a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • ত্বকের যত্ন  • শীতে বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন? মেক-আপ তুলুন নারিকেল তেলের সাহায্যে
Makeup Removal with Coconut oil

শীতে বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন? মেক-আপ তুলুন নারিকেল তেলের সাহায্যে

Bookmark CFL(0)
  • ত্বকের যত্নে নারিকেল তেল ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, লিপ বাম হিসেবে ব্যবহার করা যায়।
  • প্রাকৃতিকভাবে মেক-আপ তুলতে নারিকেল তেল খুব ভালো মেক-আপ রিমুভার হিসেবে কাজ করে।
  • নারিকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ করে উজ্জ্বলতা বৃদ্ধি করে তাই মেক-আপ রিমুভার হিসেবেও দারুণ কাজ করে।

ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের মধ্যে অন্যতম হল নারিকেল তেল। নারিকেল তেলের অনেক ব্যবহারই রয়েছে, তবে ত্বকের যত্নে এর ব্যবহার আসলেই অনেকভাবে করা যায়। ত্বকের যত্নে নারিকেল তেল ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, লিপ বাম হিসেবে ব্যবহারের পাশাপাশি মেক-আপ রিমুভার হিসেবেও ব্যবহার করা যায়, আর এটাই আমাদের আজকের লেখার মূল বিষয়। একটা সময় অনেকেই মেক-আপ করতেই পিছিয়ে যেতেন শুধু এই ভেবে যে মেক-আপ তুলতে অনেক সময় লেগে যাবে। তাই মেক-আপ রিমুভার জিনিসটা মেক-আপ করার ব্যাপারে দারুণ ভূমিকা রাখে। মেক-আপ রিমুভার আজকাল যারা মেক-আপ করেন  সবার জন্যই প্রয়োজনীয়। আর এই মেক-আপ রিমুভার হিসেবে নারিকেল তেল কতটা কার্যকর সেটাই আজকের আলোচ্য।

শীতকাল মানেই বিয়ের মৌসুম আর একগাদা বিয়ের অনুষ্ঠানের দাওয়াত। আর এই সময়ই ভারি গহনা, পোশাক আর ভারি মেক-আপ বেশি করা হয়। বিশেষ করে ডিসেম্বর-জানুয়ারি মাস মানেই ভারি ফাউন্ডেশনের বেইজ মেক-আপ। মেক-আপ করাটা সমস্যা নয়, তবে মেক-আপ যদি ঠিক মতো তুলে ফেলা না হয় তবে ত্বকে ব্রণ, অ্যাকনে সহ রোমকূপ ছিদ্র বন্ধের সমস্যা হতে পারে। তাই ত্বকের এইসব সমস্যা যাতে না হয় এবং পাশাপাশি আপনি মেক-আপও করতে পারেন, সে জন্য সঠিকভাবে মেক-আপ তুলে ফেলা জানতে হবে। তবে সবসময় সাধ্যের মধ্যে মেক-আপ রিমুভার খুঁজে পাওয়া বেশ কঠিন। তাই এ ক্ষেত্রে সহজ সমাধান হল ঘরে বসে প্রাকৃতিক উপায়ে মেক-আপ রিমুভার ছাড়াই মেক-আপ তুলে ফেলা।

বাজারের কেমিক্যালযুক্ত মেক-আপ রিমুভার কিন্তু ভালোর চেয়ে ত্বকের ক্ষতিই করে বেশি। বেশিরভাগ মেক-আপ রিমুভারেই রয়েছে অ্যালকোহল যা ত্বককে প্রচুর শুষ্ক করে দেয়। তাহলে মেক-আপ তুলে ফেলার প্রাকৃতিক উপায় কী? এর উত্তর হতে পারে নারিকেল তেল। কারণ নারিকেল তেল ত্বকে কোনোরকম ক্ষতিসাধন ছাড়াই প্রাকৃতিক উপায়ে মেক-আপ তুলে ফেলার কাজ খুব সহজেই করতে পারে।

