a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • ত্বকের যত্ন  • ১৫ টি সহজ এবং চট-জলদি বিউটি হ্যাকস
beauty hacks

১৫ টি সহজ এবং চট-জলদি বিউটি হ্যাকস

Bookmark CFL(0)
  • নারিকেল তেল চুলের ভেঙ্গে যাওয়া রোধ করতে এবং পুনরায় গজানোর জন্য অসাধারণ কিন্তু এর আছে আরো অনেকগুলো চমৎকার ব্যবহার।
  • নারিকেল তেল ডিওডোরেন্ট হিসেবে, লিপ বাম হিসেবে এবং দাঁত সাদা করায় বেশ কার্যকর।
  • নারিকেল তেল বডি স্ক্রাব, শেভিং অয়েন্টমেন্ট এবং চুলকুনি থেকে মুক্তি পেতেও ব্যবহার করা যায়

 

উজ্জ্বল এবং সুন্দর চুলের জন্য আমাদের প্রথম পছন্দ এখনো আদি এবং অকৃত্রিম নারিকেল তেল। কিন্তু আমরা প্রায়শই নারিকেল তেলের অন্যান্য অসাধারণ গুণাগুণ ভুলে যাই। শুধু চুলের জন্য নারিকেল তেল ব্যবহার করে আমাদের অভ্যাস, কিন্তু নারিকেল তেলের সৌন্দর্য তো এখানেই যে কত সহজে আমরা এটিকে  ত্বকের সৌন্দর্যে এবং অন্যান্য বিউটি প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারি। 

দেখে নেয়া যাক নারিকেল তেলের সাথে ১৫ টি বিউটি টিপস।

 

নারিকেল তেল এবং বিউটি হ্যাকস

 

১. মেকআপ রিমুভার

 

বাজারে প্রচলিত যেকোনো মেকআপ রিমুভারের মতই কাজ করে নারিকেল তেল। আপনি যদি অনেক মেকআপ ব্যবহার করেন, তবে নারিকেল তেল প্রাথমিক ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারেন। কিন্তু, এরপর আপনাকে পানি-নির্ভর ফেসওয়াশ ব্যবহার করতে হবে পরিপূর্ণ ভাবে ক্লিনজিং এর জন্য। 

যদি আপনার ত্বক তেলতেলে এবং ব্রণ-প্রবণ হয়, তবুও আপনি নারিকেল তেল মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করতে পারেন। কিন্তু তেলের বাকি অংশ মুছে ফেলতে আপনাকে আরেকটি ক্লিনজার ব্যবহার করার কথা মনে রাখতে হবে। 

 

২. বডি স্ক্রাব

 

নারিকেল তেল বডি স্ক্রাব হিসেবে বেশ ভালো। যার কারণে নারিকেল তেলকে অন্যতম সেরা প্রাকৃতিক বিউটি টিপসের মাঝে রাখা উচিত। 

এক টেবিলচামচ নারিকেল তেলের সাথে এক টেবিলচামচ কফি-গুঁড়ো মেশান। কফির বদলে আপনি সি-সল্ট অথবা চিনি ও ব্যবহার করতে পারেন। যদি এই আলাদা ধরনের বডি স্ক্রাবটি বেশি পরিমাণে তৈরি করতে চান, তবে নারিকেল তেল এবং কফির অনুপাত এক রাখলেই হবে। 

৩. শেভিং অয়েন্টমেন্ট

 

মসৃণ শেভের জন্য আপনি নারিকেল তেল ব্যবহার করতে পারেন। আপনার পা শেভ করার আগে পায়ে নারিকেল তেলের পাতলা আবরণ লাগিয়ে নিতে পারেন। এটি আপনার পা কে মসৃণ করার পাশাপাশি ময়েশ্চারাইজড রাখবে।

 

৪. মেকআপ ব্রাশ ক্লিনার

 

এন্টি-ফাংগাল বৈশিষ্ট্য এর জন্য নারিকেল তেল মেকআপ ব্রাশ ক্লিনার হিসেবে দারণ কাজ করে। একটি ছোট পাত্রে এক অংশ নারিকেল তেল এবং দুই অংশ সাবান নিন এবং ভালভাবে মেশান। মিশ্রণে ব্রাশটি ডুবান এবং পরিষ্কার করুন।

উষ্ণ পানি দিয়ে ব্রাশটি ধুয়ে ফেলুন এবং পুরোপুরি শুষ্ক হবার আগ পর্যন্ত মাথার দিকটা নিচে করে রেখে দিন।

