টি ট্রি অয়েল ও নারকেল তেলের সাহায্যে চুলকে করুন খুশকি মুক্ত
- টি ট্রি অয়েলে আছে এন্টিফাঙ্গাল উপাদান এবং এটি মাথার ত্বকের ফাঙ্গাস গুলোর সাথে লড়াই করে চুলকে করে খুশকি মুক্ত।
- নারকেল তেলে রয়েছে এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টি -ইনফ্লামেটরি গুণাবলি যা মাথার ত্বকের প্রদাহ কমিয়ে আনতে সাহায্য করে।
- টি ট্রি অয়েল ও নারকেল তেলের মিশ্রণ সুনিপুণ ভাবে খুশকি দূর করতে সাহায্য করে
আমরা টি ট্রি অয়েল এর গুণাবলি সম্পর্কে অনেক শুনেছি।তারপরও, আমরা অনেক সময়ে ভাবি টি ট্রি অয়েলে এমন কি আছে যা একে আলাদা করে এবং খুশকি দূর করতে সাহায্য করে? চলুন তাহলে জেনে নেই এই এসেনশিয়াল অয়েল সম্পর্কে বিস্তারিত তথ্য।
টি ট্রি অয়েলঃ এটি আসলে কি?
টি ট্রি অয়েল এর উৎপত্তিস্থল হচ্ছে অস্ট্রেলিয়া এবং এটি মায়ারটাসি পরিবারের অন্তভুক্ত। মায়ারটাসি অয়েল যা কিনা আমরা টি ট্রি অয়েল হিসেবে চিনি তা মূলত নির্গত হয় মেলালেউকা আলটার্নফোলিয়া বা টি ট্রি থেকে।এই তেলের রং হালকা হলুদ থেকে বর্ণহীন হতে পারে।এই এসেনশিয়াল অয়েল এর আছে সঞ্জীবনী কর্পূর গন্ধ যা আপনাকে গ্রীষ্মের অনুভূতি দেবে।
চুলের যত্নে টি ট্রি অয়েল কেন ব্যবহার করবেন?
চুলের সমস্যার চিকিৎসার জন্য খুব কম প্রাকৃতিক উপায় আছে যেগুলো টি ট্রি অয়েল এর উপকারিতার সমকক্ষ হতে পারবে।এটি একটু ভিন্নভাবে কাজ করে। তেলচিটে বা তৈলাক্ত চুলের যত্নেও টি ট্রি অয়েল ব্যবহার করা হয় কারন এটি কোষ অবরুদ্ধ করে ও সেবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে।কিন্তু এছাড়াও এর আরো অনেক ব্যবহার রয়েছে।
মাথার রুক্ষ ত্বকের চিকিৎসার জন্য
সোবোরিক ডার্মাটিটিস নামে এক ধরনের ত্বকের অবস্থা আছে যা ত্বকে রুক্ষ আঁশের মত সৃষ্টি করে। টি ট্রি অয়েল এই অবস্থাকে নিয়ন্ত্রণে আনে এবং ত্বকের রুক্ষতা কমিয়ে ত্বকের প্রদাহ এবং ক্ষয় নিরাময় করে।এর মধ্যে এন্টি ইনফ্লামেটরি ও এন্টিব্যালটেরিয়াল উপাদান থাকায় এটি আপনাকে প্রশান্তি দেয় ও ত্বকের জ্বালাপোড়া কমায়।
খুশকির জন্য টি ট্রি অয়েল
খুশকি খুবই বিরক্তিকর একটি সমস্যা যা সমাধান করা মুশকিল । তৈলাক্ত ত্বক, রুক্ষ স্ক্যাল্প কন্টাক্ট ডার্মাটিটিস অথবা মালাসেজিয়া গ্লোবোসা নামের একটি ফাঙ্গাস এর কারণে খুশকি তৈরী হয়।
তবে চুলে টি ট্রি অয়েল এর ব্যবহারের মাধ্যমে আপনি প্রাকৃতিক উপায়ে খুশকি দূর করতে পারবেন। এই এসেনশিয়াল অয়েলটি বিশেষভাবে পরিচিত এর এন্টি ফাঙ্গাল উপাদানের জন্য।এবং এটি স্ক্যাল্প থেকে অতিরিক্ত ফাঙ্গাস দুর করে আপনাকে খুশকি মুক্ত চুল পেতে সাহায্য করে। এটি খুবই গ্রহনযোগ্য ক্লিনজার এবং আপনার ত্বকের মৃত কোষ গুলোকে পরিষ্কার করে চুলের ফোলিকেলস গুলোকে উন্মুক্ত করে। এই পদ্ধতি খুশকিকে আপনার চুল থেকে দূরে রাখে।
স্ক্যাল্পের সুস্বাস্থ্য রক্ষা
