a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • কোকো সায়েন্স  • নারিকেল তেলের পাঁচটি বিস্ময়কর ব্যবহার যা আপনার জানা নাও থাকতে পারে
uses of coconut oil

নারিকেল তেলের পাঁচটি বিস্ময়কর ব্যবহার যা আপনার জানা নাও থাকতে পারে

Bookmark CFL(0)
  • নারিকেল তেল আপনার চুলের জট ছাড়াতে সাহায্য করে।
  • নারিকেল তেল শুষ্ক, ফেটে যাওয়া ঠোঁটের জন্য দারুণ উপকারী।
  • চোখের মেকআপ তোলার জন্য নারিকেল তেল অনেক উপকারী।
  • দাঁতের ক্ষয় ঠেকাতেও নারিকেল তেল সাহায্য করে।
  • নারিকেল তেলনির্ভর সুগন্ধী ঘাম জমাট বাঁধতে দেয় না।

আমরা সবাই কমবেশি নারিকেল তেলের উপকারিতা সম্পর্কে জানি। ত্বক ও চুলের  যত্ন ছাড়াও অন্যান্য নানাবিধ কাজেও নারিকেল তেল আমরা ব্যবহার করে থাকি। তারই কয়েকটি এখানে তুলে ধরা হল।

১. চুল থেকে জট ছাড়াতে সাহায্য করে 

চুল যখন আঠা আঠা হয়ে জট বেঁধে যায় তখন কেমন লাগে বলুন তো? আমরা অনেক সময় তখন চুল কেটে ফেলার মতো কাজও করি। কিন্তু এটা নিয়ে ভাবার আর কিছু নেই। পরের বার এরকম কিছু হলে শুধু জটের জায়গায় নারিকেল তেল ব্যবহার করুন ও কয়েক মিনিট রেখে দিন। এরপর চুল থেকে জট ছাড়িয়ে ফেলুন। .

২. ঠোঁট ফাটা সারায়  

নারিকেল তেল ত্বকের আর্দ্রতা কখনো কমতে দেয় না। একই সঙ্গে ত্বককে সুরক্ষাও দেয়। বিশেষ করে শুষ্ক, ফাটা ঠোঁটের জন্য নারিকেল তেল বেশ উপকারী। ঠোঁটের চামড়া সাধারণত পাতলা হয়, যেটার জন্য বাড়তি যত্ন নিতে হয়। আর নারিকেল তেলের জীবাণুরোধী ও ব্যাকটেরিয়ারোধী উপাদানের জন্য আপনার ঠোঁট জীবাণুমুক্ত ও সতেজ থাকে।

৩. চোখের মেকআপ তোলার জন্য 

চোখ হচ্ছে শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশগুলোর একটি। এখানে যত্নও নিতে হয় অনেক বেশি। পরের বার যখন আপনার চোখের পাতা থেকে মেকআপ তুলতে যাবেন, সেটার জন্য একটা ভালো প্রাকৃতিক সমাধান হচ্ছে নারিকেল তেল। নারিকেল তেল দিয়ে আঙুল বা কটন প্যাডের সাহায্যে আলতো করে দুই চোখের পাতা ও পাপড়ি থেকে মেকাপ তুলে ফেলুন। এরপর ধুয়ে নিন। নারিকেল তেল চোখে লাগলে চোখ পোড়ায় না এবং ত্বকের জন্যও এটি ভালো।

৪. নারিকেল তেলের টুথপেস্ট 

নারিকেল তেলের ব্যাকটেরিয়ারোধী ভূমিকার জন্য এটি দাঁতের ক্ষয়রোধ ও দন্তশূল ঠেকাতে সাহায্য করে। আপনি অর্ধেক কাপ বেকিং সোডা এবং অর্ধেক কাপ নারিকেল তেলের সঙ্গে ৩০ ড্রপ পেপারমেন্ট তেল মিশিয়ে একটি নিখুঁত অরগানিক টুথপেস্ট তৈরি করতে পারেন । একটি বায়ুরোধী জারে রাখুন এবং ফ্রিজে রাখা ছাড়াই আপনি ছয় মাস ব্যবহার করতে পারবেন।

৫.  প্রাকৃতিক সুগন্ধী 

সাধারণ সুগন্ধীগুলোর তুলনায় নারিকেল তেলের সুগন্ধী আপনার ত্বকে ঘাম জমাট বাঁধতে দেয় না। যেটা স্বাস্থ্যকর ত্বক নিশ্চিত করে। এন্টিব্যাকটেরিয়াল গুণের কারণে নারিকেল তেল ব্যবহারে শরীরে গন্ধ সৃষ্টি করা ব্যাকটেরিয়া কাজ করতে পারে না। কৃত্রিম সুগন্ধীর চেয়ে এই ক্ষেত্রে নারিকেল তেল আরও বেশি কার্যকর।

নারিকেল দিয়ে সহজেই সুগন্ধি/ডিওডোরেন্ট বানাবার রেসিপি জানতে চান? তাহলে ক্লিক করুন নিচের আর্টিকেলে।

Sources:

https://blog.thatcleanlife.com/10-crazy-uses-for-coconut-oil/

https://www.lifehack.org/articles/lifestyle/9-amazing-uses-for-coconut-oil-you-never-knew.html

POST A COMMENT