চুল পড়া রোধে নারিকেল তেল
· নারিকেল তেল মাথার ত্বকের জন্য উপকারী
· নারিকেল তেল চুলের যে কোনোরকম ক্ষতি থেকে রক্ষা করে
· চুলের বৃদ্ধিতে সহায়তা করে
· চুলের পুষ্টি বাড়িয়ে তোলে
হাজার বছর ধরে চুলের বেশির ভাগ সমস্যার জন্য সমাধান হিসেবে নারিকেল তেল ব্যবহৃত হয়ে আসছে। খুশকি থেকে মাথার ত্বকের শুষ্কতা সহ যে কোনো সমস্যায় নারিকেল তেল সবচেয়ে উপযোগী সমাধান।
নারিকেল তেল ব্যবহারের সুবিধা
· নারিকেল তেল চুলের কন্ডিশনিং এ সাহায্য করে। নারিকেল তেলে রয়েছে এন্টিব্যাকটেরিয়াল, এন্টিমাইক্রোবিয়াল ও ত্বক কোমল করে এমন সব উপাদান। মাথার ত্বকের যত্নে তাই নারিকেল তেলের জুড়ি নেই।
· নারিকেল তেল চুল পড়া রোধ করে। চুলের গোড়ায় পৌঁছে আলাদা ভাবে পুষ্টি যোগায় এবং মাথার ত্বককে শুষ্ক হওয়া থেকে বিরত রাখে। চুলের লালাগ্রন্থিকে স্বাস্থ্যকর রাখতে মাথার ত্বকে নারিকেল তেল ব্যবহার করা জরুরি। নারিকেল তেলে যে লরিক এসিড রয়েছে তা চুলের পুষ্টিকে হারাতে দেয় না। এটি চুলের গোড়া ভেঙে পড়া থেকেও প্রতিরোধ করে।
· নারিকেল তেল ভিটামিন ই, ভিটামিন কে এবং আয়রনে সমৃদ্ধ। তাই চুল বৃদ্ধি পেতে সাহায্য করে। নারিকেলে তেলে রয়েছে এন্টিব্যাকটেরিয়াল ও এন্টিফাঙ্গাল বৈশিষ্ট্য। তাই যেসব ব্যাকটেরিয়া চুলের বৃদ্ধি রোধ করে, নারিকেল তেল সেসব ব্যাকটেরিয়া থেকে চুলকে সুরক্ষা করে। নারিকেল তেল চুল ও মাথার ত্বকে যথাযথ পুষ্টি সরবরাহ করে।
· মাথায় নিয়মিত নারিকেল তেল মাখলে রক্ত সঞ্চালন ঠিক থাকে। নারিকেল তেল চুলের গ্রন্থিকোষে যথাযথ পুষ্টি সরবরাহ নিশ্চিত করে।
ব্যবহার বিধি
· যদি তেল জমাট বাঁধা অবস্থায় থাকে তাহলে তেল না গলে যাওয়া পর্যন্ত তেলের কৌটাটি গরম পানির ভিতর রাখুন।
· হালকা গরম পানি দিয়ে চুল ভিজিয়ে নিন।
· মাথার ত্বকে আঙুল দিয়ে খুব জোরে জোরে ঘষুন যাতে ত্বকের লোমকূপের মুখগুলি খুলে যায়।
· আপনার হাতের তালুতে অল্প পরিমাণ নারিকেল তেল নিন এবং চুলের গোড়ায় ভালো করে মালিশ করুন। এভাবে পুরো মাথার ত্বক জুড়ে তেল লাগিয়ে নিন।
· এবার শাওয়ার ক্যাপ দিয়ে চুলগুলো ঢেকে দিন এবং চুলে তেল ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
· সবচেয়ে ভালো হয় যদি সারা রাত তেল মাথায় রাখতে পারেন, নাহলে কমপক্ষে ৩০ মিনিট রাখুন।
· এরপর পরিষ্কার পানি ও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
এই পদ্ধতি অবলম্বন করে যখন ইচ্ছা আপনি চুল ধুয়ে নিতে পারেন।
রেফারেন্স
https://hybridrastamama.com/prevent-stop-hair-loss-baldness-coconut-oil
POST A COMMENT
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।