নারিকেল তেল দিয়ে তৈরী চমৎকার হ্যান্ড ক্রিম
- নারিকেল তেলকে ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে হলে এর ভিতরের চর্বিযুক্ত অণুগুলি ফেটানোর মাধ্যমে ভেঙে ফেলতে হবে।
- এই হ্যান্ডক্রিমের জন্য আপনার যা প্রয়োজন তা হলো নারিকেল তেল। ভিটামিন ই বা গন্ধসার তেল এখানে প্রয়োজনীয় নয়।
- পরিমাণ মতো নারিকেল তেল ভালো করে ফেটে নিন ও এর সাথে ভিটামিন ই বা গন্ধসার তেল মেশান।
- স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করুন।
প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে নারিকেল তেল ব্যবহারের জুড়ি নেই। তবে এটির সর্বোত্তম ব্যবহার কীভাবে করা যায়, তার জন্য কিছু কৌশল রয়েছে। নারিকেল তেলের চর্বিযুক্ত অণুগুলো আকারে একটু বড়। তাই ত্বকের গভীরে এটি ঠিক মতো পৌঁছাতে পারে না। তাই নারিকেল তেলকে ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে হলে চর্বিযুক্ত অণুগুলো যে কোনো সাধারন কিচেন মিক্সার দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। অণুগুলো ঠিক ভাবে ভেঙে গেলে তেলটি ক্রিমযুক্ত তৈলাক্ত তরল পদার্থে পরিণত হবে। সেই সাথে এটি মাখনের মতো মসৃণ, কোমল ও নমনীয় হবে ফলে সহজেই ত্বকে ব্যবহার করা যাবে।
নারিকেল তেলকে ক্রিমের মতো ব্যবহার করার আরেকটি বড় সুবিধা হলো, অনেক কম তাপমাত্রায় ব্যবহার করার সময়ও এটি ক্রিমের মতো নমনীয়তা ধরে রাখে। কম তাপমাত্রায় নারিকেল তেল জমাট বেঁধে যায়, সেই সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।
সবচেয়ে মজার বিষয় হলো, ক্রিমটি তৈরী করতে মাত্র একটি উপাদানই প্রয়োজন, নারিকেল তেল। বাকি সব কিছুই সম্পূর্ণভাবে ঐচ্ছিক। ক্রিম দীর্ঘস্থায়ী করতে ভিটামিন ই যোগ করা যেতে পারে। এ ছাড়াও আপনি চাইলে আপনার পছন্দ মতো গন্ধসার তেল যেমন লবান, ল্যাভেন্ডার ইত্যাদি যোগ করতে পারেন।
প্রয়োজনীয় এবং আপনার পছন্দ মতো উপাদান যোগ করা হয়ে গেলে আপনি তেলটি ফেটানোর জন্য একটি মিক্সার ব্যবহার করতে পারেন বা একটি বোতলে নিয়ে হ্যান্ড মিক্সারের সাহায্যেও ফেটাতে পারেন। তেল ফেটানো শুরু করার আগে অবশ্যই মনে রাখতে হবে যে তেলটি যেন জমাট বাঁধা থাকে। নাহলে এটি ঠিক মতো ফাটবে না এবং শেষ পর্যন্ত একটা জগাখিচুড়িতে পরিণত হবে।
কতোটুকু পরিমাণ ক্রিম আপনি বানাবেন সেটা আপনিই নির্ধারণ করবেন। পরিমাণ অনুযায়ী ক্রিম রাখার পাত্র বা কৌটা নির্বাচন করতে হবে।
নির্দেশাবলী
- পরিমাণ মতো নারিকেল তেল মাঝারি থেকে উচ্চ মাত্রার চাপে ৬-৮ মিনিট ধরে ফেটাতে থাকুন। যতক্ষণ পর্যন্ত এটি ক্রিমের মতো নমনীয় পর্যায়ে না পৌঁছায়।
- ভিটামিন ই/ পছন্দনীয় যে কোনো গন্ধসার তেলের কয়েক ফোঁটা যোগ করুন।
- দ্রুত ভাবে মিশিয়ে নিন।
- কৌটায় ঢালার পর মুখ বন্ধ করে স্বাভাবিক তাপমাত্রায় রাখুন।
- যতোটুকু প্রয়োজন ততোটুকু ব্যবহার করুন।
রেফারেন্স
https://simplepurebeauty.com/4527/diy-coconut-hand-cream
POST A COMMENT
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।