a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • ত্বকের যত্ন  • নারিকেল তেল ও লেবু দিয়েই ঘরেই উজ্জ্বল করুন ত্বক
Coconut and Aloe Vera Blend for skin

নারিকেল তেল ও লেবু দিয়েই ঘরেই উজ্জ্বল করুন ত্বক

Bookmark CFL(0)
  • ত্বককে আরও সুন্দর করে তোলার জন্য নারিকেল তেল ও লেবু একসঙ্গে ব্যবহার করা যায়।
  • লেবুর এসিডিক প্রভাবটা কমানর সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটির সঙ্গে নারিকেল তেল মেশানো।
  • নারিকেল তেলের এসেনশিয়াল ভিটামিন ই ও ফ্যাটি এসিড আছে যেগুলো ত্বক উজ্জ্বল করতে পারে
  • ডার্ক প্যাচ, হাইপারপিগমেন্টেশন, মেলাসমা এবং অন্য ইস্যু দূর করার জন্য লেবুর রস প্রাকৃতিকভাবে বেশ কার্যকরী হতে পারে।

 

অর্গানিক স্কিনকেয়ারের মূল উপাদান হচ্ছে প্রাকৃতিক গুণ সমৃদ্ধ পণ্য ব্যবহার করা। এখানে কোনো টক্সিক কেমিক্যাল বা অন্য কোনো ক্ষতিকর উপাদান থাকবে না। বেশির ভাগ নারী, বিশেষ করে তরুণীরা চায় তাদের ত্বক উজ্জ্বল ও নিখুঁত থাকে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাজারের অনেক কসমেটিকসে কেমিক্যাল থাকে যেগুলো ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। বিকল্প একটা উপায় হচ্ছে নারিকেল তেল ও লেবুর মতো প্রাকৃতিক কিছু ত্বক উজ্জ্বল করার জন্য ব্যবহার করা।

 

নারিকেল তেল ত্বক উজ্জ্বল করে ও ত্বক বিবর্ণ হয়ে যাওয়া থেকে সুরক্ষা দেয়। লেবু একটু বেশি এসিডিক তাই কিছু জটিলতা তৈরি হতে পারে। সেজন্য লেবু ব্যবহারের সবচেয়ে ভালো উপায় হচ্ছে নারিকেল তেলের সাথে মিশিয়ে এসিডিক এফেক্ট কমিয়ে আনা।

স্কিন লাইটেনিং এর জন্য নারিকেল তেল ও লেবু

নারিকেল তেল ও লেবু মুখে মাখলে সেটা বাড়তি একটা সুরক্ষার স্তর তৈরি করে এবং ত্বককে আর্দ্র, সতেজ ও উজ্জ্বল রাখে।

নারিকেল তেল ও লেবু একসাথে মাখলে সেটা সঙ্গে সঙ্গে ভালো একটা ফল দেয়। নারিকেল তেল ও লেবু ত্বককে আরও সুন্দর করে এবং ব্ল্যাক প্যাচ বা অন্য কোনো দাগ থেকে রক্ষা করে।

প্রস্তুতি

 

  •         স্কিন হোয়েইটেনিং-এর জন্য ১০ ড্রপ লেবু
  • স্কিন লাইটেনিং- এর জন্য ২ টেবিল চামচ নারিকেল তেল       
  •   এই মিশ্রণটা একটা চামচ দিয়ে মেশানো     

 

কীভাবে এই নারিকেল তেল ও লেবু মুখে দেবেন

 

  • পুরো মিশ্রণটি একটি তুলার বল দিয়ে ত্বকের খসখসে জায়গায় মাখুন         

 

  •       ১০-১৫ মিনিট কাজ করার জন্য রেখে দিন
  •     উষ্ণ ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন   
  •     প্রতিদিন এই প্যাক মাখলে সেটা দ্রুত কাজে দেবে ও ত্বককে আরও বেশি উজ্জ্বল করবে।

ত্বকের ধরন অনুযায়ী এই মিশ্রণের সঙ্গে মধু, হলুদ বা লবণও ব্যবহার করা যায়, সেক্ষেত্রে ফলটা আরও দ্রুত হতে পারে।

