a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • ত্বকের যত্ন  • জানতে চাও টিচার্স ডেতে মিসেস জেনিফারকে সেলিনা ও তার বন্ধুরা কিভাবে সারপ্রাইজ দিলো?

জানতে চাও টিচার্স ডেতে মিসেস জেনিফারকে সেলিনা ও তার বন্ধুরা কিভাবে সারপ্রাইজ দিলো?

Bookmark CFL(0)

“সবার কাছে আপনি হয়ত কাছে একজন শিক্ষক, তবে আপনার ছাত্রছাত্রীদের কাছে আপনি একজন হিরোর চেয়ে কম নন!!” – মিস জেনিফারের টেবিলে রাখা সাদা মগটিতে এটি খোদাই করে লেখা ছিল। এটি ছিল সেলিনা এবং তার ক্লাসমেটদের পক্ষ থেকে জেনিফার ম্যাম-কে দেয়া একটি গিফট্। জেনিফার তার বিশ্ববিদ্যালয়ে কিছু ফাউন্ডেশন কোর্স পড়ান। সেমিস্টার প্রায় শেষের দিক। সেলিনা ও তার বন্ধুরা ঠিক করে জেনিফার ম্যাম কে এই শিক্ষক দিবসে সারপ্রাইজ দেবে। জেনিফার ম্যাম শুধু ক্লাসেই না, ক্লাসের বাইরেও ছাত্রদের জন্য একজন আদর্শ পথপ্রদর্শক। তাই সবাই তাঁকে অনেক শ্রদ্ধা আর ভালবাসার চোখে দেখেন। তবে তার এই উৎসর্গের পেছনে চাপা রয়েছে মানসিক চাপ ও ক্লান্তি। সেই ক্লান্তি দূর করতে সেলিনা ও তার বন্ধুরা তৈরি করে নারিকেল তেলের রিলাক্সিং বাথ মেল্ট এবং শিক্ষক দিবসে তা উপহার দেয় জেনিফার ম্যামকে।

৫ই অক্টোবার বিশ্ব শিক্ষক দিবস; চলে এল দেখতে দেখতেই। মিস জেনিফারের নজর পড়ল তার টেবিলে সযত্নে পড়ে থাকা সাদা মগটিতে। এর সঙ্গে ছিল একটি নোট যাতে লেখা “আপনি আমাদের পথপ্রদর্শক, সময়ে বন্ধু, যোগ্য সমালোচক এবং সর্বোপরি আমাদের জীবনে এক অনন্ত আলোর উৎস। এবারের বিশ্ব শিক্ষক দিবস পৃথিবীর সেরা শিক্ষকের সম্মাননায় উদযাপন করতে পেরে আমরা সত্যিই খুব গর্বিত!” এটি পড়ার পর জেনিফার ম্যাম আনন্দে এবং বিস্ময়ে নির্বাক হয়ে পড়েন। খুব সহজেই শিখে নিন কিভাবে নারিকেল তেলের তৈরি এই রিলাক্সিং বাথ মেল্ট বানাতে হয়। গোটা রেসিপি জানতে পুরো ভিডিওটি দেখুন।

POST A COMMENT