মেক-আপ রিমুভার হিসেবে নারিকেল তেল ব্যবহার করা কিন্তু খুবই সহজ। এমন নয় যে নারিকেল তেলের সাথে আরো অনেক কিছু মিশিয়ে আপনাকে মেক-আপ রিমুভার বানাতে হবে। মেক-আপ তুলে ফেলতে আপনাকে আপনার ত্বকে মেক-আপ এর উপর নারিকেল তেল ভালোভাবে লাগিয়ে মাসাজ করতে হবে। আপনার চোখের উপরে ও নিচে যেসব জায়গায় একটু ভারি মেক-আপ থাকে কিন্তু ত্বক পাতলা, সেসব জায়গাইয় আলতোভাবে নারিকেল তেল দিয়ে মাসাজ করুন। যেহেতু নারিকেল তেল বাজারের কেমিক্যাল জাতীয় কোনো মেক-আপ রিমুভার নয়, তাই অ্যালকোহল যুক্ত মেক-আপ রিমুভার যেমন লাগানোর সাথে সাথেই মেক-আপ তুলে ফেলে নারিকেল তেল কিন্তু চট করেই মেক-আপ তুলে ফেলবে না। তাই আপনাকে ধৈর্য ধরে ধীরে ধীরে আলতোভাবে মাসাজ করতে হবে। সব ক্রিম-পাউডার এবং মেক-আপ উঠে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে আবার অল্প পরিমাণ নারিকেল তেল মুখে ময়েশ্চারাইজার হিসেবে লাগিয়ে নিন। ত্বকে নারিকেল তেলের উপকারিতা বলে শেষ করা যায় না। ময়সশ্চারাইজার হিসেবে ব্যবহারের পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও নারিকেল তেল সহায়তা করে। এর ফ্যাটি এসিড ত্বকে ময়শ্চারাইজার হিসেবে তো কাজ করেই, অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে ত্বকে প্রদাহও হয়না। ফলে এটি মেক-আপ রিমুভার হিসেবে দারুণ কাজ করে। পাশাপাশি ত্বকের শুষ্কতা দূর করতেও নারিকেল তেলের জুড়ি নেই।

ত্বক পরিচর্যায় নারিকেল তেল অনেকভাবেই ব্যবহার করা যায়, মেক-আপ রিমুভার সেসব কাজের মধ্যে একটা। নারিকেল তেল মেক-আপ রিমুভার হিসেবে কতোতা ভালো এবং প্রাকৃতিক উপায়ে ক্ষতি ছাড়াই কাজ করে সেটা প্রমাণিত। এখন বাজারের ক্ষতিকর কেমিক্যালযুক্ত ও দামি মেক-আপ রিমুভার ব্যবহার করবেন নাকি প্রাকৃতিক উপাদানের সাহায্যে নিজের ত্বককের যত্ন নেবেন, সেই সিদ্ধান্ত আপনার।

সাধারণ প্রশ্ন: 

১। নারিকেল তেল কি মেক-আপ রিমুভার হিসেবে ভালো? 

হ্যাঁ, এটি মেক-আপ রিমুভার হিসেবে খুবই কার্যকর।

২। নারিকেল তেল কি প্রাকৃতিক ক্লিনজার? 

নারিকেল তেল অ্যান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিন ই সমৃদ্ধ তাই এটি ক্লিনজার হিসেবে খুব ভালো কাজ করে।

৩। মেক-আপ তুলে ফেলার সবচেয়ে ভালো উপায় কী? 

প্রাকৃতিক উপায়ে মেক-আপ তুলে ফেলাই সবচেয়ে ভালো উপায়। এ ক্ষেত্রে নারিকেল তেল খুব ভালো একটি সমাধান।

৪। নারিকেল তেল কি ক্লিনজার হিসেবে ভালো? 

নারিকেল তেল ত্বকে ময়েশ্চারাইজ করে তাই এটি ক্লিনজার হিসেবে খুবই ভালো।

৫। নারিকেল তেল কি ক্লিনজার হিসেবে ব্যবহার করা যাবে? 

নারিকেল তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য তাই ক্লিনজার হিসেবে এটি খুবই ভালো।

Reference:
 

https://www.self.com/story/alcohol-in-skin-care-products

https://www.healthline.com/nutrition/coconut-oil-and-skin#TOC_TITLE_HDR_6

https://www.thebeautyinsiders.com/benefits-of-coconut-oil-as-facial-cleanser.html

 

[sc name=”prepping-for-a-winter-wedding-makeup-removal-with-coconut-oil-bn”]

POST A COMMENT