বর্ষার স্কিন কেয়ার গাইড
মুষলধারে বৃষ্টি পরছে; চোখের দৃষ্টিতে কেবল টানা ল্যাম্প পোস্টের আলো আর ঝিঁঝিঁ পোকার শব্দ। তুমি দাঁড়িয়ে আছো তোমার বসার ঘর জানালার পাশে। বর্ষা কাল যেমন দারুণ, ঠিক তেমনি অনেক দিক দিয়ে আবার মুশকিলের। যেমন ধরো, বর্ষাকালে তুমি যদি ত্বকের যত্ন না নাও, তবে সহজেই বাতাসের আর্দ্রতা তোমার ত্বকে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সহজ উপায়ে ঘরে বসেই তৈরি করতে পারো নারিকেলের তেলের এই ৫ টি স্কিন প্রোডাক্ট যা বর্ষায় তোমার ত্বকের সব সমস্যার সমাধান দিতে পারে।
১. নারিকেল তেলের তৈরি লিপ বাম
বর্ষায় বাতাসের আর্দ্রতা বেশি থাকায় তোমার ঠোঁট রুক্ষ এবং শুষ্ক হয়ে পড়ে। কেবল ২ টি উপাদান দিয়ে তৈরি এই সহজ লিপ বামটি তোমার ঠোঁটের আর্দ্রতা রক্ষা করতে সাহায্য করবে। ১ চা চামচ পেট্রোলিয়াম জেলি আর ১ চা চামচ নারিকেল তেল একটা প্যান কিংবা মাইক্রোওয়েভ ওভেনে গরম করে গলিয়ে নাও। তোমার পছন্দের কন্টেইনারে ঢেলে আধা ঘণ্টা ফ্রিজে ঠাণ্ডা করতে রাখো। ঠোঁট শুষ্ক মনে হলেই ব্যবহার করো!
২. নারিকেল তেলের তৈরি লোশন বার
একজিমা এবং ত্বকের শুষ্কতা ও রুক্ষতা বর্ষায় ত্বকের সমস্যাগুলোর মধ্যে অন্যতম। তিন উপাদানে তৈরি লোশন বারটি তোমার ত্বকের শুষ্কতা ও রুক্ষতা কমিয়ে ত্বককে করে কোমল। রেসিপিটা খুবই সহজ। সমপরিমাণ নারিকেল তেল আর বিসওয়াক্স মিলিয়ে একটি সসপ্যানে অল্প আঁচে গরম করে ফেলো । গলে গেলে, তোমার পছন্দ মতন কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল (অপশনাল) মিশিয়ে নিতে পারো। মিক্সটা ঠাণ্ডা হতে দাও; চাইলে ফ্রিজেও রাখতে পারো। দেখবে জমাট বেঁধে গেছে। যখনই ব্যবহার করতে চাও, একটু ঘষে নিবে। উষ্ণ হয়ে এলে তোমার ত্বকে সাধারণ লোশনের মত ব্যবহার করতে পারবে।
৩. হোমমেড নারিকেল আর লেবুর ফেস ও বডি স্ক্রাব
বর্ষাকাল মানেই ত্বকের ব্রণ। আর শুষ্ক ত্বকের সাথে তা মিলে তৈরি করে বিরাট সমস্যা। তাই তুমি দুশ্চিন্তায় ডুবে যাওয়ার আগেই এই বডি স্ক্রাবটি তৈরি করে ফেলো। এটি তোমার ত্বকের ব্রণ সমস্যার সমাধান দিতে পারে এবং পাশাপাশি ত্বকের স্ক্রাব হিসাবেও কাজে দেবে। এছাড়াও ত্বকের আর্দ্রতা ফিরিয়ে এটি তোমার ত্বককে করবে আরও উজ্জ্বল। ১ কাপ খাঁটি সাদা চিনি, ১ ১/২ টেবিল চামচ নারিকেল তেল, ১ টেবিল চামচ খাঁটি মধু আর ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটি বাটিতে নাও। যতক্ষণ ঘন একটি পেস্টে না পরিণত হচ্ছে এটাকে ভাল মতন মিশিয়ে নাও। প্লাস্টিকের একটি কন্টেইনারে ঢেলে তা ঢেকে ফেলো। প্রতি ব্যাচ অল্প পরিমাণে বানাবে আর ফ্রেশ থাকতে থাকতেই তা ব্যবহার করে ফেলবে। সপ্তাহে ২/৩ বার গোসলের সময় ত্বক এবং চেহারায় ব্যবহার করতে পারো।
৪. তৈলাক্ত ত্বকের যত্নে হলুদ আর নারিকেলের তৈরি ফেস মাস্ক
বর্ষায় বাতাসে আর্দ্রতা বেশি থাকার ফলে প্রচুর ঘাম হয়, যা হতে দেখা দেয় নানা ধরনের ভাইরাল এবং ব্যাক্টেরিয়াল ইনফেকশন যেমন ব্রণ।তাই ত্বকের আর্দ্রতা অটুট রাখতে এবং ব্রণ মুক্ত রাখতে এই ফেস মাস্কটি ব্যবহার করতে পারো। ১ টেবিল চামচ নারিকেল তেল গরম করে গলিয়ে নাও। তার সঙ্গে ১ টেবিল চামচ হলুদ মিশিয়ে কাঁটাচামচ দিয়ে ভাল মতন এটাকে মিশিয়ে নাও। মাস্কটির রঙ হলুদ হয়ে আসলে, ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে দাও। ত্বকে হালকা শিরশিরে অনুভব হতে পারে। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলো।
৫. শুষ্ক এবং স্পর্শকাতর ত্বকের যত্নে নারিকেল ও মধুর তৈরি ফেস মাস্ক
যাদের ত্বক রুক্ষ এবং স্পর্শকাতর হয় তাদের ত্বকের মানানসই ফেস মাস্ক সত্যিই বেশ দুর্লভ। তবুও ত্বকের সঠিক যত্ন নেয়া প্রয়োজন- বিশেষ করে বর্ষার সময়। এই ফেস মাস্কটি রুক্ষ ও স্পর্শকাতর ত্বকের জন্য বেশ উপকারী। ১ টেবিল চামচ নারিকেল তেল গরম করে নাও যাতে তা গলে যায়। এরপর তাতে ১ টেবিল চামচ মধু আর ১ টেবিল চামচ দই দিয়ে তা ভাল মতন মিশিয়ে নাও। চেহারায় আলতো করে লাগিয়ে নাও মাস্কটি আর রেখে দাও ১০-১৫ মিনিট। এর ফলে তোমার ত্বক ভাল মতন এই মাস্কটি শুষে নিতে পারবে এবং ফলে ত্বকের আর্দ্রতা রক্ষা পাবে। উপভোগ করো আর্দ্র, উজ্জ্বল ত্বক।
Source:
https://www.stylecraze.com/articles/use-coconut-oil-lip-balm/#CoconutOilLipBalm
https://thecoconutmama.com/coconut-oil-lotion-bar/
https://greeneyedgrace.com/diy-coconut-lemon-sugar-scrub/
https://www.businessinsider.com/homemade-face-masks-you-can-make-with-coconut-oil-2017-4
POST A COMMENT
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।