস্থ করা 

  • নারকেল তেল শুধু চুলের ফাটা অংশ আঠার মতো জোড়া লাগিয়ে দেয় তাই নয়, একদম ঝরে পড়তে থাকা চুলও কিছু সময়ের জন্য আড়াল করে রাখা ।
  • আপনাকে শুধু কিছু পরিমাণ তেল নিয়ে গোড়া পর্যন্ত দিতে হবে। তাতে ক্ষতি হওয়া চুল অল্প সময়ের জন্য হলেও নিরাময় হবে।

Source:

 

https://https://www.verywellhealth.com/coconut-oil-for-your-hair-4171883

https://https://www.thecut.com/article/how-to-coconut-oil-hair.html

POST A COMMENT