 

৫. বডি ময়েশ্চারাইজার

 

নারিকেল তেল ত্বকের জন্য স্বাস্থ্যকর। রাসায়নিক দ্রব্যে ভর্তি লোশন ব্যবহার করার থেকে নারিকেল তেল ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বককে লম্বা সময়ের জন্য ময়েশ্চারাইজড রাখে।

 

৬. লিপ বাম 

 

নারিকেল তেল প্রায় সব হেলথ এবং বিউটি টিপসের মাঝেই আছে। এটি শুষ্ক,ফাঁটা ঠোঁটের জন্য ও একটি কার্যকরী সমাধান। ঠোঁট ফাটা থেকে মুক্তি পেতে ঠোঁটে নারিকেল তেলের একটি পাতলা প্রলেপ দিন।  

 

৭. ডিওডোরেন্ট

এটি শুনতে বিস্ময়কর লাগলেও নারিকেল তেল একটি কার্যকরী ডিওডোরেন্ট। ব্যাকটেরিয়ার কারণে দুর্গন্ধ হয় আর নারিকেল তেল এন্টি-মাইক্রোবায়াল। এর সাথে সাথে, নারিকেল তেলের সুগন্ধ বেশিরভাগ মানুষের কাছে রিফ্রেশিং।

 

৮. ফেস মাস্ক

 

মসৃণ এবং উজ্জ্বল ত্বকের জন্য ব্যবহার করতে পারেন নারিকেল তেল। মুখের ত্বকের জন্য নারিকেল তেল মানুষের জন্য কাছে কম পরিচিত একটি বিউটি হ্যাক।

সমান পরিমাণ নারিকেল তেল এবং মধু নিন। ভালভাবে মেশান এবং মিশ্রণটি মুখে প্রয়োগ করুন। কিছু সময় অপেক্ষা করে ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

৯. ক্ষত পরিচর্যায়

 

নারিকেল তেল এন্টি-অক্সিডেন্টস এবং ভিটামিন ই তে ভরপুর। এই বৈশিষ্ট্যের জন্য নারিকেল তেল ক্ষত বেশ তাড়াতাড়ি সারিয়ে তোলে। 

 

১০. দাঁত সাদা করতে 

কয়েক টেবিলচামচ নারিকেল তেল মুখে নিয়ে কুল্কুচি করুন ২০ মিনিট এর জন্য। এটি আপনার মাড়ি এবং দাঁত থেকে টক্সিন সরিয়ে দেয়। 

আপনার দাঁত আগের তুলনায় উজ্জ্বল দেখাবে। শুধু এটির পরপরই মুখ ধুয়ে নিবেন এবং নারিকেল তেল যেন গিলে না ফেলেন সেটির দিকে খেয়াল রাখবেন।

 

১১. ফ্লাইওয়েজ ম্যানেজ এর জন্য

 

কে না বিরক্তিকর ফ্লাইওয়েজ চুল থেকে মুক্তি পেতে চায়? এই বিউটি টিপটি ঠিক সেটির জন্যেই। 

আপনার স্কাল্প এবং চুলে আস্তে আস্তে নারিকেল তেল লাগান। চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত লাগাতে ভুলবেন না।

 

১২. চুলকুনি থেকে মুক্তি

 

বিরক্তিকর চুলকুনি থেকে পরিত্রাণ দিতে পারে এই নারিকেল তেল। পোকার কামড় এবং অল্প পোড়া থেকে সহজেই মুক্তি পাওয়া যেতে পারে নারিকেল তেলের মাধ্যমে। এটি একজেমা সিম্পটমেও আরাম প্রদান করতে পারে।

 

১৩ .সানবার্ন কমাতে

 

শরীরের জন্য নারিকেল তেল বেশ উপেক্ষিত। উদাহরণস্বরূপ, যদি আপনি খারাপ সানবার্ন পেয়ে থাকেন, তবে ব্যথা কমাতে নারিকেল তেল সাহায্য করতে পারে। নারিকেল তেল সানবার্ন সারিয়ে তুলবে এবং সেই অনুভূতি থেকে মুক্তি দিবে।   

 

১৪. হাইলাইটার 

 

যদি আপনার প্রাকৃতিক বিউটি টিপস বেশি পছন্দ হয়, তবে এই টিপটি আপনার জন্য। দোকান থেকে কেনা হাইলাইটার এর বদলে নারিকেল তেল সহজেই ব্যবহার করতে পারেন। 

