a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • ত্বকের যত্ন  • নখ ও নখের চারপাশের ত্বকের যত্নে নারিকেল তেল
Secrets to the perfect manicure: Cuticle Oil with Coconut

নখ ও নখের চারপাশের ত্বকের যত্নে নারিকেল তেল

Bookmark CFL(0)
    • কাঁচের বোতলে যে কোনো এসেনশিয়াল অয়েল ৩০-৪০ ফোঁটা নিন।
    • ১ চা চামচ ভিটামিন ই-যুক্ত তেল এসেনশিয়াল অয়েলের সাথে মেশান।
    • বোতলের খালি অংশে ৪ চা চামচ নারিকেল তেল মিশিয়ে নিন।
    • বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে রেখে দিন।
    • হাতের ত্বক ও নখ পরিষ্কার রাখতে এই কিউটিকল অয়েল দারুণ কার্যকর।

    চুল ও মুখের ত্বকের যত্নের পাশাপাশি আমরা গরম ও শীতে হাত এবং পায়ের যত্নও নিয়ে থাকি। বিশেষ করে যারা বাইরে বেশি যাতায়াত করে, তাদের হাতে এবং পায়ের ত্বকের যত্নে বেশি সচেতন থাকতে হয়। হাতের ত্বক ও নখের যত্নে নারিকেল তেল বেশ কার্যকর। পার্লারে গিয়ে বারবার মেনিকিওর করা বেশ খরচের ব্যাপার। নারিকেল তেল দিয়ে কিন্তু ঘরে বসে সহজেই মেনিকিওর করে ফেলা যায় কিউটিকল অয়েল তৈরী করে।

    উপকরণসমূহ:

    • ১টি ছোটো কাঁচের বোতল ড্রপার যুক্ত বা নেইলপলিশের খালি কৌটা
    • ৩০-৪০ ফোঁটা এসেনশিয়াল তেল
    • ১ চা চামচ ভিটামিন ই অয়েল
    • ৪ চা চামচ নারিকেল তেল

    ব্যবহারের সময়:

    • দিনে দুই বার

    দিকনির্দেশনা:

    • একটি ছোট কাঁচের বোতল বা নেইলপলিশের খালি কৌটায় এসেনশিয়াল অয়েল নিন।
    • ভিটামিন ই ক্যাপসুল থেকে নির্গত তেল নিয়ে এসেনশিয়াল অয়েলের সাথে মেশান।
    • নারিকেল তেল কৌটায় ঢালুন এবং ভালোভাবে ঝাঁকিয়ে নিন।
    • নখের চারপাশে লাগিয়ে ভালোভাবে মালিশ করে ৩০ মিনিট অথবা যতক্ষণ না শুকিয়ে যায় রেখে দিন।
    • প্রতিদিন দুই বার ব্যবহার করুন।

    কিউটিকল অয়েল সাধারণত ত্বকের এবং বিশেষ করে নখের চারপাশের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এর ভিতর নারিকেল তেল থাকায় ত্বকের ময়েশ্চারাইজিং এর জন্য আলাদা ক্রিম ব্যবহার করতে হয় না। নারিকেল তেলযুক্ত কিউটিকল অয়েল প্রতিদিন রাতে ব্যবহার করলে নখ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এ ছাড়া নারিকেল তেল নখের চারপাশের অংশে যেসব ফাঙ্গাস ইনফেকশন হয় সেগুলোও প্রতিরোধ করে। আপনার নখকে সুন্দর ও আকর্ষণীয় দেখাতে প্রতিদিন অন্তত দুই বার এই অয়েল ব্যবহার করুন।

POST A COMMENT