a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • কোকো সায়েন্স  • নারিকেলের দুর্দান্ত খাদ্য গুনাগুণ

নারিকেলের দুর্দান্ত খাদ্য গুনাগুণ

Bookmark CFL(0)
  • ডাবের পানিতে প্রায় ৯৪% পানি এবং খুব সামান্য পরিমাণ স্নেহ জাতীয় পদার্থ থাকে।
  • নারিকেলের দুধে প্রায় ৫০% পানি এবং উচ্চ মাত্রায় স্নেহ জাতীয় পদার্থ থাকে।
  • ডাবের পানি যেমন পান করতে সুস্বাদু তেমনি শরীরকেও সতেজ করে তোলে।
  • ডাবের পানি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
  • সাম্প্রতিক বছরগুলোতে ডাবের পানি অন্যান্য সব পানীয়ের মতোই একটি সাধারণ পানীয়তে পরিণত হয়েছে।
সাধারণত নারিকেলের পানি বলতে আমরা যা বুঝি সেটা পাওয়া যায় একদম কচি সবুজ ডাবের ভিতর থেকে। তরল পানিটুকু নারিকেলের পুষ্টিকর উপাদান হিসেবে কাজ করে। নারিকেল পাকার সাথে সাথে ভিতরের পানির বেশির ভাগ অংশই নারিকেল শাসে রূপান্তরিত হয়। অল্প কিছু পরিমাণ পানি নারিকেলের ভিতর থাকে। কচি ডাবের পানি অবশ্য ডাবের ভিতর প্রাকৃতিকভাবেই থাকে এবং এতে ৯৪% পানি এবং খুব সামান্য পরিমাণ স্নেহ জাতীয় পদার্থ থাকে। তবে মনে রাখতে হবে, ডাবের পানি এবং নারিকেলের দুধ একই জিনিস নয়। নারিকেলের দুধ বানানো হয় কোড়ানো নারিকেলের শাস এবং পানি যোগ করে যার ভিতর প্রায় ৫০% পানি এবং উচ্চ মাত্রায় স্নেহ জাতীয় পদার্থ থাকে। একটি নারিকেল সম্পুর্ণরূপে পরিপক্ক হতে গড়ে ১০ থেকে ১২ মাস সময় নেয়। সব চেয়ে ভালো ডাবের পানি পাওয়া যায় কচি ডাব থেকে যেগুলোর বয়স থাকে ৬ থেকে ৭ মাস। তবে পাকা নারিকেল থেকেও পানি পাওয়া যায়। গড়ে একটি কচি ডাব থেকে এক কাপ পানি পাওয়া যায়।
পুষ্টি উপাদান
পরিবেশন ১ কাপ (২৪০ মি.লি.)
  • ক্যালোরি- ৪৬
  • শর্করা- ৯ গ্রাম
  • আঁশ- ৩ গ্রাম
  • আমিষ- ২ গ্রাম
  • ভিটামিন সি- (প্রতিদিনের সুপারিশকৃত পরিমাণ, আরডিআই) এর ১০%
  • ম্যাগনেসিয়াম- আরডিআই এর ১৫%
  • ম্যাঙ্গানিজ- আরডিআই এর ১৭%
  • পটাসিয়াম- আরডিআই এর ১৭%
  • সোডিয়াম- আরডিআই এর ১১%
  • ক্যালসিয়াম- আরডিআই এর ৬%
*(RDI- Recommended Daily Intake/দৈনিক পুষ্টির চাহিদা)
উদ্ভিদবিদ্যা অনুযায়ী, নারিকেলকে সাধারণ খাবারের চেয়ে বিশেষ ভাবে ফল হিসেবেই গণ্য করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে ডাবের পানি অন্যান্য সব পানীয়ের মতোই একটি সাধারণ পানীয়তে পরিণত হয়েছে। ডাবের পানি যেমন পান করতে সুস্বাদু তেমনি শরীরকেও সতেজ করে তোলে। পাশাপাশি, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ডাবের পানিতে অনেক ধরনের পুষ্টিকর উপাদান এবং খনিজ পদার্থ দ্বারা পরিপূর্ণ যা বেশির ভাগ মানুষই অন্যান্য খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে পায় না।
রেফারেন্স:

https://https://www.healthline.com/nutrition/8-coconut-water-benefits

POST A COMMENT