নারিকেল তেল ও লেবু মুখে মাখার গুণ

স্কিন লাইটনিং এর জন্য নারিকেল তেল ব্যবহার করলে সেটা ত্বককে আরও বেশি সতেজ রাখে ও উজ্বল করে তোলে। তবে এই প্রভাবটা বোঝার জন্য কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। স্কিন ব্রাইটেনিং ও অন্য কাজের জন্য নারিকেল তেল ব্যবহার করা যেতে পারে। অবশ্যই সানস্কিন হিসেবেও নারিকেল তেল ব্যবহার করা যায়। 

নারিকেল তেলের ভিটামিন ই ও ফ্যাটি এসিডের মতো বেশ কিছু প্রাকৃতিক উপাদান আছে। এগুলোর সবগুলোরই ত্বক উজ্জ্বল করার গুণ আছে। অন্যদিকে লেবুর রস ভিটামিন ই এর অন্যতম উৎস। বিশেষ করে ডার্ক প্যাচ, হাইপারপিগমেন্টেশন, মেলাসমা ও ত্বকের আরও কিছুর জন্য এটা প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে। তবে শুধু লেবুর রস ত্বকে দেওয়াটা নিরুৎসাহিত করা হয় কারণ এতে সাইট্রাস এসিড আছে যা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।

কীভাবে স্কিন হোয়াইটনিং-এর জন্য লেবু ব্যবহার করবেন

নারিকেল তেলের সাথে মেশানো ছাড়াও লেবু দিয়ে ত্বক উজ্জ্বল করার জন্য আরও বেশ কিছু উপায় আছে। জনপ্রিয় উপায়গুলো হলো

 

প্রস্তুতি

 

For lightening freckles

Preparation:

  •       ১ টেবিল চামচ ফুলার আর্থ বা মুলতা মাটি
  •       ২ টেবিল চামচ গোলাপ জল
  •       ১ টেবিল চামচ লেবুর রস
  •     এই ফেস মাস্কটা সুন্দরভাবে ত্বকে দিন এবং পেস্টটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত ১০-১৫ মিনিটের জন্য ত্বকে মাখুন    
  • কুসুম গরম পানি দিয়ে মাস্ক ভালোভাবে ধুয়ে ফেলুন।      

 

লাইটেনিং পিগমেন্টেশনের জন্য 

প্রস্তুতি

 

  •     ১ টেবিল চামচ অলিভ অয়েল
  •   ১ টেবিল চামচ মধু       
  •   ১ টেবিল চামচ লেবুর রস        
  • এই ফেস মাস্কটা আলতো করে মাখুন ও না শুকানো পর্যন্ত ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন 
  •     এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।  

 

দ্য বটম লাইন 

নারিকেল তেল ও লেবু ত্বক উজ্জ্বল করার জন্য নিয়মিতই ব্যবহার করা হয়। এই দুইটিতেই ভিটামিন ই আছে যেটা ত্বক উজ্জ্বল করার জন্য বেশ কার্যকরী। 

লেবুর রসে থাকা সাইট্রিক এসিড আনইভেন স্কিন টোন দূর করতে পারে।  নারিকেল তেলের সাথে কয়েক ফোঁটা লেবু মেশালেই সেটা দারুণ কাজ করে। নারিকেল তেলে ফ্যাটি এসিড আছে যেটা ত্বককে আর্দ্র রাখে ও সুরক্ষা দেয়। একই সঙ্গে নারিকেল তেলের ফ্যাট ত্বকের দাগ ঠিক করা অ র‍্যাশ দূর করার জন্যও কার্যকর।

আপনার ত্বক যখন শুষ্ক , নারিকেল তেল সেটাকে আর্দ্র রাখতে পারে। লেবুর রস একই সঙ্গে ত্বককে সতেজ রেখে ময়েশ্চারাইজারের কাজ করতে পারে। সেজন্য নারিকেল তেল ও লেবুর রস ত্বককে উজ্জ্বল রাখার জন্য ভালো একটা সমাধান।

বহুল ব্যবহৃত প্রশ্ন

 নারিকেল তেল ও লেবু কি মুখে ব্যবহার করা যায়?

