
নরম, মসৃণ ও সিল্কি চুলের জন্য নারিকেল তেল ও আমলার হেয়ার মাস্ক
যুগ যুগ ধরে নারিকেল তেল চুলের যত্নের অন্যতম জনপ্রিয় পছন্দ, কারণ এটি চুলের সৌন্দর্য বৃদ্ধি এবং পুষ্টি বজায় রাখার ক্ষেত্রে অতুলনীয়। নারিকেল তেল কাঁচা বা শুকনো নারিকেল থেকে প্রাপ্ত একটি চর্বিযুক্ত তেল। বহু বছর ধরেই নারিকেল তেল একটি ন্যাচারাল ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চুলের তেল, শ্যাম্পু, কন্ডিশনার, এমনকি বডি লোশন কিংবা ক্রিম সহ আপনার নিত্য ব্যবহার্য প্রসাধনীতে এই উপাদানটি যোগ করা হলে এর ন্যাচারাল ময়েশ্চারাইজিং গুণাবলী আরও বৃদ্ধি পায়।
চুলের জন্য নারিকেল তেলের রয়েছে নানাবিধ উপকারিতা। এটি চুলের ফলিকলের ভেতরে গিয়ে চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং খুশকি ও উকুন দূর করে মাথার ত্বককে সুস্থ রাখে। এছাড়া নারিকেল তেল চুলের গভীরে গিয়ে পুষ্টি যোগায় ও মাথার ত্বকের শুষ্কতা দূর করে। এটি শুষ্ক চুলের আর্দ্রতা ধরে রাখে এবং করে তোলে আরও ঝলমলে। পাশাপাশি নারিকেল তেল চুলকে করে তোলে কোমল। নারিকেল তেল চুলের ভেঙ্গে যাওয়া রোধ করে চুলকে করে আরও লম্বা; পাশাপাশি, চুলের স্প্লিট এন্ডের সমস্যার সমাধানও দেয় নারিকেল তেল। এগুলোই চুলের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য নারিকেল তেলের উপকারিতা। এবার আসুন চুলের জন্য আরেকটি যাদুকরী প্রাকৃতিক উপাদান, আমলা সম্পর্কে কথা বলা যাক। আমলা চুলের জন্য দরকারী, বিশেষত যদি আপনি চুলের বৃদ্ধিকে আরও বাড়িয়ে তুলতে চান বা মাথার ত্বককে রাখতে চান সুস্থ। চুলের জন্য আমলার অনেক ধরনের সুবিধা রয়েছে। সরাসরি প্রয়োগ করা হলে, আমলার ভিটামিন এবং খনিজ উপাদানের পাশাপাশি এটিতে থাকা মাইক্রোনিউট্রিয়েন্টগুলি মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে চুলের বৃদ্ধিকে বাড়িয়ে তোলে। রক্ত সঞ্চালন মাথার ত্বক সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি এবং অক্সিজেন নিশ্চিত করে। পাশাপাশি চুলের বিকাশের অ্যানেজেন প্রক্রিয়াতেও রক্ত প্রবাহ সাহায্য করে, যার ফলে চুল আরও দীর্ঘ হয়। আমলা চুলকে বাহ্যিক ক্ষতি থেকেও বাঁচাতে পারে। নরম চুল পাওয়ার ঘরোয়া সমাধান হিসাবে আমলা হেয়ার প্যাক প্রয়োগ করা আমলার একটি অন্যতম প্রচলিত ব্যবহার। তাছাড়া আমলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা ফ্লেকি স্ক্যাল্পে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। ভিটামিন সি একটি দুর্দান্ত মাথার ত্বক পরিষ্কারকারী উপাদান, যা মাথার ত্বকে জমে থাকা ময়লা সরিয়ে দেয়। এতে মাথার ত্বক পরিষ্কার থাকার ফলে চুল নানা পুষ্টিকর উপাদান শোষণে অনেক বেশি সক্ষম হয়ে ওঠে।
এই আর্টিকেলে আমরা আপনাকে নরম, মসৃণ এবং চুলে পাওয়ার ঘরোয়া সমাধান হিসেবে একটি পুষ্টিকর নারিকেল তেল এবং আমলার হেয়ার মাস্ক তৈরি করে এই দুটি প্রাকৃতিক উপাদানের যাদুকে কীভাবে একত্রিত করবেন তা বলব। নারিকেল তেল এবং আমলা বেশ সহজলভ্য হওয়ায় এই পুষ্টিকর হেয়ার মাস্ক তৈরি করা খুবই সহজ।
উপকরণসমূহ
- দুই টেবিল চামচ নারিকেল তেল
- দুই টেবিল চামচ আমলা পাউডার
- এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল
- চার/পাঁচ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল
কার্যপ্রণালী ও ব্যবহার করার নিয়ম
