a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • মুখের যত্ন  • শীত, বিয়ে এবং মেকাপ রিমুভাল

শীত, বিয়ে এবং মেকাপ রিমুভাল

Bookmark CFL(0)
  • বিয়ের অনুষ্ঠানে বিশেষ করে শীতকালীন বিয়ের অনুষ্ঠানে নিজেকে বিশেষ ভাবে তুলে ধরার জন্য মেকাপ খুবই গুরুত্বপূর্ণ।
  • ভারি মেকআপ তোলার জন্য নারিকেল তেল কার্যকরী একটা প্রাকৃতিক সমাধান
  • অল্প পরিমাণে নারিকেল তেল নিন। এরপর আপনার চোখের পাপড়ি আর ত্বকে আলতো করে ঘষতে থাকুন যতক্ষণ পর্যন্ত মেকআপ উঠে না যায়।
  • আস্তে আস্তে ভেজা একটা তোয়ালে দিয়ে আপনার ত্বক থেকে তেল শুষে নিন।
শীত চলে এসেছে। প্রতি বছর শীত আসার সঙ্গে সঙ্গেই বেশ কিছু জিনিস আমাদের সামনে চলে আসে। শীত আসবে বলে আমরা অনেকেই আশায় থাকি। কেউ আশায় থাকি শীতকালীন ফল, পিঠার। আবার কেউ আশায় থাকি নিজেদের স্টাইলিশ শীত-পোশাক পড়ার জন্য।
তবে সবকিছুর পরেও শীতকালে যে জিনিসটা সবচেয়ে বেশি জাঁকজমকের হয় সেটা হচ্ছে বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানে নিজেকে দারুণভাবে উপস্থাপন করতে কে না চায়? এটি এমন একটা সময় যখন ছেলেরা নিজেদের অসাধারন ভাবে তুলে ধরার জন্য ডাবল ব্রেস্টেড স্যুট বের করে, আর তার সাথে মিলিয়ে মানানসই একটি টাই পরে। আর মেয়েরাও তাদের প্রিয় গহনার সঙ্গে কী পরবে সেটা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকে। তবে মেয়েরা সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে যেটি বিবেচনা করে সেটি হচ্ছে মুখের মেকআপ।
পার্লারে লম্বা সময় নিয়ে হোক বা বাসায় নিজে করে হোক, এই সময় মেয়েরা সবার মনযোগ কাড়ার জন্য এবং নিজেকে অসাধারন ভাবে তুলে ধরার জন্য মেকআপ নিয়ে আলাদা একটি যত্ন নিয়ে থাকে।
অনুষ্ঠানে সবাইকে তাক লাগিয়ে আপনি হয়ে উঠেন খুবই অসাধারন। সুন্দর আলোর নিচে একটি দারুণ ছবিও তোলা হয়ে যায়। বাদ বাকি সবকিছুই মোটামুটি নিখুঁত। আর বাসায় ফিরে যখন মনে হবে যাক এবার একটা বোঝা নেমে গেল ঘাড় থেকে, তখনই বুঝতে পারবেন ধারণাটি ভুল। আপনার আসল যুদ্ধ শুরু এখনই
কোনো তারকার মতো আপনি নিজেকে সুন্দর করে তুলে ধরার জন্য যতটা সময় নিয়েছেন, সেটা এবার ফিরিয়ে আনতে হবে। যে ফাউন্ডেশন আর ক্রিম ব্যবহার করেছেন, সেটা এমনভাবে তুলতে হবে যেন কোনো দাগ মুখের কোন অংশে লেপ্টে না থাকে।
কিন্তু ভারি মেকআপ তুলে ফেলার সবচেয়ে সহজ উপায় কী? আর সবার বাসায় কার্যকর এমন কী থাকে যা আমাদের চোখ এড়িয়ে যায়? হ্যাঁ, ঠিক ধরেছেন- নারিকেল তেল। আপনার শীতকালীন মেকআপ তুলতে নারিকেল তেল হতে পারে খুবই কার্যকরী একটা সমাধান।
নারিকেল তেলের ব্যবহার যে শুধু বৈচিত্র্যময় তা-ই নয়, একই সঙ্গে হরেকরকম ব্যবহারিক ক্ষেত্রে প্রায় সবকিছুতেই এটা কাজে লাগানো যায়। এবার আপনি আপনার মেকাপ রিমুভিং তুলা আর মেকআপ রিমুভারকে বিদায় বলে দিতে পারেন। কারন নারিকেল তেল তো আছেই। এটা যে দামে সাশ্রয়ী তা-ই নয়, এটা ব্যবহারের পর আপনার ত্বক আগের থেকেও বেশি পরিষ্কার দেখাবে।
করনীয়ঃ
চোখের পাপড়ি ঠিক রেখে ত্বক পরিষ্কার করতে বেশ বেগ পেতে হচ্ছে? সামান্য একটু তেল নিয়ে চোখের পাতার নিচে আলতোভাবে ঘষতে থাকুন যতক্ষণ না পর্যন্ত কনসিলার উঠে আসে। চোখে একটু তেল চলে গেলেও ভয় পাওয়ার কারণ নেই। কোনো সমস্যা হবে না অথবা চোখের ক্ষতি হবে না, নিশ্চিন্ত থাকুন!
এবার আপনি তালুতে তেল নিয়ে আপনার মুখে চক্রকারভাবে ঘষতে থাকুন যেন ত্বকের প্রতিটি অংশ তেলের সংস্পর্শে আসে। এরপর একটি ভেজা তোয়ালে নিয়ে আপনার মুখে আলতো করে ঘষতে থাকুন যেন তেলটা শুষে নেয়। দেখবেন মুখ একদম সজীব আর স্বাভাবিক হয়ে গিয়েছে। এরপর ঘুমোতে কোনো সমস্যা হবে না আপনার।
কেন নারিকেল তেল মেকাপ রিমুভার হিসেবে অধিক কার্যকরঃ
নারিকেল তেল মেকাপ রিমুভার হিসেবে খুব ভালো কাজ করার কারণ হচ্ছে মেকআপে যেসব পানিরোধক জিনিস ব্যবহার করা হয় নারিকেল তেল সেগুলো ভেদ করতে পারে। শুধু যে মেক আপ তুলে ফেলে তা-ই নয়, ত্বক আগের চেয়ে অনেক বেশি আর্দ্র ও সতেজ হয়ে ওঠে। সেই সঙ্গে সুন্দর একটি ঘ্রাণ আপনাকে আরও সতেজ করে তুলবে। এ যেন অনেকটা বিয়ের দাওয়াত থেকে আসার পর কোনো ক্রান্তীয় দ্বীপে ঝটিকা সফর করে আসার মতো।
আপনি তাহলে কেন অপেক্ষা করছেন? আপনার মেকআপ রিমুভারকে বিদায় বলে দিন। নারিকেল তেল তো আছেই আপনার কাছে!
সুখে থাকুন, সুস্থ থাকুন আর নারিকেল তেলের সৌন্দর্য উপভোগ করুন।
Reference:
POST A COMMENT