হ্যাঁ। নারিকেল তেল ও লেবু একসঙ্গে মুখে ব্যবহার করলে ত্বক আরও বেশি সুন্দর হয়। আমাদের ত্বক আরও বেশি সুন্দর রাখার জন্য আমরা এটার কম্বিনেশন ব্যবহার করতে পারি। 

 

 

ত্বকে নারিকেল তেলের সঙ্গে আমি কী মেশাতে পারি?

নারিকেল তেল এবং এর সঙ্গে আরও কিছু অর্গানিক প্রডাক্ট অনেকভাবে কাজে লাগানো যায়।

 

  • শুষ্ক ত্বকের জন্য লেবু ও নারিকেল তেল
  • ত্ত্বককে ট্যানড রাখার জন্য নারিকেল তেল ও লেবুর রস
  •  সুন্দর এক্সফোলিয়েশনের জন্য বেকিং সোডা
  • উজ্জ্বল তেওকের জন্য নারিকেল তেল ও হলুদ

 

লেবু ও নারিকেল তেল কি ত্বক উজ্জ্বল করতে পারে?

ডার্ক স্পট দূর করার জন্য নারিকেল তেলের সঙ্গে লেবু ব্যবহার করা যায়। সেজন্য নারিকেল তেলের সাথে তাজা লেবুর রস মিশিয়ে আপনার ডার্ক স্পটে মাখুন। নিশ্চিত করুন ত্বক যেন আগেই পরিষ্কার করা থাকে।

কীভাবে নারিকেল তেল ও লেবু মেশাবেন?

সুন্দর ত্বকের জন্য দুই টেবিল চামচ নারিকেল তেলের সাথে ১০ ড্রপ লেবুর রস মেশান। এই মিশ্রণটা ডার্ক স্পটে দিয়ে কয়েক মিনিট রেখে দিন। 

ত্বকের ওপর লেবুর প্রভাব কী?

লেবুতে ভিটামিন সি থাকে যেটা ত্বকের ক্ষতিকর অংশ সূর করার চেষ্টা করে। লেবুর অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য অ্যাকনে দূর করায় কার্যকর।

নারিকেল তেল কি ডার্ক সার্কেল দূর করতে পারে?

নারিকেল তেলের অ্যান্টি-ফ্ল্যামাটরি গুণের কারণে এটি ডার্ক স্পট দূর করে। একই সঙ্গে ত্বকের ভাজ ও চোখের নিচের দাগ দূর করে ত্বককে আর্দ্র রাখে।

ডার্ক স্পট দূর করার জন্য নারিকেল তেলের কেমন সময় লাগে?

নারিকেল তেল ডার্ক স্পট পুরোপুরি দূর করতে পারে, তবে সেজন্য সময় লাগে। ডার্ক স্পটের ঘনত্ব অনুসারে ৩ মাস থেকে ২ বছর সময়ও লাগতে পারে।

 

Reference:

https://www.legit.ng/1193333-coconut-oil-skin-whitening-work.html#:~:text=Mix%20one%20tablespoon%20of%20coconut,skin%20and%20repeat%20when%20needed.

https://https://www.healthline.com/health/beauty-skin-care/coconut-oil-on-face-overnight

https://emozzy.com/coconut-oil-for-skin-whitening-natural-recipes/

https://www.cookist.com/how-to-whiten-skin-with-lemon-juice/#:~:text=Mix%20the%20Fuller’s%20earth%20with,15%20minutes%2C%20then%20rinse%20off.&text=Lemon%20juice%20can%20dry%20out,for%20a%20period%20of%20time

https://gloryjuiceco.com/blogs/glorylife/why-organic-skincare-the-benefits-of-using-natural-products#:~:text=Better%20for%20the%20environment.,and%20back%20into%20the%20earth

 

POST A COMMENT