স্বাস্থ্যকর স্ক্যাল্প পেতে চাইলে এবং চুলের যেকোনো যত্নে টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। আপনার স্ক্যাল্পের পোরস গুলো উন্মুক্ত করে চুল গজাতে সাহায্য করে,যা ইনফ্লামেশনকে উল্লেখযোগ্য ভাবে হ্রাস করে।
অতিরিক্ত চুল পড়া নিয়ন্ত্রণ
চুল পড়ার জন্য প্রধান ও সবচেয়ে সাধারণ কারণ হচ্ছে খুশকি। এটি ইনফ্লামেশন তৈরি করতে পারে। তাছাড়া, স্ট্র্যাচিং এর কারনে চুল ভেঙে যেতে পারে এবং কিউটিকল ড্যামেজ হতে পারে। স্ক্যাল্প কে শীতল করে টি ট্রি অয়েল অতিরিক্ত চুল পড়া রোধ করে। টি ট্রি অয়েল সেবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে রাখে ফলে অতিরিক্ত তেল নির্গমন হয়ে চুলের গর্ত গুলো বন্ধ হওয়া রোধ করে, এবং স্বাভাবিক ভাবেই অতিরিক্ত চুল পড়া বন্ধ করে।
চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে
গবেষণায় প্রমাণিত যে চুলের বৃদ্ধি সহায়ক উপাদান হচ্ছে টি ট্রি অয়েল। এই তেল চুলের গোড়াকে মজবুত করে, চুলের ফলিকলস গুলোকে উন্মুক্ত করে এবং আপনার চুলে পুষ্টি যোগায়। এটা স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, পিএইচ ভারসাম্য বজায় রাখে যেটি চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে।
মাথার উকুন দূরীকরণ
একটি গবেষণায় দেখা গেছে, ৩০ মিনিটের টি ট্রি অয়েল চিকিৎসা মাথার সব উকুন দূর করে। আর এই তেল যদি বেশি ঘনত্বে ব্যবহার করা হশ তাহলে এই তেল উকুনের ডিম এর উৎপাদন ৫০% কমিয়ে আনে।
চুলের যত্নে নারিকেল তেল
হেয়ার ট্রিটমেন্ট এর জন্য এই বহুল ব্যবহৃত এবং পরীক্ষীত তেলের কার্যকরীতা আমাদেরকে বরাবরই বিস্মিত করেছে। নারকেল তেল আপনার স্ক্যাল্পের ফাঙ্গাস গুলোর সাথে লড়াই করে।এর এন্টি ফাঙ্গাল ও এন্টি ইনফ্লামেটরি উপাদান আপনাকে স্ক্যাল্প এর প্রদাহ থেকে মুক্তি দেবে যা খুশকি বা অন্যান্য কারনে সৃষ্টি হয়ে থাকে। অ্যাটোপিক ডার্মাটিস খুশকি হওয়ার অন্যতম কারন। একটি গবেষণায় দেখা গেছে টানা আট সপ্তাহ নারকেল তেলের ব্যবহার এই রোগকে ৬৮% কমিয়ে আনে। এই তেলের আছে এন্টিমাইক্রোবিয়াল উপাদান এবং এটি ম্যালাসেজিয়া গ্লোবসা, একটি ঈস্ট সদৃশ ফাঙ্গাস, এর অতিরিক্ত উৎপাদন কমায়, যা খুশকি তৈরী করে। এই ফাঙ্গাস উৎপাদন হ্রাস করার মাধ্যমে নারকেল তেল খুশকি দূর করতে সাহায্য করে।
নারকেল তেলে থাকা প্রোটিন ও এসেনশিয়াল অয়েল আপনার স্ক্যাল্পে প্রয়োজনীয় পুষ্টি যোগায় এবং রুক্ষ ত্বকের সমস্যা সমাধান করে। রুক্ষ ত্বক আর খুশকি এক নয় তবে রুক্ষ ত্বক খুশকি তৈরীর কারন হতে পারে।রুক্ষ ত্বকের অবস্থার উন্নতি ঘটিয়ে নারকেল তেল খুশকি দূর করে।
খুশকি মুক্ত চুলের জন্য টি ট্রি অয়েল ও নারকেল তেল
আপনি যদি প্রাকৃতিক উপায়ে খুশকি দূর করতে চান তাহলে নারকেল তেল আর টি ট্রি অয়েল এর মত দ্বৈত আর খুঁজে পাবেন না।
নারকেল তেলে আছে এন্টিফাঙ্গাল উপাদান যা খুশকি তৈরী কারী ঈস্ট দূরীভূত করে। আর যখন এটুি টি ট্রি অয়েল এর সাথে মিশ্রিত হয় তখন এটি অপ্রতিরোধ্য হয়ে ওঠে। টি ট্রি অয়েল এর উপকারিতা গুলো আপনার চুলকে করবে আরো স্বাস্থ্যকর ও চুলকে করবে শক্তিশালী ও মজবুত।
