a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • চুলের যত্ন  • চুলকে সুস্থ রাখতে শ্যাম্পুর আগে নারিকেল তেল

চুলকে সুস্থ রাখতে শ্যাম্পুর আগে নারিকেল তেল

Bookmark CFL(0)
  • শ্যাম্পু করলে চুলের ধুলো-ময়লা পরিষ্কার হওয়ার সাথে সাথে চুলের প্রাকৃতিক তৈলাক্ত ভাবও নষ্ট হয়ে যায়।
  • চুলের প্রাকৃতিক তৈলাক্ত ভাব যেন নষ্ট না হয় তাই শ্যাম্পু দেয়ার আগে চুলে নারিকেল তেল মাখা উচিত।
  • নারিকেল তেল গরম করে নিন। শ্যাম্পু করার ৪-৮ ঘন্টা আগে তেল চুলে লাগিয়ে রাখুন।
  • চুল পড়ে যাওয়া ও ভেঙে যাওয়া রোধ করতে প্রতি ১০ দিনে একবার শ্যাম্পু করার আগে তেল মাখুন।

শ্যাম্পু চুলের ধুলো-ময়লা পরিষ্কার করে। কিন্তু চুল অতিরিক্ত পরিষ্কার হলে অন্য সমস্যা দেখা দেয়। চুলের গ্রন্থিকোষ থেকে এক ধরণের লালা নির্গত হয় যেটা চুলের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এই লালা চুলকে আলাদা একটি সুরক্ষা দেয়। চুলে পানির পরিমাণ ঠিক রাখে এবং চুলকে নরম, কোমল ও ঝলমলে করে তোলে। চুল পানিতে বারবার ভেজালে পানির ক্ষতিকর রাসায়নিক পদার্থ চুলের ক্ষতি করে। গ্রন্থিকোষ থেকে নির্গত লালা চুলকে এইসব ক্ষতিকর রাসায়নিক পদার্থ থেকেও রক্ষা করে। চুলে শ্যাম্পুর আগে তেল না লাগালে শ্যাম্পুর পরে গ্রন্থিকোষ থেকে এই লালা নির্গত হয় না। ফলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়, শুষ্ক ও ভঙ্গুর হয়ে যায়।

তাই শ্যাম্পু দেয়ার আগে চুলে তেল দিয়ে নেয়াটা খুব উপকারি। কারণ, শ্যাম্পু করার সময় চুলের এই অতিরিক্ত তেল চুলকে পানির ক্ষতিকর রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করে। কাজেই চুল প্রাকৃতিক ভাবেই নরম এবং কোমল থাকে। যারা চুল পড়া সমস্যায় আক্রান্ত, তাদের জন্য এই পদ্ধতি কার্যকর।

ব্যবহারবিধি 

  • এমন তেল বেছে নিন যা সহজে চুলের সাথে মিশে যায়। যেমন, নারিকেল তেল।
  • যেহেতু তেল চুলের সাথে পুরোপুরি মিশে যেতে কিছুটা সময় লাগবে, তাই চুল ধোয়ার কমপক্ষে ৪-৮ ঘন্টা আগে তেল লাগিয়ে নিন।
  • যদি আপনি সকালে চুল ধুয়ে ফেলতে চান তাহলে অবশ্যই রাতে চুলে তেল লাগিয়ে ঘুমাবেন।
  • চুলের ঘনত্ব ও লম্বার ওপর তেলের পরিমাণ নির্ভর করছে।
  • চুলে তেল লাগানোর আগে হালকা গরম করে নিন। তাতে চুলে তেল ভালোভাবে মিশে যেতে সাহায্য করবে।
  • চুলের ধরণের উপর নির্ভর করে চুল পড়ে যাওয়া ও ভেঙে যাওয়া রোধ করতে প্রতি ১০ দিনে একবার শ্যাম্পু করার আগে তেল মাখুন।

রেফারেন্স

 

https://www.beautifulwithbrains.com/oil-pre-shampoo-why-works-how-do/

POST A COMMENT