হলিউড সুপারস্টার এমা স্টোন Vogue ম্যাগাজিনে জানালেন তাঁর ত্বকের রহস্য
- এমা স্টোন এই মুহূর্তে হলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের একজন।
- অস্কারজয়ী এই অভিনেত্রী গণমাধ্যমে জানিয়েছেন নারিকেল তেলের ব্যবহারের কথা।
- ত্বকের পরিচর্যার জন্য তিনি ভার্জিন নারিকেল তেল ব্যবহার করেন ।
- নারিকেল তেল এমন একটি উপাদান যেটির অ্যালার্জিক প্রভাব খুবই স্বল্প।
‘সিটি অফ স্টারস, আর ইউ শাইনিং জাস্ট ফর মি?’
অস্কারজয়ী চলচ্চিত্র লা লা ল্যান্ডে যেভাবে এমা স্টোন আলো ছড়িয়েছিলেন সেটা হয়তো মনে আছে আপনার। হয়তো প্রশ্ন জেগেছে, কীভাবে পুরো ছবিতে কীভাবে এই অভিনেত্রী তাঁর ত্বকের লাবণ্য ধরে রেখেছেন? অস্কারজয়ী এমা এই মুহূর্তে হলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের একজন। তাঁর এই সুন্দর ত্বকের অন্যতম রহস্য ভার্জিন নারিকেল তেল।
ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমা স্টোন তার ত্বকের এই রহস্যের কথা জানিয়েছেন, ‘আমি প্রায় সবকিছুতেই অ্যালার্জিক। সেজন্য আমি ত্বকে এক্সট্রা ভার্জিন নারিকেল তেল ব্যবহার করি কারণ আমি জানি এটা কোনো প্রতিক্রিয়া দেখাবে না। রাতে আমি নারিকেল তেল দিয়ে আমার মেকআপ উঠিয়ে ফেলি।’
নারিকেল তেল এমন উপাদান যেটির অ্যালার্জিক প্রভাব খুব স্বল্প। তাই এমা স্টোনের মতো আপনার ত্বকে স্বচ্ছন্দে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। একই সঙ্গে এমা স্টোনের পরামর্শ, নারিকেল তেল রাতে আপনার ত্বকের মেকআপ তোলার জন্য ব্যবহার করতে পারেন। এই কৃতিত্ব তিনি দিয়েছেন তার মেকআপ আর্টিস্ট র্যাচেল গুডউইনকে। এমাকে নারিকেল তেলের সঙ্গে তিনিই পরিচয় করিয়ে দিয়েছিলেন।
বিশেষজ্ঞরাও বলেছেন মেকআপ তোলার জন্য নারিকেল তেল সবচেয়ে ভালো উপায়গুলোর একটি। নারিকেল তেল ব্যাকটেরিয়া ও ইস্ট প্রতিরোধী এবং ফার্স্ট এইড ক্রিম হিসেবেও দারুণভাবে কাজ করে। এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে তাই মেকআপ তোলার জন্য বেশ কার্যকরী। আইলাইনার ও মাসকারার মতো মেকআপও নারিকেল তেল সহজেই তুলে ফেলতে পারে। অন্য কিছুর তুলনায় নারিকেল তেল দিয়ে মেকআপ তুললে ত্বক কম খসখসে অনুভূত হয়। একই সঙ্গে এটি ত্বক ফেটে যাওয়াও প্রতিরোধ করে। নারিকেল ত্বককে নরম রাখে ও আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে।
এখন দেখা যাক, নারিকেল তেল দিয়ে কীভাবে আপনি ত্বকের মেকআপ ওঠাতে পারবেন। সেজন্য কিছু পরামর্শ মেনে চলতে পারেন।
- সামান্য পরিমাণে নারিকেল তেল নিন এবং গলে না যাওয়া পর্যন্ত আপনার আঙুলে ঘষতে থাকুন।
- আপনার চোখ বন্ধ রাখুন এবং পাতাসহ চোখের অন্যান্য অংশের উপর ছড়িয়ে দিতে থাকুন। নিশ্চিত করুন যেন আলতোভাবে যতটুকু তেল দরকার ততটুকুই যেন ব্যবহার করা হয়।
- এরপর আপনার ত্বকের ওপর চক্রাকারভাবে মালিশ করতে থাকুন।
- এরপর একটি ভেজা, গরম ওয়াশক্লথ দিয়ে বাড়তি নারিকেল তেল মুছে ফেলুন।
- এরপর গরম পানি দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন।
মেকআপ তোলার জন্য যেসব প্রথাগত জিনিস ব্যবহার করা হয় তার চেয়ে নারিকেল তেল অনেক সুলভ ও অনেক বেশি কার্যকরী। নারিকেল তেল ব্যবহার করলে চোখের পাতার ক্ষতি হওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে। একই সঙ্গে নারিকেল তেল চুলকে করে আরও বেশি উজ্জ্বল। এছাড়া, এর ফলে আপনার ত্বকেও পাওয়া যাবে ট্রপিক্যাল সুবাস।
রেফারেন্স
https://healthline.com/health/beauty-skin-care/coconut-oil-on-face-overnight#how-to-use
https://www.byrdie.com/can-you-use-coconut-oil-as-a-makeup-remover
https://www.insider.com/how-to-use-coconut-oil-to-remove-makeup-2017-4
POST A COMMENT
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।