ত্বকের পুষ্টির জন্য দারুণ কার্যকর নারিকেল তেল ও গাঁদা ফুলের মলম
-
- নারিকেল তেল আর গাঁদা ফুলের তেল একসাথে মিশিয়ে মলম বানিয়ে ব্যবহার করলে তা ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে ।
- নারিকেল তেলের তৈরী এই মলমটি ত্বকে পুষ্টি যোগাতে দারুণ কাজ করে।
- নারিকেল তেল ও গাঁদা ফুলের তেল দিয়ে তৈরী এই মলমটি শুধু মাত্র ক্ষত নিরাময় নয়, বরং ত্বকের শুষ্কতা, ঠোঁটের ফেটে যাওয়া ইত্যাদি কাজেও ব্যবহারযোগ্য
সাধারণত প্রাকৃতিক উপাদানে তৈরী মলম ত্বকের শুষ্কতা কমাতে, ঠোঁট ফাটা রোধ করতে বা কোথাও কেটে গেলে ব্যবহার করা হয়। তবে ভিন্ন ভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী মলম অনেকভাবেই কাজে লাগানো যায়।
নারিকেল তেল যে শুধুই সৌন্দর্যচর্চা বা খাবার হিসেবে ব্যবহৃত হয় তা কিন্তু নয়। ভেষজ ওষুধ হিসেবেও এটা ব্যবহার করা যায় । নারিকেল তেলে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার কারণে শরীরের যে কোনো অংশে কাটা-ছেড়া বা ক্ষত হলে এটি মলম হিসেবে ব্যবহার করা যায়।
উপাদান সমূহ:
- ৩/৪ কাপ গাঁদা ফুলের তেল
- ১/৪ কাপ নারিকেল তেল
- ১ আউন্স মৌমাছির মোম
- ১৫-১৮ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল
- এক চিমটি শুকনো হলুদ গুড়া
- ছোট টিনের কৌটা
- বড় পাত্র
- ছোট বাটি
- লম্বা কাঠের চামচ
- গ্রেটার
- তরল মাপার পাত্র
নির্দেশিকা:
- একটি বড় পাত্রে পানি গরম করে তার উপর ছোট বাটি বসান। এভাবে ডাবল বয়লার তৈরী করে নিতে হবে যেনো উপাদানগুলি সরাসরি তাপের সংস্পর্শে না আসে আবার গরমে গলেও যায়।
- বাটিটা গরম হয়ে গেলে গাঁদা ফুলের তেল বাটিতে দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে বাটিতে মোম গ্রেট করে দিন। এরপর মিশ্রণে নারিকেল তেল মিশিয়ে নাড়তে থাকুন।
- যখন সবগুলো উপাদান ভালোভাবে গলে যাবে তখন ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল এবং এক চিমটি হলুদ গুড়া দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে চুলা বন্ধ করে দিন।
- মিশ্রণটি তরল মাপার কাপে ঢেলে নিন্ এবং টিনের কৌটায় মেপে ঢালুন। মিশ্রণটিকে ঠান্ডা করে ব্যবহার করুন।
গাঁদা ফুলের নির্যাস থেকে প্রাকৃতিকভাবে তৈরী গাঁদা ফুলের তেলের বিশেষ গুণ রয়েছে। গাঁদা ফুলের তেলে রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও আন্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা যেকোনো ক্ষত নিরাময়ে এন্টিসেপ্টিক হিসেবে কাজ করে। নারিকেল তেল আর গাঁদা ফুলের তেল একসাথে মিশিয়ে মলম বানিয়েও ব্যবহার করা যায় আবার ত্বকের শুষ্কতা দূর করতেও ব্যবহার করা যায়। নারিকেল তেলে লরিক এসিড ও ক্যাপ্রিক এসিড নামে দুটি উপাদান রয়েছে যা ত্বকের শুষ্কতা দূর করার সঙ্গে ত্বকের গভীরে পুষ্টিও যোগায়। এছাড়া নারিকেল তেল ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে তাই সহজেই যে কোনো ক্ষত নিরাময়ে মলম হিসেবে ব্যবহারযোগ্য। মোম ত্বকের শুষ্কতা, ফেটে যাওয়া ইত্যাদি দূর করার পাশাপাশি ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। এছাড়া এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে ও পোরস মিনিমাইজ করতেও সাহায্য করে। ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ত্বকের রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখার পাশাপাশি বাড়তি সতেজতাও এনে দেয়।
নারিকেল তেল ও গাঁদা ফুলের তেল দিয়ে তৈরী এই মলমটি শুধু মাত্র ক্ষত নিরাময় নয়, বরং ত্বকের শুষ্কতা, ঠোঁটের ফেটে যাওয়া ইত্যাদি কাজেও ব্যবহারযোগ্য। ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ব্যবহারের কারণে এই মলমে যেমন একটি অনন্য সৌরভ যোগ হয়, নারিকেল তেল যোগ করার ফলে এই মলমটি ত্বকে পুষ্টি যোগাতে দারুণ কাজ করে।
Reference link:
https://www.traditionalmedicinals.com/articles/diy/lavender-calendula-coconut-salve/
https://www.allure.com/story/beauty-uses-for-coconut-oil
Benefits of calendula oil
https://www.healthline.com/health/calendula-oil#TOC_TITLE_HDR_1
Benefits of beeswax
Lavender essential oil
https://food.ndtv.com/beauty/8-incredible-lavender-oil-benefits-for-your-body-mind-and-soul-1661430
POST A COMMENT
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।