a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • চুলের যত্ন  • নারিকেলের দুধের তৈরি ৫ টি দারুণ হেয়ার প্রোডাক্ট যা আপনি সহজেই ঘরে বানাতে পারেন

নারিকেলের দুধের তৈরি ৫ টি দারুণ হেয়ার প্রোডাক্ট যা আপনি সহজেই ঘরে বানাতে পারেন

Bookmark CFL(0)
ইতিমধ্যে গ্রীষ্মকাল চলে এসেছে। যেহেতু ঘরেই বেশির ভাগ সময় আমরা ব্যয় করছি, আমরা ভাবতে পারি চুলের অত একটা রূপচর্চা না করলেও হয়তবা চলবে/ কিন্তু তা ঠিক নয়! ঘরে থাকি বা বাইরে, গ্রীষ্মে আমাদের চুল থাকে অন্য সময়ের তুলনায় শুষ্ক আর কোঁকড়ানো। এসব সমস্যার সমাধান-এ চলুন জেনে নেই নারিকেলের দুধের তৈরি ৫ টি দারুণ হেয়ার প্রোডাক্টের ব্যাপারে- যা আপনি সহজেই ঘরে বানাতে পারেন।
 
১. নারিকেলের দুধ আর মধু চুলে পুষ্টি যোগায় 

নারিকেলের দুধ (৪ টেবিল চামচ) আর মধু (২ টেবিল চামচ) মিশিয়ে সেই মিক্সটি আপনার চুল এবং মাথার ত্বকে এক থেকে দুই ঘণ্টা রেখে দিন। এরপরে সাধারণ শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। চুলে পুষ্টি যোগাতে এই পদ্ধতি সপ্তাহে একবার হলেও প্রয়োগ করুন।
 
২. খুশকি সরাতে নারিকেলের দুধ এবং অ্যাালোভেরা

নারিকেলের দুধ (৩ টেবিল চামচ), অ্যাালোভেরা (১ টেবিল চামচ) আর কিছু তুলসী পাতা মিশিয়ে ব্লেন্ডার-এ ব্লেন্ড করুন। ঘন সেই মিক্সটি আপনার চুল এবং মাথার ত্বকে আধা ঘণ্টা রেখে দিন (শাওয়ার ক্যাপ ব্যবহার করতে পারেন)। কুসুম গরম পানি ব্যবহার করে চুল ধুয়ে নিন। চুলের খুশকি আর মাথার ত্বকের শুষ্কতা সরাতে এই পদ্ধতিটি সপ্তাহে এক থেকে দু’ বার  প্রয়োগ করুন।
৩. ঘন চুলের জন্যে নারিকেলের দুধ, তুলসী আর দই 

নারিকেলের দুধ (৫ টেবিল চামচ) এবুং দই (১ টেবিল চামচ) মিশিয়ে সেই মিক্সটি আপনার চুল এবং মাথার ত্বকে এক থেকে দু’ ঘণ্টা রেখে দিন (শাওয়ার ক্যাপ ব্যবহার করতে পারেন)। এরপরে সাধারণ শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। চুলের ঘনতা বৃদ্ধির লক্ষে এই পদ্ধতি সপ্তাহে একবার প্রয়োগ করুন।
 
৪. চুলের বৃদ্ধির জন্যে নারিকেলের দুধ আর লেবু

নারিকেলের দুধ (৪ টেবিল চামচ) এবুং লেবু (২ চা চামচ) মিশিয়ে সেই মিক্সটি ৪ ঘণ্টার জন্য ফ্রিজ-এ রেখে দিন। আপনার চুল এবং মাথার ত্বকে মিক্স টি লাগিয়ে ৪৫ মিনিট-এর মতন রাখুন (শাওয়ার ক্যাপ ব্যবহার করতে পারেন)। এরপরে সাধারণ শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। চুলের বৃদ্ধির লক্ষে এই পদ্ধতি সপ্তাহে একবার প্রয়োগ করুন।
৫. চুলের ডিপ কন্ডিশনিং-এ নারিকেলের দুধ, মধু আর অলিভ অয়েল 

নারিকেলের দুধ (৪ টেবিল চামচ), অলিভ অয়েল (১ টেবিল চামচ) আর মধু (১ টেবিল চামচ) মিশিয়ে একটা সসপ্যানে নিয়ে ২ মিনিট গরম করে নিন। মিক্সটি ঠাণ্ডা হলে চুলে ও মাথার ত্বকে লাগিয়ে নিন এবং এক ঘণ্টা রেখে দিন (শাওয়ার ক্যাপ ব্যবহার করতে পারেন)। এরপরে সাধারণ শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। চুল ও ত্বকের গভির কন্দিশনিং-এর লক্ষে এই পদ্ধতিটি সপ্তাহে একবার প্রয়োগ করুন।
POST A COMMENT