পাঁচজন সেলিব্রিটি যারা রূপচর্চায় নারিকেল তেল ব্যবহার করেন
দাদী বা নানীর কাছ থেকে একটা কথা হয়তো প্রায়ই শুনেছেন আপনি, ‘সুন্দর চুল আর নিখুঁত ত্বকের জন্য চাই নারিকেল তেল’। শুধু তবে বয়োজ্যেষ্ঠরা নন, এমনকি হলিউডের সেলিব্রিটিরাও নারিকেল তেলের ভক্ত অনেকেই। নারিকেল তেলের বহুমুখী ব্যবহার অনেক সেলিব্রিটিদের দ্বারা প্রশংসিত হয়েছে এবং সে কারণেই এটি তাদের সৌন্দর্যের রহস্যগুলোতে একটি বিশেষ স্থান পেয়েছে।নারিকেল তেলের নানান গুণের কদর করেন তারা। নারিকেল তেল নিয়ে নিজেদের দুর্বলতার কথাও বলেছেন প্রকাশ্যে।
তবে কেন নারিকেল তেলের এতো প্রশংসা করা হচ্ছে?
- নারিকেল তেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ। সুতরাং এটি বার্ধক্যজনিত লক্ষণ এবং ত্বক এবং চুলের বিভিন্ন সমস্যার লক্ষণগুলোর বিরুদ্ধে ঢাল হিসাবে কাজ করে
- নারিকেল তেলে উপস্থিত অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যগুলো ত্বকের অ্যালার্জি এবং খামিরের সংক্রমণকে দূরে রাখে
- এটি চুল পাতলা হওয়ার সম্ভাবনাও হ্রাস করে
- নারকেল তেল লরিক অ্যাসিড সমৃদ্ধ। এই ফ্যাটি অ্যাসিড আপনার ত্বকে হরমোনের ভারসাম্য বজায় রাখে ও ময়শ্চারাইজ করে। এটি কেবল আপনার ত্বককেই হাইড্রেট করে না ,অতিরিক্ত পরিমাণে তেল উৎপাদনকারী গ্রন্থিকেও একটি নির্দিষ্ট পরিমাণে সংযত করে
- ত্বকের টানটান ভাব বজায় রাখতে তেল কোলাজেন উৎপাদন বাড়ায়
- নারিকেল তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে যা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে
সুতরাং, আসুন দেখে নেওয়া যাক কিছু সেলিব্রিটি বিউটি টিপস এবং কীভাবে তারা তাদের সৌন্দর্যের রুটিনে নারিকেল তেল ব্যবহার করেন।
এমা স্টোন
অস্কারজয়ী হলিউড ব্লকবাস্টার “লা লা ল্যান্ড”-এর কথা নিশ্চয় মনে আছে আপনার? হয়তো ভেবেছিলেন পুরো সিনেমাজুড়ে এমা স্টোন নিজেকে এমন প্রাণবন্ত ও সজীব রেখেছিলেন কীভাবে? নিখুঁত মেকআপ অবশ্যই অন্যতম কারণ, তবে আরও একটা রহস্য আছে। ভোগ ম্যাগাজিনের কাছে এক সাক্ষাৎকারে এমা নারিকেল তেল ও অন্য মিডিয়াম চেইন ফ্যাটি এসিড ব্যবহারের কথা জানিয়েছেন যা কিনা এমা স্টোনের গোপন সৌন্দর্যের নিয়মাবলীর মধ্যে অন্যতম,‘আমি প্রায় সবকিছুতেই অ্যালার্জিক। সেজন্য আমি ত্বকে বাড়তি ভার্জিন অলিভ তেল মাখি কারণ আমি জানি এটা কোনো প্রতিক্রিয়া দেখাবে না। রাতে আমি নারিকেল তেল দিয়ে আমার মেকআপটা উঠিয়ে ফেলি।’
মিরান্ডা কের
ভিক্টোরিয়া সিক্রেটখ্যাত মডেল মিরান্ডা কেরও নারিকেল তেলের গুণগ্রাহী। হাফিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি এটা দিয়ে (নারিকেল তেল) রান্না করি, চুলে ব্যবহার করি, মেকআপ তোলার জন্য কাজে লাগাই… আপনার চোখ একটু স্পর্শকাতর হলে এটা মেকআপ তোলার জন্য খুবই ভালো। ধরুন, আপনি ইস্ত্রী করতে গেলে পুড়িয়ে ফেললেও সেখানে নারিকেল তেল কাজে লাগে। মাঝেমধ্যে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি চুলে নারিকেল তেল মাখি।’
