a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • ত্বকের যত্ন  • যে ১০ উপায়ে জজবা তেল আপনার ত্বককে উজ্জ্বল করতে পারে
uses of jojoba oil

যে ১০ উপায়ে জজবা তেল আপনার ত্বককে উজ্জ্বল করতে পারে

Bookmark CFL(0)

আপনি যদি ত্বক উজ্জ্বল করার সবরকম উপায়ের পরও ব্যর্থ হন, তাহলে হয়তো ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আপনি বিশেষ একটা তেল মিস করছেন। 

মুখের তেলে পুষ্টিগুণসমৃদ্ধ উপাদান থাকে যেটা মসৃণ ত্বক নিশ্চিত করতে পারে। হয়তো আগে এই মুখের তেলের জন্য আপনার অযাচিত ব্রেকআউট হয়েছে, তবে জজবা বা নারিকেল তেলে ভিটামিন এ, ই, ডি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই দুই তেল ত্বকের গভীরে ঢুকতে পারে এবং আরও বেশি পুষ্টি নিশ্চিত করতে চামড়ার ওপরের স্তরে ঢুকে যায়। একই সঙ্গে ময়েশ্চারাইজিং এর জন্য জজবা ও নারিকেল তেলের কোনো তুলনাই হতে পারে না। কারণ জজবা এমনভাবে হাইড্রেট করে যেন ত্বকের ওপর কিছু আছে সেটা বোঝাই না যায়। অন্যদিকে নারিকেল তেল ফ্যাট লিপিড দিয়ে ত্বকের ওপরের দিকে একটা সুরক্ষাবলয় তৈরি করে।

যে ১০ উপায়ে জজবা ও নারিকেল তেল ব্যবহার করা যায়

 ১. ময়েশ্চারাইজার হিসেবে

জজবা তেলের ময়েশ্চারাইজিং এফেক্ট সাধারণ প্রাকৃতিক তেলের চেয়ে বেশি ভিন্ন নয়। অন্য কোনো প্রডাক্টের সাথে না মিশিয়েই এই তেল সরাসরি ব্যবহার করা হয়। জজবার মতো নারিকেল তেলও ভালো একটা ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এই তেল ত্বকের ভেতর পানিকে আটকে রাখে। যার ফলে হাইড্রেশনটা খুব ভালোভাবে এবং ময়েশ্চার শুষ্কতা থেকে রক্ষা করে।

২. মেক আপ তোলার জন্য

কেন আলাদা একটা মেকআপ রিমুভার ব্যবহার করবেন যেখানে আপনি একটা অল ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসমৃদ্ধ রিমুভার পেতে পারেন যেটা সানস্ক্রিন থেকে ওয়াটারপ্রুফ মাসকারা সব দূর করতে পারে? এই দারুণ নারিকেল তেল ও জজবা অয়েল ত্বককে শুধু উজ্জ্বলই করে না একই সঙ্গে কেমিক্যালযুক্ত পদার্থ থেকেও রক্ষা করে। অনেক সেলিব্রিটিই মেকআপ তোলার জন্য নারিকেল তেল ব্যবহার করেন।

৩.ত্বকের ভাজ কমানোয়

সূর্যের অতিবেগুনী রশ্মি ফ্রি র‍্যাডিক্যাল দিয়ে ক্ষতি করতে পারে এবং যার ফলে ত্বকে দাগ ও ভাজ হতে পারে। জজবা ও নারিকেল তেলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় ও আরও বুড়িয়ে যাওয়া থেকে ঠেকায়।

 ৪. নরম ঠোঁট পেতে

ঠোঁট ফেটে যাওয়া সাধারণ একটা সমস্যা, বিশেষ করে শীতে। জজবা ও নারিকেল তেলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ত্বককে সতেজ রাখে ও ফ্যাটি এসিড ত্বকের বাইরের ত্বককে সুরক্ষা দেয়। সেজন্য ঘুমানোর আগে একটু জজবা ও নারিকেল তেল যোগ করা ভালো একটা উপায়। সকালে এই ফাঁটা অংশ ঠিক করতে কিছুটা র সুগার যোগ করা যেতে পারে।

 ৫. ক্ষতমুক্ত করতে

নারিকেল তেল ও জজবা অয়েল একসঙ্গে ব্যবহার করলে ক্ষত বা দাগ দূর করতে সাহায্য করে। এই দুই অয়েলেই ভিটামিন ই আছে যেটা স্বাস্থ্যকর ত্বকের জন্য উপকারী। ভিটামিন ই ত্বকের কালো অংশ ঠিক করতে ও শরীরের বিভিন্ন অংশে স্ট্রেচ মার্ক কমাতে সাহায্য করে । সেজন্য দুইটি অয়েলই ত্বকের জন্য প্রয়োজনীয়।

