কুইক স্ন্যাকঃ লেমন কোকোনাট বার
- ব্যস্ত জীবনের জন্য সেরা স্ন্যাক্স
- ক্ষুধাও মিটবে, মনও ভরবে
- দুইটি জিনিস আলাদা ভাবে প্রস্তুত করা লাগবে
- শর্টব্রেড ক্রাস্ট আগে বানান, এরপর লেমন কার্ড দিয়ে উপভোগ করুন জিভে জল আনা এই স্ন্যাক্স
যেকোনো সময়ে ক্ষুধা মেটানোর জন্য আপনার ব্যাগে রাখুন সুস্বাদ লেমন কোকোনাট বার। কেনা খাবার থেকে বাসায় বানানো এই স্বাস্থ্যকর নাস্তা অবশ্যই ভালো। তাই চলুন দেখে নেই কীভাবে নিমিষেই তৈরি করতে পারবেন লেমন কোকোনাট বার।
প্রথমে বানাতে হবে শর্ট ব্রেড ক্রাস্ট –
যা যা দরকার
- ভেজিটেবেল অয়েল
- ৩/৪ কাপ নারকেল
- ২ টি ক্র্যাকার
- ৩/৪ কাপ বাটার
- ১ কাপ ময়দা
- ১/৩ কাপ চিনি
- ৩/৪ চা চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট
- ১/৩ চা চামচ লবণ
যা যা করণীয়
- ওভেন ৩৫০ ডিগ্রীতে প্রি-হিট করুন
- একটি বেকিং গ্লাস ডিশে ভেজিটেবেল অয়েল স্প্রে করে সরিয়ে রাখুন
- কোরানো নারকেল ডিশে ছড়িয়ে দিন এবং ৮ মিনিটের জন্য ওভেনে বেক করুন। প্রতি ২ মিনিট পর পর ওভেন খুলে নারকেল একটু নাড়িয়ে নিন। নারকেল বাদামি রঙের হয়ে গেলে ওভেন থেকে বের করে ফেলুন।
- একটি পাত্রে ক্র্যাকার গুলোকে গুঁড়ো করে, সেটাতে বাদামি নারকেল ঢেলে দিন এবং ঠিক মতো মিশিয়ে নিন।
- একটি মিক্সারে বাটার এবং চিনি ঠিক মতো মিক্স করে নিন।
- ময়দা, লবণ এবং ভ্যানিলা এক্সট্র্যাক্ট ঢেলে দিন এবং আবার মিশিয়ে নিন। খামির হয়ে যাওয়ার পর সেখানে নারকেল-ক্র্যাকারের মিশ্রণটি ঢেলে ঠিক মতো চাপ দিয়ে নিন।
- একটি কাটা চামুচ দিয়ে খামিরে ফোটা ফোটা করে নিন। ওভেনে ২২ মিনিট পর্যন্ত বেক করুন, যতক্ষণ না খামিরটি বাদামি রঙ ধারন করে।
লেমন কার্ড বানাতে যা যা দরকার
- ১২টি ডিমের সাদা অংশ
- ৪ টি ডিম, কুসুম সহ।
- ২ কাপ চিনি
- ৩/৪ কাপ লেমন জেস্ট
- ১ এবং ১/৩ কাপ লেবুর রস
- ৩/৪ কাপ বাটার
- ১/২ কাপ কোকোনাট মিল্ক অথবা হেভি ক্রিম
যা যা করণীয়
- একটি প্যানে সব ডিম, চিনি, লেমন জেস্ট, লেবুর রস ঢেলে মিশিয়ে হালকা আঁচে নাড়তে নাড়তে রান্না করে নিন। ১০ মিনিটের মধ্যেই মিশ্রণটি ঘন হয়ে যাবে।
- আগুন থেকে সরিয়ে প্যানে কোকোনাট মিল্ক এবং বাটার ঢেলে দিন, এবং ঠিক মতো মিশিয়ে নিন।
- এখন এই মিশ্রণটি ব্রেড ক্রাস্ট উপর সমান করে ঢেলে দিন।
- ওভেনে ১৫-১৭ মিনিট বেক করে নিন। ৩০ মিনিট রুম টেম্পারেচারে ঠাণ্ডা করে ৩ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন।
- ঠাণ্ডা হয়ে যাওয়ার পর, বের করে সমান ভাবে কেটে নিন। তৈরি হয়ে গেল লেমন কোকোনাট বার।
Reference:
https://www.bonappetit.com/recipe/lemon-coconut-bars-2?mbid=synd_buzzfeed
POST A COMMENT
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।