জেনে নিন কিভাবে আনিকা বন্ধু দিবসের পারফেক্ট সারপ্রাইজটি প্ল্যান করল!
বন্ধুত্বের আনন্দ কে উদযাপন করে- এমন একটি দিন বিশ্ব বন্ধু দিবস। বিগত কয়েক বছর আনিকা ও তার বান্ধবীরা এই দিনটি একসাথেই পালন করে এসেছে। গত বছরগুলোতে তারা স্পা, মুভিস এবং ডিনার প্ল্যান করেছে। তবে এই বছর, বন্ধুরা একসাথে বসে ঠিক করে যে তাদের মধ্যে কেউই এই বছর বন্ধু দিবস বাইরে পালন করবেনা। আনিকা এই বিষয়টা নিয়ে প্রথমে একটু একটু দ্বিধা থাকলেও পরে সে চট করে প্ল্যান করে ফেলে বান্ধবীদের জন্য পারফেক্ট বন্ধু দিবসের সারপ্রাইজ।
বন্ধু দিবসের ভোর বেলা আনিকা তার বান্ধবীদের ফোন দিয়ে তার বাসায় চলে আসতে বলে। ছুটির দিন হওয়াতে কারই বিশেষ একটা ঝামেলা ছিলনা। তারা মাঝ সকালের দিক চলে আসে এবং সাথে করে নিয়ে আসে ঘরে তৈরি দারুণ লাঞ্চ। তাদের কে অভ্যর্থনা দিয়ে আনিকা জানাল যে তাদের জন্য স্পেশাল কিছু একটা সে প্ল্যান করেছে। এই বলে সে একটি মেসন জার বের করল যাতে ছিল একটি ফেইস মাস্ক। “এই যে গার্লস, এটাই আমাদের পরিষ্কার ও উজ্জ্বল ত্বকের রহস্য।”, বলল আনিকা
“এতে কি আছে?”, মিরা জিজ্ঞাসা করল। “এটি একটি ফেইস মাস্ক যা ১ টেবিল চামচ নারিকেল তেল ও এক টেবিল চামচ বেকিং সোডা দিয়ে তৈরি।“, উত্তর দিল আনিকা।
তারা ফেইস মাস্কটি লাগিয়ে নেয়ার পর আনিকা তার মেকআপ বক্স থেকে একটা ছোট ড্রপার বের করে। এতে ছিল নখের যত্নে নারিকেলের ক্রিম। তারা যত্ন সহকারে তাদের নখে তেলটি মাসাজ করে নেয়। আনিকা তাদের জানাল যে এটি ৪ টেবিল চামচ নারিকেল তেল, ২ টেবিল চামচ কাকাও বাটার এবং ১ চা চামচ অ্যালোভেরা জেল দিয়ে তৈরি।
“আমি আমার চুল নিয়ে ইদানিং বেশ ঝামেলায় আছি। বেশির ভাগ সময়ই আমার চুল শুষ্ক থাকে।” জানাল লিসা। “সেই কথায় মনে পড়ল …” এই বলে আনিকা একটি হেয়ার মাস্ক বের করল। এটি তৈরি করতে আনিকার লাগে ২ টেবিল চামচ নারিকেল তেল, ১ টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার এবং ২ টেবিল চামচ সমান মধু। এই হেয়ার মাস্কটি চুলের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
ইতিমধ্যে লাঞ্চ-এর সময় হয়ে এসেছিল এবং সবারই অনেক ক্ষুদা পায়। তারা একে একে শাওয়ার নিতে যায়। যাওয়ার সময় আনিকা তাদেরকে একটি নারিকেলের বডি ওয়াশ দেয়। এটা বানাতে ওর ১/২ কাপ নারিকেল তেল, ১/২ কাপ মধু, ১/২ কাপ লিকুইড ক্যাস্টাইল সোপ, ১ চা চামচ ভিটামিন ই এবং ১৫ ফোঁটা সুইট অরেঞ্জ এসেনশিয়াল অয়েল লাগে। এটি ত্বকের আর্দ্রতা রক্ষা করে এবং তাতে পুষ্টি যোগায়।
গোসলের পর সবাই তাদের শরীরে হুইপ্ড্ নারিকেল তেলের লোশন লাগিয়ে নেয়। এই রেসিপিতে আনিকার লেগেছে, ১ কাপ নারিকেল তেল, ১ চা চামচ ভিটামিন ই অয়েল এবং কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল। সব শেষে তাদের নিজেদের বেশ প্রাণবন্ত এবং সতেজ লাগে। তারা আনিকাকে অসংখ্য ধন্যবাদ জানায় এবং লাঞ্চ-এর প্রস্তুতি নেয়।
সবাইকে বন্ধু দিবসের অসংখ্য শুভেচ্ছা। এই সব সহজ DIY রেসিপি শিখে নিন এবং বন্ধু দিবসে আপনিও সারপ্রাইজ দিন আপনার বন্ধুদের, ঠিক আনিকার মতন!
Sources:
https://www.daysoftheyear.com/days/friendship-day/?timezone_offset=nan
https://www.thisiscoco.com/diy/cacao-butter-aloe-vera-cuticle-cream/
https://www.purewow.com/beauty/coconut-oil-hair-mask-recipes
https://helloglow.co/diy-body-wash/
https://blog.radiantlifecatalog.com/bid/57164/homemade-whipped-extra-virgin-coconut-oil-lotion
POST A COMMENT
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।