a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • ত্বকের যত্ন  • ত্বকের পরিচর্যায় নারিকেল তেল ও মধুর বডি ওয়াশ
Nourishing Coconut and Honey Body wash

ত্বকের পরিচর্যায় নারিকেল তেল ও মধুর বডি ওয়াশ

Bookmark CFL(0)
  • নারিকেল তেল ত্বকের তৈলাক্তভাব দূর করতে দারুণ কার্যকর।
  • নারিকেল তেল ও মধুর তৈরী বডিওয়াশ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি ত্বককে নরম, কোমল এবং মসৃণ করে তোলে।
  • মধু এন্টিব্যাকটেরিয়াল ও এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি প্রাকৃতিক উপাদান।

সৌন্দর্যচর্চায় কেমিক্যালযুক্ত পণ্য বাদ দিয়ে যদি প্রাকৃতিক পণ্য বেছে নিতে চান, তবে নারিকেল হতে পারে আপনার  নিত্যসঙ্গী। নারিকেলের বিবিধ ব্যবহারের মধ্যে নারিকেলের পানি, নারিকেল দুধ, নারিকেল তেল রূপচর্চায় ব্যবহৃত হয়ে থাকে।

নারিকেল তেল ত্বকের তৈলাক্তভাব দূর করতে দারুণ কার্যকর। সারাদিনের ঘামে ভেজা শরীরে নানারকম ধুলা-বালি লেগে থাকে যা ত্বকের ক্ষতি করে। তাই ত্বকে কেমিক্যালযুক্ত কোনো বডিওয়াশ ব্যবহার না করে ঘরে বসে নারিকেল তেল ও মধু দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন বডিওয়াশ।

উপাদান: 

  • ১/৪ কাপ নারিকেল তেল
  • ১/৪ কাপ মধু
  • ১/২ কাপ লিকুইড ক্যাস্টাইল সোপ
  • ১ চা চামচ ভিটামিন ই অয়েল
  • ১৫ ফোঁটা ইউক্যালিপ্টাস এসেনশিয়াল অয়েল
  • ১০ ফোঁটা সুইট অরেঞ্জ এসেনশিয়াল অয়েল
  • ১০ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল

নির্দেশিকা: 

  • নারিকেল তেল একটি ওভেনপ্রুফ বাটিতে নিয়ে মাইক্রোওয়েভে ৩০ সেকেন্ড রেখে ভালোভাবে গরম করে নিন।
  • নারিকেল তেলের ভিতর মধু, এসেনশিয়াল অয়েল এবং ভিটামিন ই অয়েল একে একে মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন।
  • মিশ্রণটিতে অল্প অল্প করে লিকুইড ক্যাস্টাইল সোপ মেশান ও আস্তে আস্তে নাড়তে থাকুন যেন সাবানফেনা তৈরী না হয়।
  • একটি কাঁচের বা প্লাস্টিকের বোতলে বডিওয়াশটি সংরক্ষণ করুন। প্রতিবার ব্যবহারের আগে বোতলটি ঝাঁকিয়ে নিন।

নারিকেল তেলে রয়েছে প্রচুর পরিমাণে মিডিয়াম চেইন ফ্যাটি এসিড যা ত্বকের ব্রণ জাতীয় সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করে। নারিকেল তেলে রয়েছে লরিক এসিড জাতীয় সম্পৃক্ত চর্বি যা ত্বকে ক্ষতিকর ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে। এছাড়া নারিকেল তেলে এন্টি-ইনফ্ল্যামাটরি বৈশিষ্ট্য রয়েছে তাই ত্বকের প্রদাহ কমিয়ে প্রয়োজনীয় পানি সরবরাহ করে। ফলে ত্বকের আর্দ্রতা ও হাইড্রেশন বজায় থাকে। মধু এন্টিব্যাকটেরিয়াল ও এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের কোলাজেন উৎপাদনে সহায়তা করে এবং ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছে দেয়।

নারিকেল তেল ও মধুর তৈরী বডিওয়াশটি প্রতিদিন ব্যবহারে ত্বক ময়েশ্চারাইজিং এর পাশাপাশি নারিকেল তেল ত্বকের পোরস খোলা রাখতে সহায়তা করে ও ত্বকে সতেজ একটি অনুভুতি এনে দেয়। তাছাড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি ত্বককে নরম, কোমল এবং মসৃণ করে তোলে। বিভিন্ন এসেনশিয়াল অয়েল, নারিকেল তেল ও মধুর সমন্বয়ে তৈরী বলে এই বডি ওয়াশের সুবাস অনন্য, যা আপনার ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে।

লিকুইড ক্যাস্টাইল সোপ অলিভ অয়েল, অ্যাভোক্যাডো অয়েল বা নারিকেল তেলের মত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি দিয়ে তৈরী হয় তাই এটি ত্বকের কোন ক্ষতি করে না। এটি কোমল ভাবে ত্বকের বাইরে থেকে লেগে থাকা তেল-ময়লা পরিষ্কার করে। ভিটামিন ই অয়েল এবং এসেনশিয়াল অয়েল ত্বকের আর্দ্রতা এবং উজ্জ্বলতা বৃদ্ধির জন্য খুবই উপকারী।

বাইরের ধুলা-বালি থেকে রক্ষা পেতে ত্বক প্রতিদিনই পরিষ্কার করা জরুরি। পাশাপাশি ত্বকের সৌন্দর্য বজায় রাখতে ও বাড়তি উজ্জ্বলতা পেতে ব্যবহার করতে পারেন নারিকেল তেল ও মধু দিয়ে তৈরী বডিওয়াশ।

Reference: 

https://https://helloglow.co/diy-body-wash/

Benefits of Coconut Oil:

https://healthline.com/nutrition/coconut-oil-and-skin#section9

https://beautyglimpse.com/3-diy-coconut-oil-body-wash-recipes-experience-ultimate-homemade-luxury/

Benefits of Honey:

https://theeverygirl.com/i-washed-my-face-with-only-honey-for-two-weeks/

Benefits of liquid castile soap:

https://www.eraorganics.com/blogs/skin-care/what-is-castile-soap

POST A COMMENT