a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • তারকা কথন  • আনুশকা শর্মার গ্রীষ্মকালীন হেয়ার রুটিন

আনুশকা শর্মার গ্রীষ্মকালীন হেয়ার রুটিন

Bookmark CFL(0)
  • গরমে সূর্যের ক্ষতিকারক রশ্মি, ধুলা-বালি, এবং বাতাসে উচ্চ মাত্রায় আর্দ্রতা চুলের ক্ষতি করে।
  • তাই চুলের সৌন্দর্য রক্ষার্থে আনুশকা শর্মা নারকেল তেল ব্যবহারের পরামর্শ দেন।
  • নারকেল তেল চুলের কন্ডিশনিং করে, ভেঙে পড়া থেকে রক্ষা করে এবং চুলের কোঁকড়ানো ভাব দূর করে।
  • নারকেল তেল চুলে এবং মাথার ত্বকে পুষ্টি যোগায়।

 

বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী আনুশকা শর্মা কীভাবে চুলের যত্ন নেন তা আমাদের জানিয়েছেন। এই গরমে নারকেল তেল কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কেও তিনি পরামর্শ দিয়েছেন। আনুশকা শর্মা তার চুলের সৌন্দর্যের রহস্য আমাদের কাছে তুলে ধরেছেন।

 

গরমে আমাদের চুল রুক্ষ হয়ে যায়। আমরা হয়তো তা বুঝতে পারিনা। তবে সূর্যের ক্ষতিকারক রশ্মি, রোদের ঝলকানি, বাতাসে অতিরিক্ত আর্দ্রতা আমাদের চুলে অত্যন্ত ক্ষতিকারক প্রভাব ফেলে। অতিরিক্ত ঘাম ও ধুলো-ময়লাতেও চুলের ক্ষতি হয়। যার ফলে আমাদের চুল রুক্ষ হয়ে যায় এবং কোঁকড়ানো ভাব চলে আসে।

 

বলিউডের হৃদয়কাড়া অভিনেত্রী আনুশকা শর্মা গরমে চুলের যত্ন কীভাবে নেয়া যায় এবং কীভাবে আমরা ঠিক তার মতোই উজ্জ্বল এবং ঝলমলে চুল পেতে পারি সে বিষয়ে বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন। রোদের ঝলকানি উপেক্ষা করে ঝলমলে উজ্জ্বল চুল নিয়ে আমরা কিভাবে বাইরে সময় কাটাতে পারি সে বিষয়েও তিনি পরামর্শ দেন।

 

তিনি বলেন, ‘নারকেল তেল চুলের কন্ডিশনিং করে, ভেঙে পড়া থেকে রক্ষা করে এবং চুলের কোঁকড়ানো ভাব দূর করে। নারকেল তেল মাথার ত্বকের গভীরে পৌঁছে যথাযথ পুষ্টি সরবরাহ করে। অন কোনো কিছুই চুলের যত্নে নারকেল তেলের মতো কার্যকর নয়।

 

কাজেই আমরা যদি এই গরমে নিজেদের চুলের যত্ন নিতে চাই তাহলে আনুশকা শর্মার দেয়া পরামর্শগুলি আমরা কাজে লাগাতে পারি।

 

রেফারেন্স

https://www.indiainfoline.com/article/news-business/anushka-sharma-gives-hair-care-tips- 113101908692_1.html

POST A COMMENT