a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • মুখের যত্ন  • নারিকেল তেল ও দইয়ের মিশ্রণে তৈরি দারুন ফেইস মাস্ক

নারিকেল তেল ও দইয়ের মিশ্রণে তৈরি দারুন ফেইস মাস্ক

Bookmark CFL(0)
  • দই ও নারিকেল তেলের মিশ্রণ ত্বকের শুষ্কতা রোধ করে
  • পুরো মিশ্রণটা ত্বকে দিন, ১৫ মিনিট রাখার পর আস্তে আস্তে ধুয়ে ফেলুন
  • এটা মুখে রেখে দেওয়া যাবে না। যদি কিছু পড়ে থাকে তাহলে ফেলে দিন

দই এক ধরনের প্রোবায়োটিক। যার মানে হচ্ছে দইতে কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে। দই থেকে ল্যাকটিক এসিডও উৎপাদিত হয়। ত্বকে প্রয়োগ করা হলে ল্যাকটিক এসিড ত্বক শুষ্ক করে এবং রোমকোপগুলো পূরণ করে। অন্যদিকে নারিকেল ত্বককে অনেক আর্দ্র ও তৈলাক্ত করে। গবেষণায় দেখা গেছে, এই দুইটি একসঙ্গে ব্যবহার করা হলে দই ত্বককে বেশি শুষ্ক করতে পারে না আবার একই সঙ্গে নারিকেল তেলকে ত্বকের ফাঁকা জায়গা ভরাট করতেও দেয় না।

উপাদানঃ 

  • দুই চা চামচ নারিকেল তেল
  • এক টেবিল চামচ সাধারণ দই

প্রস্তুতিঃ

  • প্রথমে নারিকেল তেলকে গলিয়ে নিতে হবে।
  • এটা করার সহজ উপায় হচ্ছে দুই চা চামচ নারিকেল তেল একটা পাত্রে নিয়ে ৫ সেকেন্ড মাইক্রোওয়েওভে রাখা।
  • এটা স্টোভেও করা যায়। সেক্ষেত্রে দুই চা চামচ তেল একটা স্টোভটপ প্যানে নিয়ে অল্প আঁচে নাড়তে থাকা যতক্ষণ পর্যন্ত তেল পুরোপুরি না গলে।
  • সেটা হয়ে গেলে দই ঢালতে হবে পুরোপুরি একত্র না হওয়া পর্যন্ত।

ব্যবহারবিধিঃ

অবশেষে এটা আপনার মুখে ব্যবহারের জন্য প্রস্তুত। আপনার চুল যদি লম্বা হয় তাহলে সেটা একটু বেঁধে রাখতে পারেন। এটা আরও বেশি ভালো হবে যদি আপনি মাথার পেছনে একটা তোয়ালে রেখে শুয়ে পড়তে পারেন। এই অবস্থায় থেকে মিশ্রণটা মাখানো একটু কঠিন হতে পারে, কিন্তু এই উপায়ে খুব বেশি মিশ্রণ সরে যাবে না।

আপনি তুলা দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। একটু বেশি মাখামাখি হয়ে যেতে পারে, কিন্তু আপনার আঙুল নিয়ে চিন্তা করার কিছু নেই।

আপনার ত্বকে এই মিশ্রণ ব্যবহার করার পর ১৫ মিনিট রেখে দিন। এরপর ঠাণ্ডা অথবা কুসুমগরম পানি দিয়ে ত্বক দিয়ে ফেলুন যতক্ষণ পর্যন্ত তেলতেলে ভাব চলে না যায়। এরপর একটা নরম তোলায়ে দিয়ে মুছে ফেলুন। বাড়তি যদি কোনো মিশ্রণ থাকে সেটা ফেলে দিন। ফ্রিজে রেখে দিলেও সেটা ব্যবহার উপযোগী থাকবে না।

Reference:

https://www.facingacne.com/coconut-oil-actually-good-acne

 

POST A COMMENT