a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • মুখের যত্ন  • গ্রীষ্মকালে ত্বকের যত্নে প্রাকৃতিক ফেইস মাস্ক

গ্রীষ্মকালে ত্বকের যত্নে প্রাকৃতিক ফেইস মাস্ক

Bookmark CFL(0)
  • আর্দ্র আবহাওয়ার কারনে অনেক সময় ত্বকে ব্রণ দেখা দিতে পারে।
  • নারিকেল তেল এবং হলুদ ত্বকের প্রাকৃতিক তৈলাক্ততা বজায় রাখতে সাহায্য করে। ত্বকে যেসব কারণে ব্রণ হয় সেসব কারণ থেকেও সুরক্ষা দেয়।
  • নারিকেল তেল ও হলুদ একসাথে মিশিয়ে পেস্ট তৈরী করে ত্বক ভালোভাবে পরিষ্কার করে ত্বকে লাগান।
  • ১ মিনিট ধরে মুখে ভালোভাবে ঘষুন। তারপর ৫-৬ মিনিট এটা মুখে রেখে দিন।
  • প্রলেপটি মুছে ফেলুন এবং হালকা কোনো ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
  • ব্রণ মুক্ত ত্বক পেতে ও তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে এই মাস্কটি সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন।

গরমের সাথে মানুষের একটা তিক্ত-মধুর সম্পর্ক রয়েছে। গরমে যেমন নানা ধরণের সুস্বাদু ফল পাওয়া যায়, তেমনি বিভিন্ন ধরনের ত্বকের সমস্যাও দেখা দেয়। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য গ্রীষ্মকাল মানেই অভিশাপ। আবহাওয়া যখন অতিরিক্ত গরম ও আর্দ্র হয়ে ওঠে, তৈলাক্ত ত্বকের অধিকারী মানুষদের ত্বকে বিভিন্ন সমস্যা শুরু হতে থাকে। এই সমস্যা দূর করতে নারিকেল তেল ও হলুদের মিশ্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নারিকেল তেল ও হলুদের উপকারিতা 

  • নারিকেল তেলে রয়েছে এন্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য। এটি ত্বকে পানির ভারসাম্য বজায় রাখে ও অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে। আবার ত্বককে অতিরিক্ত শুষ্কতা থেকেও রক্ষা করে।
  • হলুদে এন্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের পাশাপাশি ত্বকের প্রদাহ দূর করার বৈশিষ্ট্যও রয়েছে। তাই এটা ত্বকের লোমকূপের গোড়া পরিষ্কার করতে, ব্রণ দূর করতে এবং ত্বকের কুচকে যাওয়া ভাব দূর করতে সাহায্য করে।

ফেইসমাস্ক তৈরী করতে যা যা লাগবে 

  • হলুদ গুড়ো- ১ টেবিল চামচ
  • নারিকেল তেল- পেস্ট বানাতে যতোটুকু প্রয়োজন

ব্যবহার বিধি

  • একটি পাত্রে হলুদ গুড়ো নিন। তারপর পরিমাণ মতো নারিকেল তেল দিয়ে ঘন পেস্ট তৈরী করুন।
  • ভালোভাবে মেশান। ত্বক পরিষ্কার করে লাগিয়ে নিন।
  • ১ মিনিট ধরে মুখে ভালোভাবে ঘষুন। তারপর ৫-৬ মিনিট এটা মুখে রেখে দিন।
  • প্রলেপটি মুছে ফেলুন এবং হালকা কোনো ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ব্রণ মুক্ত ত্বক পেতে ও তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে এই মাস্কটি সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন।

রেফারেন্স

 https://theindianspot.com/coconut-oil-and-turmeric-face-mask-for-oily-skin/

POST A COMMENT