নারিকেল তেল ও অ্যালোভেরা- চুলের দারুন কন্ডিশনিং
- নারিকেল তেল ও অ্যালোভেরা চুলের বৃদ্ধিক্ষমতা বাড়িয়ে দেয়।
- নারিকেল তেল ও অ্যালোভেরা দিয়ে তৈরী চুলের মাস্ক মাথার ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।
- নারিকেল তেল, অ্যালোভেরা ও মধু দিয়ে তৈরী মাস্ক মাথার ত্বক ও চুলে লাগান।
- ৩০ মিনিট পর ভালোভাবে ধুয়ে নিন।
চুল বড় হওয়ার জন্য অপেক্ষা করা মাঝে মাঝে হতাশাজনক। কতো দিনে চুল লম্বা হবে এটা আসলে আমরা কেউই জানিনা। বা চুলের যে ঘনত্ব আমরা চাই সেটা আদৌ পাবো কিনা সেটাও আমরা জানিনা। তবে চুলের পুষ্টি বজায় রাখতে ও বৃদ্ধি নিশ্চিত করতে প্রজন্মের পর প্রজন্ম একটি উপাদানের উপরেই নির্ভর করে গেছে- তা হলো নারিকেল তেল। চুলের যত্নে নারিকেল তেলের চেয়ে উপকারি কোনো প্রাকৃতিক উপাদান নেই।
নারিকেল তেলের সাথে অ্যালোভেরা মিশিয়ে চুলের মাস্ক তৈরী করে ব্যবহার করলে চুল দ্রুত বৃদ্ধি পায় এবং ঘন ও মজবুত হয়। নারিকেল তেল ও অ্যালোভেরা দিয়ে তৈরী মাস্ক চুলের কন্ডিশনিং এ সাহায্য করে এবং মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখে।
যেসব উপকরণ লাগবে
- অ্যালোভেরা জেল- ৫ টেবিল চামচ
- নারিকেল তেল- ৩ টেবিল চামচ
- মধু- ২ টেবিল চামচ
নির্দেশনা
- একটি পাত্রে সব উপকরণ মিশিয়ে নিন।
- প্রথমে মাথার ত্বকে মিশ্রণটি ভালোভাবে লাগান। তারপর আস্তে আস্তে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন। ভালো করে মালিশ করুন।
- চুলের আগার দিক দ্রুত ফেটে যায় তাই চুলের আগায় ভালো করে ঘষুন।
- পুরো মাথায় ভালো করে মিশ্রণটি লাগানো হয়ে গেলে শাওয়ার ক্যাপ পরে নিন। ৩০ মিনিট মাথায় রেখে ভালো করে ধুয়ে ফেলুন।
চুলের যত্নে নারিকেল তেল ও অ্যালোভেরা চমৎকার দু’টি উপাদান।
নারকেল এবং অ্যালোভেরার এই কম্বো ত্বকের স্বাস্থ্যের জন্যও উপকারী। প্রকৃতপক্ষে এটি চুলের পাশাপাশি ত্বকের জন্য সুপার উপাদান। প্রতিদিনের কিছু হ্যাক সম্পর্কে জানার জন্য আমাদের চুলের যত্ন ব্লগ বিভাগে চলে আসুন যা আপনাকে চুল এবং মাথার ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করবে।
রেফারেন্স
https://www.bebeautiful.in/all-things-hair/everyday/aloe-vera-gel-for-hair-growth
POST A COMMENT
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।