বিশেষ দিনের জন্য ব্যবহার করুন কোকোনাট মিল্ক বাথ
-
- নারিকেল দুধ ফ্যাটি এসিড সমৃদ্ধ একটি প্রাকৃতিক উপাদান।
- এতে রয়েছে ভিটামিন বি৬, ভিটামিন বি৩, ভিটামিন সি, ফসফরাস, ম্যাগনেসিয়ামসহ বিভিন্ন উপাদান যা ত্বকের গভীরে পৌঁছে পুষ্টি যোগায়।
- নারিকেল দুধ ত্বকের বিভিন্ন দাগ-ছোপ ও রিংকেল দূর করতে সাহায্য করে।
- নারিকেল দুধে রয়েছে কপার যা ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখতে সাহায্য করে।
উৎসবের সময় আমরা নিজেদের একটু বিশেষভাবে যত্ন নিতে পছন্দ করি। কিন্ত উৎসবের আগে ও পরে বিভিন্ন কাজের চাপে ত্বকের যত্ন নেয়াটা বেশ কঠিন হয়ে পড়ে। মুখের ত্বকের যত্নে নানারকম ফেইসপ্যাক ব্যবহার করা হয় এসময়। তারপরও দেখা যায় অনেক সময় সঠিক যত্নের অভাবে হাত-পায়ের ত্বকের উজ্জ্বলতা ম্লান হয়ে যায়। তাই উৎসবের দিনে যখন মেকাপ করা হয় তখন হাত-পায়ের সাথে মুখের একদমই সামঞ্জস্য থাকে না।
হাত-পায়ের ত্বকের জন্য বাড়তি যত্ন করার সময়ও সবসময় পাওয়া যায়না। তাই ঘরে থাকা প্রাকৃতিক উপাদান দিয়েই যদি প্রতিদিনের রূপচর্চা করে ফেলা যায় তাহলে সহজেই হাত-পায়ের অনাকাঙ্ক্ষিত দাগ থেকে মুক্তি পাওয়া যায়, একই সাথে ত্বকও হয়ে ওঠে উজ্জ্বল ও মসৃণ। নারিকেল দুধ রূপচর্চায় বহুল ব্যবুহৃত একটি প্রাকৃতিক উপাদান যা দিয়ে আমরা সহজেই প্রতিদিন ত্বকের পরিচর্যা করে নিতে পারি। প্রতিদিনের ত্বকের পরিচর্যায় নারিকেল দুধের ব্যবহার ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ। নারিকেল দুধের উপাদান ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পেতে সাহায্য করে। ঘরে বসেই নারিকেল দুধ দিয়ে তৈরি করতে পারেন হোমমেড বডি ওয়াশ:
উপাদান:
- ১/২ কাপ নারিকেল দুধ
- ২/৩ কাপ লিকুইড ক্যাস্টাইল সোপ
- ৩ চা চামচ ভিটামিন ই অয়েল
- ৫ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল
- ২ চা চামচ ভেজিটেবল গ্লিসারিন
নির্দেশিকা:
- সবগুলো উপাদান একসাথে মিশিয়ে একটি বোতল সংরক্ষণ করুন।
- গোসলের সময় বোতল ভালোভাবে ঝাঁকিয়ে ব্যবহার করুন।
- বডিওয়াশটি বানানোর পর ১ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যাবে। ফ্রিজে রেখে সংরক্ষণ করুন।
নারিকেল দুধ ফ্যাটি এসিড সমৃদ্ধ একটি প্রাকৃতিক উপাদান যার নিয়মিত ব্যবহার ত্বকে এনে দেয় বাড়তি উজ্জ্বলতা। এছাড়া এতে রয়েছে ভিটামিন বি৬, ভিটামিন বি৩, ভিটামিন সি, ফসফরাস, ম্যাগনেসিয়ামসহ বিভিন্ন উপাদান যা ত্বকের গভীরে পৌঁছে পুষ্টি যোগায় এবং ত্বকের বিভিন্ন দাগ-ছোপ ও রিংকেল দূর করতে সাহায্য করে। এছাড়া নারিকেল দুধে রয়েছে কপার যা ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে ময়েশ্চারাইজ করে শুষ্কতা দূর করতে সহায়তা করে।
ক্যাস্টাইল সোপে কোনো ধরনের টক্সিক কেমিকেল থাকে না এবং এটি বায়োডিগ্রেডেবল। এটি ত্বকের ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে এবং ওপেন পোরস-এর সমস্যা দূর করতে সাহায্য করে। ভিটামিন ই ত্বকের গভীরে পুষ্টি যোগায় এবং ত্বকের দাগ দূর করতে সাহায্য করে।
নারিকেলের অনেকগুলো ব্যবহারের মধ্যে নারিকেল দুধ দিয়ে রূপচর্চা অন্যতম। নারিকেল দুধের এই বডিওয়াশটি খুব সহজেই ঘরে তৈরী করে প্রতিদিন গোসলের সময় ব্যবহার করা যায় যা আমাদের হাত-পায়ের ত্বকের উজ্জ্বলতা প্রাকৃতিকভাবেই কয়েকগুণ বাড়িয়ে দেয়।
Reference link:
https://ivesimply.me/homemade-body-wash/
Benefits of coconut milk:
https://food.ndtv.com/beauty/10-amazing-coconut-milk-benefits-for-hair-face-and-skin-1421580
Benefits of castile soap:
https://www.eraorganics.com/blogs/skin-care/what-is-castile-soap
Benefits of vitamin e oil:
https://food.ndtv.com/beauty/10-powerful-benefits-of-vitamin-e-oil-for-your-skin-1646704
POST A COMMENT
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।