a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • মুখের যত্ন  • ব্রণ নিয়ে চিন্তিত? ব্যবহার করুন মধু, গ্রিন টি এবং নারিকেল তেল দিয়ে তৈরী মাস্ক

ব্রণ নিয়ে চিন্তিত? ব্যবহার করুন মধু, গ্রিন টি এবং নারিকেল তেল দিয়ে তৈরী মাস্ক

Bookmark CFL(0)

·         নারিকেল তেল স্নেহ জাতীয় পদার্থে সমৃদ্ধ যা ব্রণের সাথে লড়াই করতে সহায়তা করে।

·         মধু এবং গ্রিন টি পাতার সাথে নারিকেল তেল মিশিয়ে ফেইস প্যাকটি প্রস্তুত করুন।

·         প্যাকটি মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন।

·         মুখ ধুয়ে নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন।

আপনার প্রতিদিনের ত্বকের যত্নে নারিকেল তেল অসম্ভব উপকারী। রান্না থেকে শুরু করে চুলের কন্ডিশনিং পর্যন্ত যে কোনো কাজে নারিকেল তেল ব্যবহার করা যেতে পারে। তাছাড়া এটা খুব সহজেই পাওয়া যায়। নারিকেল তেলে লরিক এসিডের মতো সম্পৃক্ত চর্বির পরিমাণ বেশি যা ব্রণের চিকিৎসায় দুর্দান্ত কাজ করে। আমাদের শরীরে স্বাস্থ্যকর চর্বি জাতীয় পদার্থের যোগানও আসে এখান থেকেই। নারিকেল তেল এন্টিঅক্সিডেন্ট ও এন্টিমাইক্রোবিয়াল সমৃদ্ধ একটি তেল। একই সঙ্গে এটি প্রদাহজনক যে কোনো ব্রণের বিরুদ্ধে কাজ করে।

এই ফেস প্যাকটি নারিকেল তেল এবং ব্রণের সাথে লড়াই করে এরকম আরো কিছু উপাদান দিয়ে তৈরী। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলে এটা ধুয়ে ফেলতে হবে যাতে ত্বকের লোমকূপগুলো আটকে না যায়।

 

উপকারিতা 

·         ত্বকের লাল লাল ভাব দূর করে ত্বকে আলাদা প্রশান্তি এনে দেয়।

·         ত্বকের উজ্জ্বল ভাব ফিরিয়ে আনে।

·         শুষ্ক এবং সংবেদনশীল ত্বকের জন্য উপকারী।

প্রয়োজনীয় উপকরণ

·         নারিকেল তেল- ১ চা চামচ

·         মধু- ২ টেবিল চামচ

·         গ্রিন টি পাতা- ২ টেবিল চামচ (গুড়ো করা)

প্রস্তুত প্রণালী

নারিকেল তেল ও মধু এক সাথে ভালো করে মিশিয়ে নিন।এরপর গ্রিন টি পাতার গুড়ো মিশ্রণটির সাথে ভালো ভাবে মিশিয়ে প্যাক তৈরী করুন।

ব্যবহার বিধি

·         হাতের আঙুল বা তুলার সাহায্যে লাগাতে পারেন।

·         মুখের যে সব জায়গায় ব্রণ রয়েছে সেসব জায়গায় লাগান।

·         প্যাকটি মুখে ১০ মিনিটের মতো লাগিয়ে রাখুন।

·         ঠান্ডা বা কুসুম গরম পানি দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।

·         তৈলাক্ত ভাব দূর না হওয়া পর্যন্ত মুখ ধুতে থাকুন। মুখে অতিরিক্ত তেল মুখের লোমকূপের গোড়া আটকে দেয়।

·         নরম তোয়ালের সাহায্যে মুখ ভালো ভাবে শুকনো করে মুছে ফেলুন।

 

রেফারেন্স

https://www.purefiji.com/blog/coconut-oil-face-masks/

POST A COMMENT