a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • চুলের যত্ন  • এই পহেলা বৈশাখে ৫টি চুলের যত্নের টিপস যা আপনার জানা উচিত

এই পহেলা বৈশাখে ৫টি চুলের যত্নের টিপস যা আপনার জানা উচিত

Bookmark CFL(0)

বাংলা পহেলা বৈশাখ আমাদের সকলের জন্য একটি উল্লেখযোগ্য উপলক্ষ। আর আপনি যদি আসন্ন পহেলা বৈশাখের জন্য চুলের যত্নের টিপস খুঁজে থাকেন, তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন! চুলের সুস্বাস্থ্য নিশ্চিত করে নেওয়ার জন্য চুলের স্বাস্থ্য পরামর্শ এবং চুলের যত্নের প্রাকৃতিক নিয়মগুলো জানা সত্যিই গুরুত্বপূর্ণ। তাই আপনার পহেলা বৈশাখের খুশি কিছুটা বাড়িয়ে নেয়ার জন্য, ঘরে বসে চুলের যত্নের কিছু টিপস এখানে দেওয়া হয়েছে। এই পহেলা বৈশাখে, আপনি এই হেয়ার কেয়ার টিপস এবং ঘরোয়া প্রতিকারগুলোর মাধ্যমে আপনার চুলকে করে তুলতে পারেন আরও বেশি সুন্দর। এছাড়া আপনি বসন্ত কিংবা গ্রীষ্মের জন্য চুলের পরামর্শ হিসাবেও এগুলোকে কাজে লাগাতে পারবেন।

 

এরকম আরও ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন।

  • আপনার চুলে নারিকেল তেল ম্যাসাজ করে আপনি সহজেই চুলের জট থেকে মুক্তি পেতে পারেন। আপনার হাতের তালুতে এক ফোঁটা নেরিকাল তেল নিয়ে ঘষে নিন। এরপর ম্যাসাজ করে আপনার আঙ্গুলের মাধ্যমে কোঁকড়া চুল ছাড়িয়ে নিন। আপনার চুল স্ট্রেট হয়ে থাকলে চুলের আগাগুলোতে তেল ম্যাসাজ করে স্মুদ করে নিতে পারেন।

 

  • আপনার চুলের ডুপ কন্ডিশনিংয়ে অ্যাভোকাডো ও নারিকেল তেলের হেয়ার মাস্ক ব্যবহার করা একট দারুণ আইডিয়া হতে পারে। এটি তৈরি করতে, একটা অ্যাভোকাডোর অর্ধেক থেকে ভেতরের অংশ আলাদা করে একটি বাটিতে নিন। এরপর চার চা চামচ নারিকেল তেল যোগ করে একটি চামচের সাহায্যে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। আপনার ঈষৎ আর্দ্র চুলে ম্যাসাজ করুন ও একটি চিরুনির সাহায্যে সব অংশে ছড়িয়ে দিন। এবার ২০ মিনিট রেখে দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

 

  • ঘরে বসেই তৈরি করুন চুলকে শক্তিশালী করার একটি মাস্ক। প্রথমে ৩ টেবিল চামচ নারিকেল তেল নিয়ে একটি প্যানে হালকা গরম করে আলাদা রেখে ঠান্ডা হতে দিন। এবার এই উষ্ণ নারিকেল তেলে একটি কাঁচা ডিম মেশান ও চুলে ব্যবহার করুন। একটা প্লাস্টিক ক্যাপ দিয়ে আপনার চুল এক ঘন্টা ঢেকে রাখুন। এরপর শাওয়ারে গিয়ে ভালমতো ধুয়ে ফেলুন। এটি চুলের ভেঙ্গে যাওয়া ও স্প্লিট এন্ড দূর করতে দারুণভাবে কার্যকর।

 

  • আপনি সহজেই নারিকেল তেলের সাহায্যে খুশকির সাথে লড়াই করতে পারেন। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণাগুণের কারণে নারিকেল তেল মাথার ত্বকের শুষ্কতা ও খুশকির জন্য বেশ কার্যকর। আপনার চুলে সরাসরি প্রয়োগ করুন ও মাথার ত্বকে ৫ মিনিট ম্যাসাজ করুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলার আগে যতক্ষণ সম্ভব চুলে নারিকেল তেল রেখে দিন। এই টিপসটি ফলো করে আপনি সহজেই পেতে পারেন খুশকিমুক্ত চুল।

 

  • সামান্য নারিকেল তেল ব্যবহার করে আপনি আপনার চুলকে করে তুলতে পারেন ঝলমলে। সিম্পলি অল্প একটু নারিকেল তেল আপনার চুলের উপরের অংশগুলোতে বুবহার করুন, আর চুলকে করুন আরও ঝলমলে।

 

নারিকেলের প্রাকৃতিক গুণাগুণে পরিপূর্ণ এই হেয়ার কেয়ার টিপসগুলো ফলো করে পেতে পারেন গর্জিয়াস চুল ও উদযাপন করতে পারেন একটি দারুণ পহেলা বৈশাখ।

 

 

 

https://thebeautygypsy.com/coconut-oil-beauty-benefits/

https://www.marieclaire.com/beauty/a27085593/coconut-oil-for-hair-uses-tips/

POST A COMMENT