a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • তারকা কথন  • পাঁচ সেলেব্রিটি যারা ভার্জিন নারিকেল তেল ভালোবাসেন

পাঁচ সেলেব্রিটি যারা ভার্জিন নারিকেল তেল ভালোবাসেন

Bookmark CFL(0)

নারিকেল তেল প্রাচ্যের অনেক জায়গাতেই ঘরে ঘরে একটা নিয়মিত নাম। প্রাচ্যের অনেক মেয়েই কখনো না কখনো তাদের দাদী-নানীর কাছ থেকে শুনে এসেছে, ‘উজ্জ্বল ত্বক ও সুন্দর চুলের রহস্য হচ্ছে নারিকেল তেল’। মজার ব্যাপার হচ্ছে, পাশ্চাত্যের কিছু সেলিব্রিটিও নারিকেল তেল নিয়ে এমনটাই মনে করেন। নারিকেল তেলের গুণমুগ্ধ ভক্ত তারা। সত্যি বলতে কী, আরও কারও রূপের রহস্যই এটা। কেউ কেউ এটা ত্বকের যত্নে বিশ্বস্ত সঙ্গী হিসেবে এটা ব্যবহার করেন, কেউ কেউ মেকআপ তুলতে কাজে লাগান। কেউ আল্ট্রা ন্যাচারাল মেকআপের কাজে এটা ব্যবহার করেন, আবার কেউ করেন রেসিপিতে। তাই অনেক সেলিব্রিটিই নারিকেল তেলের বৈচিত্র্যময় ব্যবহার সম্পর্কে সচেতন। এখন কয়েকজন সেলিব্রিটির নাম দেওয়া হলো যারা নারিকেল তেলের অনুরাগী।

জিসেল বুন্দশেন

ব্রাজিলের দুর্দান্ত মডেল জিসেল বুন্দশেন এখন আমেরিকান সুইটহার্টও। তিনিও ভার্জিন নারিকেল তেলের ভক্ত। তবে অন্য অনেকের মতো তিনি ত্বকের যত্নে এটা ব্যবহার করেন না, বরং সকাল বেলা কুলি করার জন্য ব্যবহার করেন। প্রতিদিন সকালে নারিকেল তেল দিয়ে তিনি ১৫ মিনিট কুলি করেন। এরপর মেডিটেট করেন ও স্ট্রেচ করেন। ডেইলিমেইলকে তিনি বলেছেন, ‘প্রাচীন আয়ুর্ভেদিক ফর্মুলায় কুলি করার যে পদ্ধতি আছে, তাতে দাঁত ও মাড়ি অনেকটাই জীবাণুমুক্ত থাকে। আপনার মুখের যত্নের জন্যও এটা ভালো। আমি এক টেবিল চামচ নারিকেল তেল আমার মুখে নেই এবং ১০-১৫ মিনিট পর্যন্ত সেটা রেখে দেই। আপনি সেজন্য বিভিন্ন রকম তেল ব্যবহার করতে পারেন- সিসেম, অলিভ, সানফ্লাওয়ার- তবে আমি নারিকেল তেলটাই বেশি পছন্দ করি।’

গিনেথ প্যালট্রো

আয়রনম্যান থেকে গ্রেট এক্সপেক্টেশনস, গিনেথ প্যালট্রো ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন অনেক দিন ধরেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তিনি লাইফস্টাইল গুরুও বটে। এর মধ্যে নিজের লাইফস্টাইল কোম্পানি গুপ প্রতিষ্ঠা করেছেন। তাই আগের চেয়ে তার বিউটি টিপস আপনি আরও বেশি গুরুত্বের সাথে নিতে পারেন। নিয়মিত ত্বকের যত্নের পাশাপাশি দাঁতের যত্নেও তিনি ভার্জিন নারিকেল তেল ব্যবহার করেন। গ্ল্যামার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যালট্রো বলেছেন, ‘আমি অনেক কাজেই নারিকেল তেল ব্যবহার করি। আমার মুখে, ত্বকে এমনকি রান্নার কাজেও। এবং আমি মাত্র নারিকেল তেল দিয়ে কুলি শুরু করেছি। আমি দেখেছি, ১৫-২০ মিনিট ধরে এই কাজটা করলে দাঁত অনেক ভালো থাকে এবং আরও সাদা অ পরিষ্কার রাখে। একই সঙ্গে এটা আপনার ত্বকের জন্যও ভালো।’

