a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • চুলের যত্ন  • বিশেষ অনুষ্ঠানের আগে নিজেকে রাঙিয়ে নিন প্রাকৃতিকভাবে
beauty care for special occasion

বিশেষ অনুষ্ঠানের আগে নিজেকে রাঙিয়ে নিন প্রাকৃতিকভাবে

Bookmark CFL(0)
    • বিশেষ অনুষ্ঠানের আগে ঘরে বসেই আমাদের চুল, মুখ, ঠোঁট, হাত এবং পায়ের যত্ন আমরা নিতে পারি।
    • নারিকেল তেল মাথার ত্বকে রক্ত সঞ্চালন ঠিক রাখার জন্য দারুণ উপকারী।
    • কফি ও নারিকেল তেলের  ফেইস মাস্ক যে কোনো অনুষ্ঠানের আগে সহজেই ব্যবহার করা যায় ইন্সট্যান্ট গ্লো এর জন্য।
    • একটি সুন্দর মেকাপ লুক একদমই নষ্ট হয়ে যায় যদি আপনার হাত ও পায়ের ত্বক কোমল ও মসৃণ না হয়।
    • ত্বকচর্চায় নারিকেল তেলের পাশাপাশি নারিকেল দুধও ব্যবহার করা হয়।

    বিভিন্ন অনুষ্ঠানের আগে আমরা চাই আমাদের ত্বক ও চুলের কিছু বাড়তি যত্ন। যেন ত্বকের প্রাকৃতিক সৌন্দর্য বজায় থাকে। কেমিকেলযুক্ত প্রসাধনী ছাড়াই ঘরে বসে আমাদের চুল, মুখ, ঠোঁট, হাত এবং পায়ের যত্ন আমরা করতে পারি। আর সেগুলোও খুব সহজেই একদম বাসায় থাকা প্রাকৃতিক উপাদান দিয়েই। চলুন দেখে নেয়া যাক কোনো বিশেষ অনুষ্ঠানের আগে চটজলদি নিজের রূপচর্চা চর্চা কীভাবে করবেন।

    হেয়ার মাস্ক: 

    সামনে অনুষ্ঠান? অথচ চুলের উজ্জ্বলতা কমে এসেছে। তাৎক্ষণিকভাবে চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য সবচেয়ে উপযোগী একটি হেয়ার মাস্ক হলো নারিকেল তেল ও অ্যালোভেরা দিয়ে তৈরী হেয়ার মাস্ক।

    উপাদানসমূহ: 

    • নারিকেল তেল- ৩ চা চামচ
    • অ্যালোভেরা- ২ চা চামচ
    • মধু- ১ চা চামচ

    নির্দেশনা: 

    • সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিন।
    • একটি ঘন হেয়ার মাস্ক তৈরী হবে।
    • চুলে ও মাথার ত্বকে খুব ভালোভাবে মালিশ করে লাগিয়ে নিন।
    • ৩০ মিনিট পর হাল্কা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

    উপকারিতা: 

    চুলের প্রাকৃতিক লিপিডের বৈশিষ্ট্য এবং নারিকেল তেলের লিপিডের বৈশিষ্ট্য প্রায় একই রকম। নারিকেল তেল মাথার ত্বকে রক্ত সঞ্চালন ঠিক রাখার জন্য দারুন উপকারি। অ্যালোভেরা মাথার ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে এবং মধু চুলের আর্দ্রতা বজায় রাখে।

    নারিকেল তেল ও অ্যালোভেরা সমৃদ্ধ এই হেয়ার মাস্কটি চটজলদি আপনার চুলের রুক্ষতা ও শুষ্কভাব কমিয়ে চুলের মসৃণতা বৃদ্ধি করবে। সেই সাথে চুলে ময়েশ্চারের পরিমাণ বৃদ্ধি পাবে ও ঝলমলে ভাবও ফিরে আসবে। চুলের ডিপ কন্ডিশনিং এর জন্যেও এই মাস্কটি দারুন কাজ করে।

    ফেইস মাস্ক:  