মেকআপ লাগানোর শেষে অল্প পরিমাণ নারিকেল তেল নাকের ব্রিজে এবং গালে লাগাতে পারেন।

 

১৫. বাথ অয়েল 

 

বড় এক দলা এপসম সল্টের সাথে দুই চামচভর্তি নারিকেল তেল আপনার বাথে মেশান। এই অভিজ্ঞতাটি হবে খুবই আরামদায়ক। এটি আপনার ত্বককে ময়েশ্চারাইজ করে তুলবে। 

 

শেষ কথা

 

আমাদের দৈনন্দিন জীবনে নারিকেল তেল শুধুই আরেকটি তেল যেটি আমাদের চুলকে পুষ্টি যোগায়। কিন্তু যখন আমরা নারিকেল তেলের সাথে চমৎকার বিউটি হ্যাক গুলো আবিষ্কার করি, এই সাধারণ তেলটিই আমাদের কাছে জাদুকরি হয়ে ওঠে।

নারিকেল তেলের এত এত ব্যবহার এর জন্য বলতেই হয়, এটি সত্যই জাদুকরি। 

 

সাধারণ জিজ্ঞাসা

 

প্রশ্নঃ সৌন্দর্যের জন্য নারিকেল তেল কিভাবে ব্যবহার করতে পারি?

উত্তরঃ আপনি নারিকেল তেল ফেস মাস্ক, বডি স্ক্রাব এবং মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বককে করবে উজ্জ্বল এবং মসৃণ। 

প্রশ্নঃ উজ্জ্বল ত্বকের জন্য নারিকেল তেলের সাথে কি মেশাতে পারি?

উত্তরঃ ঘরোয়া পদ্ধতিতে মুখের সৌন্দর্যে নারিকেল তেল অসাধারণ এক সমাধান। মধুর সাথে নারিকেল তেল মিশিয়ে তৈরি করে ফেলতে পারেন ফেস মাস্ক। বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করতে নারিকেল তেলের সাথে কফি-গুঁড়ো মেশাতে পারেন। এগুলো আপনাকে দিবে চট-জলদি উজ্জ্বল ত্বক!

প্রশ্নঃ নারিকেল তেল ডার্ক-সার্কেলস দূর করে করে কি?

উত্তরঃ নারিকেল তেল প্রদাহ দূর করে। এটি আপনার চোখের নিচ থেকে ডার্ক সার্কেলস দূর করতে পারে।

প্রশ্নঃ ভেজা চুল না শুকনো চুলে নারিকেল তেল দেয়া ভালো?

উত্তরঃ চুল শুকনো থাকাকালীন অবস্থায় নারিকেল তেল দেবার পরামর্শ দেয়া হয়।

প্রশ্নঃ চুলের বৃদ্ধির জন্য নারিকেল তেলের সাথে কি মেশাতে পারি?

উত্তরঃ আপনি অ্যাপেল সাইডার ভিনেগার বা কলা অথবা ডিম মেশাতে পারেন। এটা আপনার চুলের ধরনের উপর নির্ভর করে। নির্জীব চুলের জন্য অ্যাপেল সাইডার ভিনেগার, রুক্ষ চুলের জন্য কলা যোগ করুন এবং পাতলা চুলের জন্য ডিম মেশান।

প্রশ্নঃ নারিকেল তেল ত্বকে দেবার জন্য উপযোগী কি?

উত্তরঃ হ্যাঁ, আপনি নারিকেল তেল ত্বকেও দিতে পারেন। এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং এন্টি-অক্সিডেন্টস আছে। তাই এটি আপনার ত্বকের জন্য স্বাস্থ্যকর। 

 

তথ্যসূত্রঃ 

https://www.teenvogue.com/story/beauty-uses-for-coconut-oil

https://www.seventeen.com/beauty/advice/a24071/coconut-oil-uses/

https://www.luxyhair.com/blogs/hair-blog/7-ways-to-use-coconut-oil-in-your-beauty-routine

https://www.allure.com/story/beauty-uses-for-coconut-oil

https://www.foreo.com/mysa/27-ways-get-rid-dark-circles-and-bags-under-eyes/#:~:text=As%20a%20powerful%20natural%20and,fine%20lines%20under%20the%20eyes.

https://www.purewow.com/beauty/coconut-oil-hair-mask-recipes#:~:text=The%20vitamins%20A%2C%20C%20and,the%20rest%20of%20your%20hair.

https://www.byrdie.com/how-to-apply-coconut-oil-to-hair

[sc name=”15-quick-and-easy-beauty-hacks-you-should-know-bn”]

POST A COMMENT