অ্যাঞ্জেলিনা জোলি 

অ্যাঞ্জেলিনা জোলির জন্য কোনো ভূমিকার দরকার নেই। শুধু একজন সেলিব্রিটি অ্যাকট্রেস যে তিনি তাই নন, বরং মানবতাবাদী কাজের জন্যও নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। নারিকেল তেল প্রীতির কথা যদিও তিনি সরাসরি বলেননি, তবে ডেইলিমেইলে তার ঘনিষ্ঠ একটা সূত্র জানিয়েছে, ‘অ্যাঞ্জেলিনা দিন শুরু করেছেন এক চামচ নারিকেল ও এক চামচ সিরিয়াল নিয়ে।’

জেনিফার অ্যানিস্টন

জেনিফার অ্যানিস্টন, ফ্রেন্ডসের র‍্যাচেল নামে যাকে সবাই একবাক্যে চেনে, নারিকেল তেলের একজন বড় ভক্ত। একবার তো তাকে শপিং কার্টে নারিকেল তেলের বোতল কিনতে দেখা গিয়েছিল। ত্বকের যত্নের চেয়ে রেসিপিতেই তিনি নারিকেল তেল বেশি ব্যবহার করেন। ‘আমি যখন ঘুম থেকে উঠি, এরপর কুসুম গরম পানির সঙ্গে শেক, অ্যাভোকাডো বা ডিম খাই। এর সঙ্গে অল্প নারিকেল তেল মিশিয়ে নেই।’- ২০১৬ সালে এলে ম্যাগাজিনকে তিনি বলেছিলেন।

জিলিয়ান মিশেলস 

আপনি যদি ফিটনেস জাংকি হন, তাহলে জিলিয়ান মিশেলসকে আপনি ফলো করে থাকতে পারেন। এই উদ্যোক্তা প্রায়ই তার নিজের ব্লগে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস দিয়ে থাকেন। মাস্টার ইওর মেটাবলিজম  নামে একটা বই লিখেছেন তিনি, সেখানে বলেছেন তিনি নারিকেল তেলের ভক্ত এবং অনেক রেসিপিতে এটা ব্যবহার করেছেন। তিনি স্টিরফাইয়ের একটা রেসিপিতে মাছ আরও অন্যান্য কিছুর সঙ্গে মূল উপাদান হিসেবে এক টেবিল চামচ নারিকেল তেল ব্যবহারের কথা বলেছেন। আয়ুর্ভেদিক ঔষধকে প্রাধান্য দিয়েছেন তিনি, সেজন্য নারিকেল তেল ও গ্রেপসিডের সঙ্গে মধুও ব্যবহার করেন।

এখন হয়তো আপনার মনে দ্বিধা নেই নারিকেল তেল এখন আপনার জন্য ‘হলে ভালো’ থেকে ‘অবশ্যই দরকার’ হয়ে গেছে। আসলে ভার্জিন নারিকেল তেলের এমন কিছু রূপবিষয়ক গুণ আছে যেগুলোর জন্য এটা আরও বেশি অত্যাবশকীয় হয়ে গেছে। ভার্জিন নারিকেল তেলে ত্বকের বাইরে একটা সুরক্ষার আবরণ তৈরি করে, ত্বককে আর্দ্র রাখে এবং নরম ও কোমল রাখে। এটার অ্যান্টি-ফ্ল্যামাটরি বৈশিষ্ট্যের কারণে ত্বকের জ্বালাপোড়া বা দাগ প্রতিরোধ করে। একই সঙ্গে কোলাজেন থাকার কারণে ভার্জিন নারিকেল তেলের ত্বকের টানটান ভাব বজায় রাখে। একই সঙ্গে ভার্জিন নারিকেল তেলের অ্যান্টি-এজিং গুণের কারনে চামড়ার ভাজ ঠেকায়। নারিকেল তেল ত্বকের কালো দাগ ও আনইভেন টোনও ঠিক করে। নারিকেল তেলের সঙ্গে লেবু ব্যবহার করলে ভালো কাজে দেয়।

তাই রূপচর্চায় ও পুষ্টিগুণের জন্য এখন আরও অনেক সেলিব্রিটিই নিজেদের নারিকেল তেল প্রীতির কথা প্রকাশ্যে বলছেন।

Reference:

https://www.dailymail.co.uk/news/article-6232953/A-day-life-Gisele-Coconut-oil-sun-gazing-aromatherapy-foot-massages-kids.html

https://coconutoilcooking.com/coconut-oil-blog-posts/jillianmichaelsstirfry/

https://www.wellandgood.com/jillian-michaels-wellness-advice/

https://www.self.com/story/jennifer-aniston-health-beauty-secrets

https://www.thehealthyhomeeconomist.com/top-10-celebrities-who-use-virgin-coconut-oil/

https://www.thecut.com/2014/10/25-things-celebrities-have-done-with-coconut-oil.html

POST A COMMENT