    যে কোনো অনুষ্ঠানে মুখের মেকাপটাই বেশি প্রাধান্য পায় আমাদের কাছে। তবে মুখে মেকাপ ছাড়াই যদি সঙ্গে সঙ্গে উজ্জ্বলতা পাওয়া যায়, কেমন হয়? নারিকেল তেল ও কফি দিয়ে তৈরী দারুণ একটি ফেইস স্ক্রাব ও মাস্ক আমাদের ত্বকে এনে দেয় বাড়তি উজ্জ্বলতা যা কিনা যে কোনো অনুষ্ঠানের আগে আমাদের সবারই কাম্য।

    উপাদানসমূহ: 

    • ১/২ চা চামচ নারিকেল তেল
    • ১/২ চা চামচ গুড়া কফি

    নির্দেশনা: 

    • নারিকেল তেলের সাথে কফির গুড়া ভালোভাবে মিশিয়ে নিন।
    • তারপর মুখে আঙুলের সাহায্যে বৃত্তাকার ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করুন। চোখের চারপাশে মাসাজ করবেন না।
    • ভালোভাবে মাসাজ হয়ে গেলে মিশ্রণটি মুখে ১৫ মিনিট রেখে দিন।
    • হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

    উপকারিতা: 

    নারিকেল তেলে যে লরিক এসিড নামের উপাদান রয়েছে তা মুখমন্ডলের ব্যাকটেরিয়া সহজেই ধ্বংস করতে সাহায্য করে। আর কফি  ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে।

    কফি ও নারিকেল তেলের এই সহজ ফেইস মাস্কটি যে কোনো অনুষ্ঠানের আগে সহজেই ব্যবহার করা যায় তাৎক্ষণিক উজ্জ্বলতার জন্য। এই মাস্কটি ত্বকের গভীরে পৌঁছে পুষ্টি যোগায় এবং ত্বকের কোমল ও মসৃণভাব ফিরিয়ে এনে ত্বকের উজ্জ্বলতা বহুগুণে বাড়িয়ে তোলে।

    বডি মাস্ক: 

    চুল আর মুখের পাশাপাশি আমাদের ত্বকের যত্নেও সচেতন থাকা উচিত। একটি সুন্দর মেকাপ লুক একদমই নষ্ট হয়ে যায় যদি আপনার হাত ও পায়ের ত্বক কোমল ও মসৃণ না হয়। তাই ত্বক ও চুলের পাশাপাশি হাত-পায়ের যত্নে বডি মাস্কের প্রয়োজনীয়তা রয়েছে।

    উপাদানসমূহ: 

    • ২ টেবিল চামচ নারিকেল দুধ
    • ২ টেবিল হলুদ গুড়া
    • ১ টেবিল চামচ দই

    নির্দেশনা: 

    • সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরী করুন। যদি মাস্ক বেশি প্রয়োজন হয় তবে অনুপাত অনুসারে উপাদানের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন।
    • হাত-পা, গলা-ঘাড়ের খোলা অংশে ভালোভাবে লাগিয়ে নিন।
    • ৩০ মিনিট পর হাল্কা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।

    উপকারিতা: 

    বডি মাস্ক হিসেবে নারিকেল দুধের সাথে হলুদ ও দই এর মিশ্রণের অনেক উপকারিতা রয়েছে। এই বডি মাস্কটি শরীরের বিভিন্ন দাগ দূর করে। এছাড়া হাত ও পায়ের রোদে পোড়া কালো দাগ দূর করে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। পায়ে অনেক সময় চামড়া ওঠার সমস্যা হয়। এই মাস্ক ব্যবহারে পায়ের অতিরিক্ত চামড়া উঠে ত্বকের মসৃণতা ফিরিয়ে আনে। তাই ফেইসের সাথে হাত ও পায়ের কোমলতার সামঞ্জস্য তৈরী হয় নারিকেল দুধ দিয়ে তৈরী এই বডি মাস্ক ব্যবহারে।

     

    লিপ স্ক্রাব: 

    ফেটে যাওয়া ঠোঁট আমরা কেউই চাইনা। বিশেষ করে লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে ফেটে যাওয়া ঠোঁট খুব বিরক্তিকর। ঠোঁট থেকে অতিরিক্ত চামড়া উঠে যাওয়ার ফলে লিপস্টিক দিলেও সেটা ভালো দেখায় না। তাই ঠোঁটের মরা চামড়া তুলে ফেলতে নারিকেল তেল দিয়ে তৈরিইলিপ স্ক্রাব দারুণ একটি উপায়।

