a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • তারকা কথন  • যে কারণে কোর্টনি কারদাশিয়ান নারিকেল তেলের দারুণ ভক্ত!
Kourtney Kardashian loves coconut oil

যে কারণে কোর্টনি কারদাশিয়ান নারিকেল তেলের দারুণ ভক্ত!

Bookmark CFL(0)
  • কোর্টনি কারদাশিয়ান একজন বিখ্যাত বিউটি-গুরু ও মিডিয়া ব্যক্তিত্ব
  • নারিকেল তেল নিয়মিত ব্যবহার করেন তিনি। শরীরে ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
  • একই সঙ্গে ডিআইওয়াই লিপ স্ক্রাবেও কোর্টনি নারিকেল তেল ব্যবহার করেন।

কারদাশিয়ানদের মধ্যে হয়তো তিনি সবচেয়ে বিখ্যাত নন, কিন্তু কোর্টনি কারদাশিয়ান হচ্ছে পরিবারের মধ্যে আসল বিউটি-গুরু। আপনি যদি কিপিং আপ উইথ কারদাশিয়ানস নিয়মিত দেখেন বা তার ব্লগ অনুসরণ করেন, তাহলে এই তথ্যের সত্যতা নিয়ে আপনার দ্বিধা থাকার কথা নয়।

নারিকেল তেলের আরও সব অনুরাগীর মতো কোর্টনি এটা চুলেও ব্যবহার করেন। আর সেই সঙ্গে ব্যবহার করেন শরীরে। একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চুলের উজ্জ্বল রাখার হেয়ার মাস্কে তিনি নারিকেল তেল ব্যবহার করেন। হ্যালো মাগাজিনকে দেওয়া আরেকটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নিজের জন্য তো বটেই, ৮ বছর বয়সী শিশু পেনেলোপির জন্যও এটা ব্যবহার করেন, ‘আমি নারিকেল তেল ব্যবহার করতে পছন্দ করি। পেনেলোপি হওয়ার পর থেকেই এটা আমি ব্যবহার করি, ওর শরীরেও এটা মেখেছি।’ কোর্টনির অ্যাপ অনুযায়ী, তিনি গোসল শেষ করে নারিকেল তেল মাখেন এবং ১০ মিনিটের জন্য সেটা গায়ে রেখে দেন।

কারদাশিয়ান বোনদের মধ্যে সবাই নারিকেল তেল কমবেশি ভালোবাসেন। ক্লোয়ি কারদাশিয়ান হ্যালো ম্যাগাজিনকে বলেছিলেন, আমি এখন নারিকেল তেল, অ্যাভোকাডো তেল আর মরক্কোর আরগান তেলের দারুন ভক্ত হয়ে গেছি। আমি আমার চুল আর ত্বকে এইগুলো নিয়মিত এসব ব্যবহার করি, এমনকি নারিকেল তেল দিয়ে রান্নাও করি।হয়তো ক্লোয়ির এই নারিকেল তেল প্রীতি এসেছে বড় বোন কোর্টনির কাছ থেকে।

নারিকেল তেল শরীরে ব্যবহার করলে তাহলে কী কী লাভ হয়?

বৈজ্ঞানিক ব্যাখ্যায় এটা প্রতীয়মান যে, নারিকেল তেলে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ আছে যেটা ক্ষতিকর মাইক্রোঅরগানিজম থেকে সুরক্ষা দিতে পারে। বিশেষ করে ত্বকের যত্নের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ। ত্বকের অ্যাকনে, সেলুলাইটিস, ফলিকিউলাইটিস, অ্যাথলেটস ফুট এসব ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থেকে হতে পারে। ত্বকে সরাসরি নারিকেল তেল ব্যবহার করলে এসব মাইক্রোঅরগানিজম থেকে নিষ্কৃতি মিলতে পারে। একই সঙ্গে নারিকেল তেল ত্বকের জ্বালাপোড়া কমায় এবং অ্যাকনে ঠেকাতে সাহায্য করে। আর কোর্টনির গোসলের পর নারিকেল তেল ব্যবহারের কারণ সম্ভবত নারিকেল তেল শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। ত্বককে আর্দ্র রেখে নারিকেল তেল ব্যাকটেরিয়া প্রতিরোধ করে, ক্ষত উপশম করে এবং ত্বকের সার্বিক যত্ন নেয়।

এসবের সঙ্গে কোর্টনি তার হোমমেড বিউটি রেসিপিতেও নারিকেল তেল ব্যবহার করেন। যেমন ফলোয়ারদের সঙ্গে এর একটি তিনি শেয়ার করেছেনঃ নারিকেল তেল, মানুকা হানি আর চিনি দিয়ে তৈরি একটি ডিআইওয়াই লিপ স্ক্রাব। এটা ফেটে যাওয়া ঠোঁটকে সারিয়ে তুলতে পারে। এটা ত্বকের শুষ্ক আবরণ তুলে ফেলে ভেতরের কোমল অংশটা ওপরে নিয়ে আসে। চিনির কাজ এক্সফোলিয়েট করা আর নারিকেল ও হানির ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য ঠোঁটকে করে আরও সুন্দর ও নরম।

এই লিপ স্ক্রাব রেসিপিটাও সহজঃ এক চা চামচ চিনি একটা ছোট পাত্রে নিয়ে নিন। সেটার সঙ্গে এক চা চামচ নারিকেল তেল মেশান। এরপর এক চা চামচের একটু কম মধু নিন এবং চিনি ও তেলের সাথে মেশান। পুরো মিশ্রণটা একটা স্প্যাটুলা বা প্লাস্টিক স্পুনের সাহায্যে মেশান এবং স্ক্রাব ঢেলে টিনটা পুর্ণ করুন। এটা সপ্তাহে তিন দিন ব্যবহার করুন, তাহলেই বুঝতে পারবেন পার্থক্য।

References:

https://www.hellomagazine.com/healthandbeauty/hair/2013071913621/kardashian-sisters-natural-beauty-coconut-oil/

 

https://www.hellomagazine.com/healthandbeauty/skincare-and-fragrances/2016072732647/kourtney-kardashian-reveals-her-beauty-secrets/

 

https://www.cheatsheet.com/gear-style/kourtney-kardashian-beauty-secrets-manuka-honey-coconut-oil.html/

 

https://www.healthline.com/nutrition/coconut-oil-and-skin#TOC_TITLE_HDR_3

 

https://www.azcentral.com/story/entertainment/holidays/2017/12/01/christmas-diy-coconut-honey-lip-scrub-grateful/915299001/

POST A COMMENT