- নারিকেল তেল ও আমলা পাউডার মিশিয়ে নিন। আপনার চুলের ঘনত্ব বুঝে পরিমাণ ঠিক করুন। বাটিতে উপকরণ দুটি ১ঃ১ অনুপাতে মেশান। এখানে যেমন আমরা দুই টেবিল চামচ করে ব্যবহার করছি
- ক্যাস্টর অয়েল যোগ করে ধীরে ধীরে নাড়তে থাকুন
- মিশ্রণটি একটি ব্রাশের সাহায্যে ঠিকভাবে মাথার ত্বকে লাগিয়ে নিন। আপনার চুলের গোড়াতয় এই মিশ্রণটি প্রয়োগ করুন, যেসব স্থানে অতিরিক্ত চুল পড়া লক্ষ্য করছেন, সেসব স্থানে ফোকাস করুন। চুলের আগায় প্রয়োগ করতেও ভুলবেন না। মাস্কের সেরা ব্যবহারের জন্য, সেটি ভেজা থাকতে থাকতেই প্রয়োগ করুন। যেহেতু আমলা পাউডার নারিকেল তেল খুব ভালভাবে শোষণ করে, তাই এই মাস্কটি প্রয়োগ করার সময় আপনাকে দ্রুত কাজ করতে হবে
- একটি শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে নিন
- দুই ঘন্টা পর একটি মৃদু শ্যাম্পুদিয়ে চুল ধুয়ে ফেলুন।
এই আমলা এবং নারিকেল তেলের হেয়ার মাস্কটি ব্যবহার করার অনেক সুবিধা রয়েছে। এর তৃতীয় উপাদান, ক্যাস্টর অয়েলে ওমেগা -6 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে।
সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি হেয়ার মাস্ক চুলের পুষ্টি সংরক্ষণ, খুশকি দূরীকরণ এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করতে ব্যবহৃত হয়। নারিকেল তেল এবং আমলা হেয়ার মাস্ক চুলের বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করে, চুলকে আরও ঘন ও পরিষ্কার করে তোলে। ফলে চুলের বিভিন্ন সমস্যা দূর হয়। তাই বাড়িতে বসেই মসৃণ চুল পেতে, আপনার অবশ্যই এই সহজ রেসিপিটি ট্রাই করা উচিত।
সাধারন জিজ্ঞাসা
আমি কি নারিকেল তেলের সাথে আমলা মেশাতে পারি?
অবশ্যই। আপনি বাড়িতে সহজেই নারিকেল তেল এবং আমলা দিয়ে একটি ডিআইওয়াই হেয়ার মাস্ক প্রস্তুত করতে পারেন। নারিকেল তেল এবং আমলার হেয়ার মাস্ক চুলের বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করে, চুলকে করে আরও ঘন ও পরিষ্কার।
আমলা ও নারিকেল তেল কি চুলের জন্য উপকারী?
হ্যাঁ, আমলা এবং নারিকেল তেল চুলের জন্য ভাল। চুলে নারিকেল তেল ও আমলা ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। নারিকেল তেল উকুন এবং খুশকি রোধ করে, ফলিকলের গভীরে প্রবেশের মাধ্যমে চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। অন্যদিকে, আমলার ভিটামিন এবং খনিজ উপাদানের পাশাপাশি এটিতে থাকা মাইক্রোনিউট্রিয়েন্টগুলি মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে চুলের বৃদ্ধিকে বাড়িয়ে তোলে। রক্ত সঞ্চালন মাথার ত্বক সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি এবং অক্সিজেন নিশ্চিত করে।
হেয়ার মাস্ক তৈরি করতে নারিকেল তেলের সাথে কী মেশানো যেতে পারে?
নারিকেল তেলের সাথে আমলা ও ক্যাস্টর অয়েল মিশিয়ে আপনি সহজেই হেয়ার মাস্ক তৈরি করতে পারেন।
নারিকেল তেলের সাথে আমলা কীভাবে যোগ করবো?
সমপরিমাণ নারিকেল তেল ও আমলা পাউডারের সাথে অল্প একটু ক্যাস্ট্র অয়েল মিশিয়ে আপনি সহজেই ঘরে বসে হেয়ার মাস্ক তৈরি করে ফেলতে পারেন।
সূত্র –
https://makeupandbeauty.com/organic-coconut-oil-and-amla-hair-mask-for-hair-regrowth/
https:///www.vogue.in/beauty/content/benefits-of-amla-for-boosting-hair-growth-thicker-hair
https:///lucybee.com/pages/coconut-oil-for-hair-growth-6-reasons-why-your-hair-deserves-it