    উপাদানসমূহ: 

    • ১ চা চামচ নারিকেল তেল
    • ১ চা চামচ সাদা চিনি
    • কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল

    নির্দেশনা:

    • উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে ঠোঁটে আঙুলের সাহায্যে মাসাজ করুন।
    • কমপক্ষে ১০ মিনিট আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করুন।
    • একটি টিস্যু পেপারের সাহায্যে মিশ্রণটি ঠোঁট থেকে মুছে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন
    • যে কোনো লিপ বাম অথবা সামান্য নারিকেল তেল আঙুলে নিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন

    উপকারিতা: 

    নারিকেল তেলের ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য ঠোঁট থেকে মৃত কোষ দূর করতে সাহায্য করে। নারিকেল তেল ও চিনির তৈরী এই লিপ স্ক্রাবটি সহজেই ঠোঁটের ফেঁটে যাওয়া অংশের ট্রিটমেন্ট করতে পারে। তাই ঠোঁটের মৃত কোষ দূর হয়ে ফেটে যাওয়া বন্ধ হয় এবং ঠোঁটের নমনীয়তা, কোমলতা ও আর্দ্রতা ফিরে আসে। এছাড়া নারিকেল তেল লিপবাম হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এতে বাড়তি কেমিক্যাল থাকে না বলে ঠোঁট কালো হয়ে যাওয়া বা ফেটে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় না।

    বডি লোশন: 

    ত্বকের যত্নে চাই ময়েশ্চারাইজার। কিন্তু কেমিকেলযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার না করে ঘরেই বানিয়ে নিতে পারি সুন্দর একটি বডি লোশন এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়েই। আমাদের আগের একটি ভিডিওতে এই রেসিপি আপনারা দেখেছেন।

    উপাদানসমূহ: 

    • ১/২ কাপ নারিকেল তেল
    • ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল
    • ১২ ফোঁটা এসেনশিয়াল অয়েল

    নির্দেশনা: 

    • নারিকেল তেল ভালোভাবে ফেটান যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমের মতো ঘনত্ব আসছে।
    • অ্যালোভেরা জেল ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন।
    • সব উপাদান ভালোভাবে মিশিয়ে একটি কৌটায় সংরক্ষণ করে রাখুন

    উপকারিতা: 

    বডি মাস্ক ব্যবহারের পরে এই লোশনটি ত্বকে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। সাধারণত যে কোনো মাস্ক ব্যবহার করার পর ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করার প্রয়োজন পড়ে। এই লোশনটি হাতে এবং পায়ে নিয়মিত ব্যবহারে ত্বকের আর্দ্রভাব বজায় থাকে। ত্বকে কোনোরকম ব্যাকটেরিয়া ইনফেকশন হয়না।

    নারিকেলের বিবিধ ব্যবহার রয়েছে। ত্বকচর্চায় নারিকেল তেলের পাশাপাশি নারিকেল দুধও ব্যবহার করা হয়। নারিকেলের বিভিন্ন উপাদান আমাদের ত্বকের যত্নে দারুন উপকারী। ত্বকের যত্নে ইন্সট্যান্ট গ্লো ও চটজলদি উপকার পেতে নারিকেলের সত্যিই জুড়ি নেই। তাই যে কোনো অনুষ্ঠানের আগে নিজেকে সুন্দর ও পরিপাটি করে তুলতে রূপচর্চা করুন এবং প্রতিদিনের ত্বকচর্চা তালিকায় প্রাকৃতিক উপাদানের ব্যবহার করুন।

    Sources:

    https://helloglow.co/simple-beauty-get-glowing-skin-with-turmeric/

    https://littlegreendot.com/natural-hair-recipes-clean-beauty-co/

    https://www.tasteofhome.com/article/coffee-scrub/www.luxyhair.com/blogs/hair-blog/3-easy-diy-coconut-oil-scrubs

    https://www.frugalfarmwife.com/article/homemade-baby-lotion-recipe/

 

POST A COMMENT