a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • চুলের যত্ন  • প্রতিদিনের মেকআপ এ নারিকেল তেল ব্যবহার করার ১০ টি উপায়

প্রতিদিনের মেকআপ এ নারিকেল তেল ব্যবহার করার ১০ টি উপায়

Bookmark CFL(0)

একই রকমের প্রোডাক্ট ব্যবহার করে ক্লান্ত হয়ে পরেছেন? ন্যাচারাল কিছু চাই? তো চলুন জানা যাক প্রতিদিনের মেকআপ এ কিভাবে আপনি নারিকেল তেল ব্যবহার করতে পারেন। 

 

১. ঠোঁটে অল্প একটু নারিকেল তেল মেখে নিলেই তা চকচকে এবং আদ্র থাকবে। তাই শুকনো ঠোঁটকে বলুন বাই।

২. ১২ টেবিল চামচ কোকো বাটার এবং  ৪ টেবিল চামচ নারিকেল তেল মিলিয়ে তৈরি করে নিন বডি বাটার। এটি ত্বক কে আদ্র রাখে আর পরিপুষ্ট করে। 

 

৩. নারিকেল তেল নাইট ক্রিম হিসেবে ব্যবহার করুন। এই ক্রিম ব্যবহারে ত্বকের বলিরেখা ও সূক্ষ্ম লাইনগুলো মিলিয়ে যায়।

 

৪. শ্যাম্পু করার আগে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। এটি চুলকে শ্যাম্পু করার জন্য প্রস্তুত করে এবং চুলের আর্দ্রতা রক্ষা করে। 

 

 

৫. অল্প একটু নারিকেল তেল নিয়ে হাতের তালু তে ম্যাসাজ করে চুলে লাগিয়ে নিন। এতে চুল হবে ঝকঝকে, জটলা মুক্ত। 

 

৬. নারিকেল তেলের সাথে লবন অথবা চিনি মিলিয়ে ন্যাচারাল বডি স্ক্রাব বানাতে পারেন।

 

৭. নারিকেল তেলের সাথে শিয়া বাটার, বিস ওয়াক্স আর জোজোবা তেল ব্যবহার করে ন্যাচারাল সান্সক্রিন লোশন বানাতে পারেন। 

৮. ২ টেবিল চামচ নারিকেল তেল, ১ টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার আর ২ টেবিল চামচ মধু মিলিয়ে হেয়ার মাস্ক বানাতে পারেন যা আপনার চুল কে কন্ডিশন করবে এবং দেবে ঝকঝকে উজ্জ্বল লুক।
৯. অল্প লিপস্টিকের সাথে নারিকেল তেল মিশিয়ে সহজেই তৈরি করুন টিন্টেড লিপগ্লস।
১০. গোসল করার পর ভেজা ত্বকে নারিকেল তেল লাগিয়ে নিন আর উপভোগ করুন গ্রীষ্মের সৌরভ। 

POST A COMMENT