খুশকির জন্য
চুলের বৃদ্ধি হ্রাসের অন্যতম কারন হল খুশকি। খুশকি দূর করতে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে দুই টেবিল চামচ টি ট্রি অয়েল এবং দশ ফোঁটা নারকেল তেল নিন৷ এদেরকে মিশিয়ে নিন এবং তাপ দিন যতক্ষণ পর্যন্ত কুসুম গরম না হয়। মনে রাখবেন অনেক বেশি তাপ দেয়া যাবে না। এতে করে পুষ্টি গুন কমে যেতে পারে।
চুলকে ভাগ করে গরম তেল স্ক্যাল্পে লাগান। একবার পুরো স্ক্যাল্পে লাগানো হয়ে গেলে দশ মিনিট ধরে ম্যাসাজ করুন। এরপর আপনার চুল গরম তোয়ালে দিয়ে মুড়িয়ে নিন যাতে একটি উষ্ণ অবস্থা তৈরী হয়। এটি আপনার গেয়ার ফলিকেস গুলো উন্মুক্ত করতে সাহায্য করে। ২০ মিনিট অপেক্ষা করে রেগুলার শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। বিশেষজ্ঞরা পরামর্শ দেন সপ্তাহে তিনবার এই পদ্ধতি অবলম্বন করতে, কারন বেশি চুল ধোয়া চুলকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
রুক্ষ ত্বকের জন্য
রুক্ষ ত্বকের কারন হচ্ছে খুশকি। এই সমস্যা সমাধানের জন্য টি ট্রি অয়েল এবং নারকেল তেল একসাথে ব্যবহার করতে পারেন।
এক থেকে দুই টেবিল চামচ ভার্জিন নারিকেল তেল ও ৮-১০ ড্রপ টি ট্রি অয়েল মিক্স করে মাথার ত্বকে ৩০-৬০ মিনিট লাগিয়ে রাখুন। সারারাত রাখলেও সমস্যা নেই,এরপর রেগুলার শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
পরিশেষে
খুশকি খুবই বিরক্তিকর এবং অস্বস্তিকর একটি সমস্যা। তবে সঠিক পদ্ধতি অবলম্বন করে আপনি উল্লেখযোগ্য ভাবে খুশকি দূর করতে পারেন। টি ট্রি অয়েল ও নারকেল তেলের মিশ্রণ খুশকি দূর করতে কার্যকর ভূমিকা রাখে। খুশকি দূর করতে এই মিশ্রণ টি ব্যবহাী করুন এবং আগের মত সেই আত্মবিশ্বাসী আপনি হয়ে উঠুন।
সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর :
আপনি কি নারকেল তেল আর টি-ট্রি অয়েল মিক্স করতে পারবেন?
- হ্যাঁ পারবেন।
সারারাত টি ট্রি অয়েল চুলে রাখলে কি ঘটবে?
- সবসময়ে টি ট্রি অয়েল নারিকেল তেলের সাথে মিশিয়ে নিবেন।সারারাত রাখলে ভাল ফলাফল পাবেন, চাইলে ৩০-৪০ মিনিটও রাখতে পারবেন।
আপনার চুলের টি ট্রি অয়েল কি ধুয়ে ফেলতে হব?
- হ্যাঁ,রেগুলার শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
টি ট্রি অয়েল কি খুশকি দূর করতে পারে?
- টি ট্রি অয়েল অন্য একটি বাহক তেল যেমন নারকেল তেলের সাথে মিশ্রিত করা হলে উল্লেখযোগ্য ভাবে খুশকির ক্ষতিকর পরিস্থিতি দূর করে।
তথ্যসূত্র:
https://www.stylecraze.com/articles/tea-tree-oil-for-hair-growth/
https://www.getroman.com/health-guide/coconut-oil-for-dandruff/
https://australian-bodycare.uk/blogs/guides/benefits-using-tea-tree-oil-hair-ghs
https://www.insider.com/home-remedies-for-dandruff
https://www.femina.in/beauty/hair/know-the-benefits-of-tea-tree-oil-for-hair-81421.html
POST A COMMENT
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।