এই ৫ টির প্রশ্নের তিনটি উত্তর যদি আপনি ঠিক দিতে পারেন, তবে আপনি একজন ট্রপিকাল হেয়ার ও স্কিন কেয়ার এক্সপার্ট!
-
ফেসওয়াশের পূর্বে চেহারায় এবং ঘাড়ে নারিকেল তেল ম্যাসাজ করে নিন।
-
ফেসওয়াশের পূর্বে একটি পাতলা কাপড় নারিকেল তেলে চুবিয়ে আপনার চেহারায় রেখে দিন।
-
নারিকেল তেল আর অ্যাপেল সিডার ভিনেগার-এর তৈরি হেয়ার ট্রিটমেন্ট ব্যবহার করে।
-
নারিকেল তেল-এর তৈরি স্ক্রাব ব্যবহার করে চুল ঘসে খুশকি ফেলে দিয়ে।
-
চুলে শ্যাম্পু করার পূর্বে অন্তত এক ঘন্টা হালকা গরম নারিকেল তেল আপনার চুলে দিয়ে রেখে দিন।
-
নারিকেল তেল আর বেকিং সোডার তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করুন।
-
সপ্তাহে অন্তত দুই বার নারিকেল তেল এ দুই ঘণ্টা যাবত আপনার পা চুবিয়ে রাখুন।
-
আপনার পা পরিষ্কার করে নিয়ে তাতে নারিকেল তেল দিয়ে সারারাত রাখুন।
-
নারিকেল তেল দিয়ে অয়েল পুলিং করবেন।
-
নারিকেল তেল আর হাইড্রোজেন পেরক্সাইড ব্যবহার করে দাঁত নিয়মিত মাজুন।