5 Benefits of Coconut water for Hair
ন্যাচারাল হেয়ার কমিউনিটিতে নারিকেলের অনেক গুনাগুন শোনা যায়। কিন্তু কেন, তা কি জানেন? এখানে জেনে নিন নারিকেলের ৫ টি গুণ যা আপনার চুলের জন্য উপকারী।
১. গোসলের আগে নারিকেল পানি দিয়ে চুল ম্যাসাজ করে নিন যাতে আপনার রুক্ষ অগোছালো চুল হয়ে ওঠে আরও নরম, মসৃণ ও ম্যানেজেবল।
২. নারিকেলের পানিতে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা আপনার চুলের ড্যামেজ রিপেয়ার করে এবং এমন ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে।
৩. নারিকেলের পানি মাথার ত্বকের শুকনো ভাব কমানোর মাধ্যমে খুশকি দূর করে।
৪. নারিকেলের পানি খেলে বা চুলে লাগালে চুল ভালো হয়। এটি চুলের শুকনো ভাব কমায় আর চুলে প্রবেশ করে চুলকে ভেতর থেকে কন্ডিশন করে।
৫. নারিকেলের পানি চুলের ঘনত্ব বাড়ায় আর চুলের ফলিকল বা চুলের কোষ মজবুত করে। ফলে আপনি পান পুরু ও মজবুত চুল।
Source:
p>https://draxe.com/beauty/homemade-face-wash/
” rel=”nofollow”>https://www.lovebeautyandplanet.com/us/en/the-love-beauty-planet-movement/our-purpose/our-blog/benefits-of-coconut-water-for-hair.html#:~:text=Coconut%20water%20promotes%20cell%20growth,your%20locks%20grow%20even%20thicker.
POST A COMMENT
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।