উৎসবের আগে চাই ত্বকের বিশেষ যত্ন
উৎসবের মৌসুম চলে এসেছে। রঙিন, আলোকিত আর আনন্দময় একটি সময়। বছরের এই সময়টায় মানুষের পোশাক, ফ্যাশন ও লাইফস্টাইলে উৎসবের এই আমেজ দেখা যায়। বাতাসেও উদ্দীপনার এক আমেজ, এমনি সময় এসব কথা ভাবতে ভাবতে রেখা তার গ্রিন টির কাপে চুমুক দেয়। বারান্দার সামনের কাশবনের দিকে তাকাতেই তার মন খুশিতে ভরে ওঠে। উৎসবের মৌসুম তার সাথে করে নিয়ে এসেছে নিজস্ব ঐতিহ্যবাহী ফ্যাশন।
সময়ের সাথে, রেখা নিজেই তৈরি করেছে তার নিজস্ব স্কিন কেয়ার রুটিন, যা তাকে যেকোন উৎসবের জন্য অনায়াসে আগাম প্রস্তুত করে তুলে। এবং মজার ব্যাপারটি হল, এর সবগুলো ট্রিটমেন্টই নারিকেলের সাথে অন্য প্রাকৃতিক উপাদান মিশিয়ে ঘরেই তৈরি করা যায়। ত্বকের যত্নে নারিকেলের তৈরি এই ৪টি হোমমেড ট্রিটমেন্ট রেখার মতন আপনার ত্বককেও উৎসবের সময়ে রাখবে নরম এবং উজ্জ্বল।
১। নারিকেল ও ওটমিলের তৈরি ফেস অ্যান্ড বডি স্ক্রাব
একটি ফুড প্রসেসরে ১.৫ কাপ ওটমিল ভাল মত গুঁড়ো করে নিন এবং একটি পাত্রে রাখুন। ১ চা চামচ ব্রাউন সুগার মিশিয়ে ভাল মত নাড়ুন। । এরপর ১ চা চামচ মধু, ১ চা চামচ ভ্যানিলা এবং ১/২ কাপ ভার্জিন কোকোনাট অয়েল মিশিয়ে ভাল মতন মিক্স করুন। স্ক্রাবটি একটি এয়ারটাইট কনটেইনারে রাখুন এবং চেহারা ও ত্বক এক্সফলিয়েট করতে ব্যবহার করুন। উপভোগ করুন কোমল, স্নিগ্ধ ত্বক।
২। নারিকেল তেলের তৈরি সুদিং ফেসওয়াশ
একটি প্যানে ১ কাপ নারিকেল তেল গরম করে নিন। তাতে ১ টেবিল চামচ বেকিং সোডা, ল্যাভেন্ডার, টি ট্রি এবং লেমন এসেনশিয়াল অয়েল-এর ৫ ড্রপ (প্রতিটির) মিশিয়ে খুব সহজেই ফেসওয়াশটি তৈরি করে ফেলুন। এই ফেসওয়াশটি ব্যবহারে আপনার চেহারার গভীরের ময়লা পরিষ্কার হয় এবং ত্বক থাকে মসৃণ।
৩। নারিকেলের কিউটিকাল স্মুদিং অয়েল
২ চা চামচ নারিকেল তেল, ৩ চা চামচ জোজোবা অয়েল, ১ ফোঁটা ভিটামিন ই অয়েল এবং ৪ ফোঁটা অরেঞ্জ এসেনশিয়াল অয়েল (ঐচ্ছিক) মিশিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন নখের যত্নে মিষ্টি কমলা কিউটিকেল অয়েল। প্রতিটি নখে এক ফোঁটা অয়েল দিয়ে আধা ঘণ্টা রেখে দিন এবং অবশেষে তুলা ব্যবহার করে তা মুছে ফেলুন। এতে আপনার নখ থাকবে, চকচকে সুন্দর।
৪। রিলাক্সিং নারিকেল দুধ বাথ মিক্স
একটি ফুড প্রসেসর-এ ১ কাপ কোড়ানো নারিকেল ভাল মত গুঁড়ো করে নিন এবং একটি পাত্রে রাখুন। ১/২ কাপ কর্ণস্টার্চ মিশিয়ে ভাল মত নাড়ুন। আপনি চাইলে আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল ১০ ফোঁটা মিশিয়ে নিতে পারেন। অবশেষে ২ টেবিল চামচ নারিকেল এর ক্রিম মিশিয়ে ভাল মতন ব্লেন্ড করুন যতক্ষণ না পর্যন্ত মিক্সটি ভেজা পাউডারের মতন হয়ে আসে। গোসলের পূর্বে বাথ মিক্সটি পানিতে ভাল মতন মিশিয়ে নিন উপভোগ করুন চমৎকার, স্নিগ্ধ ত্বক।
Source:
1. Coconut & Oatmeal Face & Body Scrub
https://apumpkinandaprincess.com/homemade-coconut-oatmeal-scrub
2. Soothing Coconut Oil Facewash
https://thecoconutmama.com/coconut-oil-face-wash/
3. Smoothing Coconut Cuticle Oil
https://botaneri.com/sweet-orange-diy-cuticle-oil/
4. Relaxing Coconut Milk Bath
POST A COMMENT
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।