a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • চুলের যত্ন  • গ্রীষ্মকালে ৫টি উপায়ে থাকুন অনন্য!

গ্রীষ্মকালে ৫টি উপায়ে থাকুন অনন্য!

Bookmark CFL(0)
গ্রীষ্মকাল মানেই দারুণ রোদ। এ সময়ে পরিবেশ-এ আরও থাকে প্রচুর পরিমানের তাপ, আর্দ্রতা ও দূষণ। তবে চিন্তার কোন কারন নেই! আপনার হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার রুটিন-এ ছোট কিছু পরিবর্তন আনলে খুব সহজেই কাটিয়ে দিতে পারবেন গ্রীষ্মকাল- তাও বেশ সাচ্ছন্দে!
১। গ্রীষ্মে গরম এবং আর্দ্র হাওয়ার কারণে আমাদের চেহারায় ব্রণ এবং অ্যাকনির উপদ্রব বেড়ে যায়। তাই এর থেকে মুক্তি পেতে ব্যবহার করুন এই ন্যাচারাল ফেসওয়াশ। 

২। আপনার ত্বকের মৃত কোশ এবং জমে থাকা ময়লা পরিষ্কার রাখতে ব্যবহার করুন এই অসাধারন নারিকেল তেল আর চিনির তৈরি স্ক্রাব। সপ্তাহে কমপক্ষে এক থেকে দু’বার এই স্ক্রাব দিয়ে আপনার ত্বক কে পরিষ্কার করবেন। 
৩। গ্রীষ্মে আপনার মাথার ত্বক অত্যন্ত শুষ্ক থাকে যার কারণে চুলকানি দেখা দেয়। এছাড়াও দেখা মেলে খুশকির। আপনার মাথার ত্বককে কোমল রাখতে এবং খুশকি মুক্ত রাখতে ব্যবহার করুন এই  দারুণ হেয়ার ট্রিট্মেন্টটি।
৪। গ্রীষ্মকালে আপনার চুল হয়ে ওঠে কোঁকড়ানো ও শুষ্ক। তাই আপনার চুলকে রেশমি ও কোমল রাখতে ব্যবহার করুন নারিকেল তেল। 
৫।সাবান এবং স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধোয়ার কারণে আপনার ত্বক শুষ্ক হয়ে পড়ে। নারিকেলের তৈরি এই হ্যান্ড ক্রিম ব্যবহার করে আপনার ত্বকের আর্দ্রতা রক্ষা করতে পারবেন।
এই গ্রীষ্মে অনন্য রূপের অধিকারি হতে এই টিপসগুলো ফলো করুন। এখানে দেখানো সব রেসিপি খুব সহজেই তৈরি করা সম্ভব। আর একটা মজার ব্যাপার হল, বেশির ভাগ উপাদান দেখবেন আপনার ঘরেই আছে! এই টিপসগুলো যদি আপনার কাছে উপকারী মনে হয়, অবশ্যই রেসিপিগুলো আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না!
POST A COMMENT