a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • কোকো সায়েন্স  • ত্বকে বয়সের ছাপ থমকে দিতে নারিকেল তেল
coconut oil for anti aging

ত্বকে বয়সের ছাপ থমকে দিতে নারিকেল তেল

Bookmark CFL(0)
  • নারকেল তেল কোলাজেন উৎপাদনে সাহায্য করে, আর আমাদের বাইরের দিকের ত্বকের ৮০ ভাগ এই কোলাজেন দিয়েই তৈরি
  • নারকেল তেল আপনার ত্বকে আর্দ্র রাখে, ত্বকের ভাঁজ ও কুঁচকানো প্রতিরোধ করে।
  • নারকেল তেল থেকে নিঃসৃত অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকর পদার্থের পরিমাণ কমায় এবং ত্বকের বুড়িয়ে যাওয়ার হার হ্রাস করে।
  • কাচা নারকেল তেল অনেক দিন ধরেই বয়স কমানোর একটা দাওয়াই হিসেবে কাজ করছে।

সাম্প্রতিক গবেষণা অনুযায়ী অন্য অনেক ঔষধের চেয়ে বয়স কমানোতে নারকেল তেল কার্যকরী ভূমিকা পালন করে।

 

কিভাবে নারিকেল তেল সহায়তা করবে

নারকেল তেল কোলাজেনের পরিমাণ বাড়ায়

নারকেল তেলে অনেক বেশি লরিক এসিড থাকে, যেটা কোলাজেন উৎপাদনের জন্য উপকারী। কোলাজেন ত্বকের নমনীয়তা ও গুণগত মান ঠিক রাখে। নারকেল তেল ত্বকে কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যেটা ত্বকের ভাঁজ ও কুঁচকানো কমায়।

 

নারকেল তেল সেবামের কাজ করে

ত্বকে সেবার নামে বিশেষ এক ধরনের তেল থাকে যা ত্বকে আর্দ্র রাখে ও সুরক্ষা দেয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যাদের ত্বক তৈলাক্ত তাদের ভাঁজ পড়ার পর হার কম হয়। আপনার ত্বকে নারকেল তেল ব্যবহার করলে ত্বক আর্দ্র থাকে, যার ফলে ভাজ পড়ার হার কমে যায়।

 

অ্যান্টিঅক্সিডেন্ট বয়স প্রতিরোধ করে

নারকেল তেলে বয়সপ্রতিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় পদার্থ আছে। নিউ ইয়র্কের চর্ম বিশেষজ্ঞ ডা. ডেভিড ব্যাংক বলেছেন, ‘অক্সিডেশ্ন হচ্ছে ত্বকের বুড়িয়ে যাওয়ার অন্যতম কারণ। আর নারকেল তেল এই ক্ষতিকর উপাদানগুলো থেকে ত্বক মুক্ত রাখে।’

এই সুবিধা পেতে হলে নারকেল তেল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। আপনি মুখে সরাসরি নারকেল তেল ব্যবহার করতে না চাইলে ঘরে তৈরি নারকেলের ক্রিমও ব্যবহার করতে পারেন।

 

এই জাতীয় আরও নিবন্ধগুলির জন্য আমাদের ফেস কেয়ার ব্লগ বিভাগে যান যা আপনাকে সবচেয়ে কার্যকর উপায়ে আপনার মুখের যত্ন নিতে সহায়তা করবে।

Source:

https://www.thelifeco.com/en/blog/why-coconut-oil-is-the-best-anti-wrinkle-anti-aging-treatment/

POST A COMMENT