a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • ত্বকের যত্ন  • শীতে ত্বকের শুষ্কতার সমাধানঃ নারিকেল তেল
coconut oil for skin in winter

শীতে ত্বকের শুষ্কতার সমাধানঃ নারিকেল তেল

Bookmark CFL(0)
  • শীতকালে আবহাওয়া শুষ্ক ও স্যাঁতস্যাঁতে থাকে তাই ত্বকে হাইড্রেশনের মাত্রা কমে যায়।
  • শুষ্ক ত্বকে চুলকানি, ফাটল ধরা, ডার্মাটাইটিস, একজিমা এবং ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে।
  • শীতকালে নরম ও কোমল ত্বক পেতে নারিকেল তেল ব্যবহার করুন।
  • নারিকেল তেল ত্বকের মৃত কোষ দূর করে ও ত্বকের আর্দ্রতা বৃদ্ধি করে।
  • নারিকেল তেল ব্যবহারে ত্বকের চুলকানি, চর্মরোগ এবং একজিমা দূর হয়।
  • নারিকেল তেল খুশকি দূর করে ও চুল পড়া রোধে সহায়তা করে।

শীতকালে নরম ও কোমল ও উজ্জ্বল ত্বক কে না চায়? শুষ্ক এবং ফেটে যাওয়া ত্বক আমরা কেউই পছন্দ করি না। শীতকালে নারিকেল তেল ব্যবহারে আমরা আমাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে পারি।

শীতকালে ত্বকের যত্নে যেসব বাধা আসে 

শীতকালে ত্বকের ঠিকঠাক যত্ন নেয়া একটু কঠিন। শীতকালে আবহাওয়া বেশ ঠান্ডা থাকে ও আর্দ্রতা কমে যায়। তাই ত্বকে পানির পরিমাণ ধরে রাখা এ সময় বেশ কঠিন হয়ে যায়। এই সময় নারিকেলের তৈরী যে কোনো পণ্যই যথেষ্ট কার্যকর।

আমাদের মাঝে মাঝেই মনে হয় এ সময় শুষ্ক ত্বক তেমন কোনো সমস্যা না। কিন্তু আসলে এটি আমাদের স্বাস্থ্যের সাথে জড়িত। বিভিন্ন ধরণের চর্ম রোগ আমাদের দৈনন্দিন কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে।

শুষ্ক ত্বকে সাধারণত চামড়ার বিভিন্ন জায়গায় চুলকানি এবং ফাটল দেখা দেয়। এছাড়া ডার্মাটাইটিস (ত্বকে লাল লাল ভাব ও প্রদাহ), একজিমা এবং ব্যাকটেরিয়া সংক্রমণও হতে পারে।

শীতকালে ত্বকের সমস্যার সমাধান

উপরে যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে, সেগুলো দূর করতে নারিকেল তেল খুব কার্যকর ভূমিকা পালন করে। নারিকেল তেল ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে তাই শুষ্ক ত্বকের জন্য এটা দারুণ উপকারি। নারিকেল তেল ভালোভাবে ফেটিয়ে যদি ক্রিম বানিয়ে ব্যবহার করা হয়, সেটা শুষ্ক ত্বকে আরো ভালোভাবে কাজ করে। ত্বকের সৌন্দর্যের জন্য চাইলেই আমরা নারিকেলের সাথে বিভিন্ন উপাদান মিশিয়ে মাস্ক বানিয়ে ব্যবহার করতে পারি।

অনেকেই মনে করেন, নারিকেল তেল ব্যবহারে ত্বকের লোমকূপের গোড়া বন্ধ হয়ে যায়। কিন্তু গবেষণায় দেখা যায় নারিকেল তেল বিভিন্ন ধরণের চর্মরোগ যেমন চুলকানি, একজিমা সারিয়ে তুলতে সাহায্য করে। একই সাথে ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতেও সাহায্য করে। নারিকেল তেলের ঘনত্ব বেশি হওয়ার কারণে এটা চিনির সাথে মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করা যায়।

পাশাপাশি নারিকেল তেল চুলের সব ধরনের সমস্যার জন্য প্রতিকার হিসেবে কাজ করে। চুল পড়া থেকে শুরু করে খুশকি সমস্যার সমাধানে নারিকেল তেলের জুড়ি নেই। এসব সমস্যা দূর করার পাশাপাশি চুলের গোড়া শক্ত ও মজবুত করে চুল পড়া বন্ধ করে।

শীতকালে ব্রণ বা ত্বকের কুঁচকে যাওয়া সমস্যার সমাধান হিসেবেও একটি নামই আসে- নারিকেলের তৈরী পণ্য। তাই শীতকালে যদি সুন্দর, কোমল ও মসৃণ ত্বক পেতে চান তবে বাজারের অন্যান্য প্রসাধনীর চাইতে নারিকেলের তৈরী প্রাকৃতিক প্রসাধনী দিয়েই ত্বকচর্চা করুন।

রেফারেন্স

https://www.healthline.com/health/skin-disorders

https://www.purefiji.com/blog/coconut-oil-face-masks/

POST A COMMENT