পরে সাক্ষাৎকারে কের ব্যাখ্যা করেছিলেন, ‘মাঝে মাঝে আমি এক্সফোলিয়েটিং ক্রিম ব্যবহার করি যেটা মুখের জন্য ভালো। আবার কখনো আমি এটার সাথে একটু লবণ এবং নারকেল তেল বা অলিভ তেল মেখে শরীরে ব্যবহার করি। ’ এই তেল ছাড়া মিরান্ডা কের সৌন্দর্যের গোপন রহস্য অসম্পূর্ণ।
গিনেথ প্যালট্রো
গুইনেথ প্যাল্ট্রো এর সৌন্দর্যের রহস্য সম্পর্কে কথা হচ্ছে এবং নারকেল তেলের কথা বাদ যাবে? এটা হতে পারে না। আয়রনম্যান ছবিতে পেপার পটস বা গিনেথ প্যালট্রোকে দেখে আপনার হয়তো মনে হতে পারে তিনি কীভাবে ত্বককে উজ্জ্বল রাখেন? রহস্যটা হচ্ছে, ত্বকের ময়েশ্চারাইজিং আর অন্যান্য কাজের জন্য প্যালট্রো নিয়মিত নারিকেল তেল ব্যবহার করেন। গ্ল্যামার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যালট্রো বলেছেন, ‘আমি প্রতিদিন নারিকেল তেল ব্যবহার করি। আমি নিজের ত্বকে, মুখে এমনকি রান্নায়ও ব্যবহার করি। আমি দেখেছি, মুখের ভেতর ২০ মিনিট ধরে নারিকেল তেল দিয়ে কুলি করলে সেটা আপনার মুখের ও দাঁতের পুষ্টির জন্যও ভালো। এটা আপনার ত্বককেও অনেক বেশি পরিষ্কার করে।’
কোর্টনি কার্ডাশিয়ান
কার্ডাশিয়ান বোনদের বড়জনও নারিকেল তেলের আরেকজন ভক্ত। হ্যালো ম্যাগাজিনে একটা ব্লগে কর্টনি কার্দাশিয়ান সৌন্দর্যের রহস্য উন্মোচনে লিখেছেন কীভাবে তিনি তাঁর অসাধারণ চুলের যত্ন করেন, ‘স্বাস্থ্যকর খাবার খাওয়া, ভালো জিন, এবং রাহুয়ার ভালো শ্যাম্পু ও কন্ডিশনার। এবং অবশ্য নারিকেল তেল।’ শরীরে নারিকেল তেল মাখতেও তিনি পছন্দ করেন। ভোগ ম্যাগাজিনকেও বলেছেন, কীভাবে মেক আপ তোলার জন্য তিনি নারিকেল তেল ব্যবহার করেন। প্রথমে একটু মধুর সাথে ক্ল্যারিফায়িং মাস্ক মেশাতে হবে। সেটা দিতে একটু অস্বস্তি লাগতে পারে, কিন্তু ফলাফলটা ভালো। এরপর তিনি বাসাতেই একটি লিপ স্ক্রাব তৈরি করেন। সেখানে অরগানিক চিনি, মধু ও নারিকেল তেলের সম পরিমাণ মিশ্রণ ব্যবহার করেন। এর মধ্যে মাস্কও শুকিয়ে যায়।
অ্যাঞ্জেলিনা জোলি
এই সময়ের সবচেয়ে বিখ্যাত অভিনেত্রীদের একজন অ্যাঞ্জেলিনা জোলিও নারিকেল তেলের ভক্ত। কোনো সাক্ষাৎকারে সরাসরি অবশ্য নিজের নারিকেল তেল প্রীতির কথা বলেননি। তবে ডেইলিমেইল ইউকের এক প্রতিবেদনে জোলির কাছের একজন বলেছিলেন, ‘অ্যাঞ্জেলিনা সকালের নাস্তার সাথে প্রতিদিন এক চামচ নারিকেল তেল ও বেশ কিছুটা সিরিয়াল খেয়ে তাঁর দিন শুরু করেন।’ সুতরাং, তার সৌন্দর্যের রহস্য হালকাভাবে নেওয়া উচিত নয়।
এগুলো হল সেলিব্রিটি বিউটি টিপস অণুকরণ করার অন্যতম সহজ উপায়। সুতরাং, আপনার তা চেষ্টা করে দেখা উচিত। যদি আপনি নিজের যত্ন নেওয়ার জন্য সেলিব্রিটি বিউটি টিপসের উপর নির্ভর করেন তবে জেনে রাখুন যে আপনি উল্লিখিত অভিনেত্রী বিউটি টিপস থেকে উপকৃত হতে পারবেন। সুতরাং, নারিকেল তেলের প্রতি বিশ্বাস রাখুন এবং আপনার নিয়মিত সৌন্দর্য নিয়মে এই বিউটি টিপসগুলোকে অন্তর্ভুক্ত করুন।
Reference:
https://www.huffpost.com/entry/miranda-kerr-hair-secrets-coconut-oil_n_5159292
https://www.vogue.com/article/kourtney-kardashian-poosh-clean-natural-beauty-routine-makeup
POST A COMMENT
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।