a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • চুলের যত্ন  • মজবুত ও সিল্কি চুলের জন্য যাদুকরী উপাদানঃ নারিকেল ও অ্যালোভেরা
Get Strong and Silky Hair with Coconut and Aloe Vera

মজবুত ও সিল্কি চুলের জন্য যাদুকরী উপাদানঃ নারিকেল ও অ্যালোভেরা

Bookmark CFL(0)
      • অ্যালোভেরা  এবং নারিকেল উভয়ই ভিটামিন এবং খনিজ পদার্থে সমৃদ্ধ।
      • নারিকেল তেলে রয়েছে লরিক এসিড ও ক্যাপ্রিক এসিড নামে দুটি উপাদান যা চুলের গোড়া থেকে নিঃসৃত রস  কে চুলের গোড়ায় ধরে রাখতে সাহায্য করে ও চুলকে করে তোলে মজবুত।
      • অ্যালোভেরায় রয়েছে প্রোটোলিটিক এনজাইম যা আপনার চুলের ত্বকের মৃত কোষগুলিকে পুনরুদ্ধার করতে সহায়তা করে।
      • অ্যালোভেরা পাতা থেকে সরাসরি এর নির্যাস বের করে ব্যবহার করা যেতে পারে।
      • অ্যালোভেরার সাথে নারকেল মিশিয়ে ব্যবহারের ফলে আপনার চুল হয়ে ওঠে মজবুত ও সিল্কি।

      ঘন, লম্বা ও উজ্জ্বল চুল পেতে নারিকেল তেলের জুড়ি নেই। এটি মাথার ত্বকে পুষ্টি যোগাতে সাহায্য করে। অ্যালোভেরা  ও নারিকেল একসাথে মিশিয়ে চুলে নিয়মিত ব্যবহার করলে চুল হয়ে ওঠে মজবুত ও সিল্কি।  চুলের যত্নে আমরা সবসময় প্রাকৃতিক উপাদান খুঁজি। নারিকেল ও অ্যালোভেরা  এমন দুটি প্রাকৃতিক উপাদান যা ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর, ফলে চুলের যত্নে দুটি উপাদানই অত্যন্ত কার্যকর।

      নারিকেল মাথার ত্বকে ছত্রাকের সংক্রমণ, ব্যাকটেরিয়াজনিত সমস্যা, খুশকি, উকুন ইত্যাদির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। এটি শুষ্ক চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে ও চুলকে মজবুত করে। নারিকেল চুলের প্রোটিন কমে যাওয়া সমস্যাও দূর করে। নারিকেল তেলে রয়েছে লরিক এসিড ও ক্যাপ্রিক এসিড নামে দুটি উপাদান যা চুলের গোড়া থেকে নিঃসৃত রস  কে চুলের গোড়ায় ধরে রাখতে সাহায্য করে ও চুলকে করে তোলে মজবুত।

      অ্যালোভেরায় রয়েছে প্রোটোলিটিক এনজাইম যা আপনার চুলের ত্বকের মৃত কোষগুলিকে পুনরুদ্ধার করতে সহায়তা করে। এটি চুলের ঘনত্ব বৃদ্ধি করে এবং চুলকে প্রাকৃতিকভাবেই কন্ডিশনিং করতে সাহায্য করে  চুলকে কোমল ও সিল্কি করে তোলে। তাই অ্যালোভেরা  ব্যবহার করলে বাজারের রাসায়নিক পদার্থযুক্ত কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন পড়েনা।

      চুলে অ্যালোভেরা ও নারিকেল একসাথে ব্যবহারে যে যে উপকারিতা আপনি পাবেন: 

      •  অ্যালোভেরা আপনার চুলের কোষগ্রন্থির একদম গভীরে প্রবেশ করে পুষ্টি যোগায়। সপ্তাহে দুই বার নারিকেল তেলের সাথে অ্যালোভেরা মিশিয়ে চুলে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। এই মিশ্রনের এন্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য চুলের গোড়ায় গোড়ায় থাকা ব্যাকটেরিয়া নষ্ট করতে সাহায্য করে।
      •  অ্যালোভেরা ও নারিকেল একসাথে ব্যবহার করলে  চুল মজবুত হয় ও চুলের সিল্কি ভাব বৃদ্ধি পায়। চুল পড়া রোধে এই দুটি উপাদান খুবই উপকারি।
      • অ্যালোভেরা ও নারিকেলে চুলকে কন্ডিশনিং করার বৈশিষ্ট্য রয়েছে। তাই এই দুই উপাদান একসাথে ব্যবহারের ফলে মাথার ত্বকের মৃত কোষগুলি দূর হয় ও চুলের কোমলতা বৃদ্ধি পায়।
      •  সাধারণত ভেজা চুল অতিরিক্ত পানি শোষণ করে ও চুল ফুলে যায় যা চুলের জন্য ক্ষতিকর। নারিকেল ও অ্যালোভেরায় রয়েছে চুলে অতিরিক্ত আবরণ তৈরী করার উপাদান। তাই চুলে একসাথে এই দুই উপাদানের মিশ্রণ বানিয়ে ব্যবহারে চুলে আলাদা একটি আবরণ তৈরী হয়  যা চুলকে অতিরিক্ত পানি শোষণ করা থেকে বিরত রাখে ফলে চুলের নরম ও মসৃণ ভাবটি বজায় থাকে।

      অ্যালোভেরা ও নারিকেল তেলের সংমিশ্রণ চুলকে মজবুত ও সিল্কি করে তোলে। এছাড়াও এই মিশ্রণ ব্যবহারে চুলের পিএইচ ভারসাম্য বজায় থাকে ও চুলের বৃদ্ধি ঘটে। তাই এ দুটি প্রাকৃতিক উপাদানই যেমন অ্যালোভেরা এবং নারকেল চুলের যত্নের জন্য অত্যন্ত উপকারী। 

      নারিকেল এবং অ্যালোভেরার মাধ্যমে কীভাবে আপনার চুল পুষ্ট করবেন সে সম্পর্কে আমাদের নিবন্ধটি অবশ্যই পড়তে হবে। আমাদের চুলের যত্ন ব্লগ বিভাগে চলে আসুন যেখানে আমাদের চুলের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত কিছু চমৎকার নিবন্ধ রয়েছে।

    • Reference:

      https://tribune.com.pk/story/1980078/4-5-benefits-aloe-vera-coconut-oil-hair

      https://www.healthline.com/health/aloe-vera-hair-mask#how-to-make

POST A COMMENT