৬. আহত অংশ সারাতে

জজবা ও নারিকেল তেলের মধ্যে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা কাটা অংশ দ্রুত সারাতে সাহায্য করে। জজবার গুণ শুধু এখানেই শেষ নয়। গবেষণায় দেখা গেছে জজবা ত্বকের বাইরে একয়াট সুরক্ষার স্তর তৈরি করে ক্ষতির হাত থেকে রক্ষা এবং ত্বককে মেরামত করতে সাহায্য করে। 

৭. সানবার্ন ঠেকাতে

জজবা ও নারিকেল তেল সানবার্ন থেকে হওয়া ব্যাথা ও জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। এটা ত্বককে সুরক্ষা দেয় ও সতেজ রাখে এবং ফাটল ঠিক করে। সানবার্নের জন্য ত্বক অকালে বুড়িয়ে যায়, যেটা নারিকেল তেল দিয়ে কমানো সম্ভব। এই নারিকেল তেলের মধ্যে ভিটামিন ডি ও ই আছে, যেটা ত্বকের জন্য দরকারি। আর ভিটামিন ই ইউভি রশ্মি থেকেও বাড়তি সুরক্ষা দেয়।

৮. অ্যাকনে কমাতে

নারিকেল তেলে স্যাচুরেটেড ফ্যাটি এসিড, লরিক এসিড আছে এগুলোর অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ আছে। সেজন্য নারিকেল তেল অ্যাকনে প্রতিরোধ করতে পারে। একই সঙ্গে জজবা তেলের আয়োডিন ও অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে।

 ৯. শক্ত নখের জন্য

জজবা ও নারিকেল তেল নখের আশেপাশের ত্বককে নরম রাখে। এটার অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ নখের সংক্রমণের জন্য বাড়তি সুরক্ষা দেয়।

নারিকেল তেলের রূপচর্চায় গুণের কথা অনেকেই জানে, আর এটার সঙ্গে জজবা দারুণ একটা উপাদান হিসেবে যোগ হতে পারে, বিশেষ করে আপনার মেকআপ ও স্কিনকেয়ার রুটিনে। উজ্জ্বল ত্বকের জন্য এই দুইটি অন্যতম জরুরি, যেটা আপনার ত্বকের কোনো ক্ষতি হতে দেয় না। উজ্জ্বল ত্বকের জন্য তাই এই দুই দিক দিয়ে খেয়াল রাখা জরুরি।

 

কিছু সাধারণ প্রশ্ন 

১. আমি কি জজবার সঙ্গে নারিকেল তেল মেশাতে পারি?

হ্যাঁ, খুব বেশি দুশ্চিন্তা ছাড়াই আপনি দুইটি তেল মেশাতে পারেন। তেল কার্যকরীভাবেই ত্বককে ময়েশ্চারাইজ করতে পারে। আপনার যদি শুষ্ক ত্বকের সমস্যা থাকে, তাহলে নারিকেল ও জজবা তেল হতে পারে আপনার জন্য সেরা সমাধান। নারিকেল তেল ও জজবা অ্যাকনে কমিয়ে স্বাস্থ্যোজ্জ্বল, উজ্জ্বল ত্বক নিশ্চিত করে।

২. জজবা তেল কি সারারাত রেখে দিতে পারি?

 জজবা তেল ত্বকে নিয়মিত ব্যবহার করতে পারবেন। এটা দিনে ৩ থেকে চার ড্রপের মতো দেওয়া যায়। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে ৭-৮ ড্রপ দিতে পারেন।

৩. আপনি কি সারারাত নারিকেল তেল মুখে রেখে দিতে পারেন?

শুষ্ক ত্বক থাকলে নারিকেল তেল সারারাত রেখে দিতে পারেন, তবে অ্যাকনে থাকলে না করাই ভালো। কিছু ক্ষেত্রে তেল থেকে পোরস হয়ে পিম্পল বা অ্যাকনে হতে পারে।

৪. নারিকেল কি ত্বককে সুরক্ষা দেয়?

 নারিকেল তেল সূর্যের অতিবেগুনী রশ্মি ও ডার্ক প্যাচের থেকে ত্বককে রক্ষা করে। এটার ভিটামিন ই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয়।

 

তথ্যসূত্র:

https://food.ndtv.com/beauty/jojoba-oil-benefits-7-incredible-ways-to-use-it-for-beautiful-skin-and-hair-1655366

https://www.nivea.co.uk/advice/skin/262-jojoba-oil

https://cradiori.co/how-to-use-coconut-oil-and-jojoba-oil-mixed-for-face/

https://www.byrdie.com/jojoba-oil-beauty-uses

 

POST A COMMENT