চুল পেকে যাওয়া ঠেকাতে পারে কারি পাতা ও নারিকেল তেলের মাস্ক
- বাজারের কেমিকেলজাত প্রোডাক্ট ব্যবহার করে চুলের ক্ষতি না করে বরং প্রাকৃতিক সমাধান খোঁজাই বুদ্ধিমানের কাজ।
- নারিকেল তেল এবং কারি পাতার হেয়ার মাস্ক চুল পেকে যাওয়ার সমস্যার সমাধান করতে পারে।
- এই হেয়ার মাস্কটি বানাতে শুধুমাত্র নারিকেল তেল, কারি পাতা ও পানি প্রয়োজন।
চুলের পরিচর্যায় নারিকেল তেল যুগে যুগেই ব্যবহৃত হয়ে আসছে। এটি চুলের আর্দ্রতা ধরে রাখতে, পুষ্টি সরবরাহ করতে এবং চুলের ক্ষয় রোধ করতে দারুণ কার্যকর। কারি পাতায়ও এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা চুলকে মজবুত করতে সহায়তা করে। কারি পাতায় বিদ্যমান প্রোটিন, ভিটামিন বি-৬ ও বিটা ক্যারোটিন চুলের পাতলা হয়ে যাওয়া রোধ করে চুলের স্বাস্থ্য বজায় রাখে। নারিকেল তেল ও কারি পাতার হেয়ার মাস্ক চুল পেকে যাওয়ার মতো কঠিন সমস্যাও সহজেই সমাধান করে দেয়।
অল্প বয়সে পাকা চুল কারোই কাম্য নয়। কিন্তু জেনেটিক কারণে বা বিভিন্ন কেমিকেল জাতীয় পণ্য ব্যবহার করায় অনেকেরই চুল অল্প বয়সে পেকে যেতে পারে । অনেকেই পাকা চুল ঢাকার জন্য বিভিন্ন কালার ইউজ করেন বা পাকা চুল উঠিয়ে ফেলেন। এতে করে চুলের পেকে যাওয়ার সমস্যা যে কমবে, সেই নিশ্চয়তা নেই। তাই চুলের পেকে যাওয়া রোধ করতে প্রাকৃতিক উপাদানে তৈরী হেয়ার মাস্ক ব্যবহার করলে অল্প দিনেই চুল পেকে যাওয়া কমে যাবে।
নারিকেল তেল এবং কারি পাতার হেয়ার মাস্ক চুল পেকে যাওয়ার সমস্যায় দারুণ কার্যকর। কারি পাতায় রয়েছে বিটা ক্যারোটিন এবং প্রোটিন যা চুল পড়া রোধে সহায়তা করে। এছাড়া কারি পাতা ভিটামিন বি সমৃদ্ধ একটি প্রাকৃতিক উপাদান যা সহজেই চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং অকালে চুল পেকে যাওয়া রোধ করে। নারিকেল তেলে রয়েছে লরিক এসিড ও ক্যাপ্রিক এসিড জাতীয় ফ্যাটি এসিড যা চুলের বৃদ্ধি নিশ্চিত করে, চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে এবং চুলকে করে তোলে কোমল ও উজ্জ্বল। চুল পেকে যাওয়া ঠেকাতে পারে কারি পাতা ও নারিকেল তেলের মাস্ক তৈরির রেসিপিটি খুবই সহজ:
উপাদানসমূহ:
- ১৫/২০ টা কারি পাতা
- ২ কাপ পানি
- ২ টেবিল চামচ নারিকেল তেল
নির্দেশিকা:
- কারি পাতাগুলো ভালোভাবে ধুয়ে ২ কাপ পানিতে সিদ্ধ করে নিন।
- এমনভাবে সিদ্ধ করতে হবে যেন ২ কাপ পানি হাফ কাপ পর্যন্ত থাকে।
- পানি সহ কারিপাতা ভালোভাবে ব্লেন্ড করে নিন।
- একদম ঠান্ডা হয়ে গেলে নারিকেল তেলের সাথে পাতার মিশ্রণ ভালোভাবে মিশিয়ে মাস্ক তৈরি করুন।
- মাস্কটি ভালোভাবে মাথার চুলে ও চুলের গোড়ায় মাসাজ করুন।
- আধা ঘন্টা পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
জীনগত বা পরিবেশগত কারণে চুল অল্প বয়সে পেকে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে বাজারের কেমিকেলজাত প্রোডাক্ট ব্যবহার করে চুলের আরো বেশি ক্ষতি না করে বরং প্রাকৃতিক সমাধান খোঁজাই বুদ্ধিমানের কাজ। আর চুলের পেকে হয়ে যাওয়া প্রতিরোধে নারিকেল তেল ও কারি পাতার হেয়ার মাস্ক দারুণ কাজ করে। পাশাপাশি চুলের প্রাকৃতিক পুষ্টি নিশ্চিত করে চুলকে করে তোলে মসৃণ ও সুন্দর।
Reference:
https://vedix.com/blogs/articles/premature-greying-of-hair-causes-and-treatment
https://www.practo.com/healthfeed/amazing-benefits-of-curry-leaves-for-your-hair-10427/post
https://doctor.ndtv.com/living-healthy/curry-leaves-for-hair-growth-6-benefits-you-must-know-1850764
POST A COMMENT
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।