a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • মুখের যত্ন  • নারিকেল তেল: মেকআপ তোলার প্রাকৃতিক সমাধান
remove makeup naturally

নারিকেল তেল: মেকআপ তোলার প্রাকৃতিক সমাধান

Bookmark CFL(0)
  • নারিকেল তেল মেকআপ তোলার জন্য বড় ভূমিকা রাখে, একই সঙ্গে আপনার ত্বককে নরম ও আরও সজীব করে।
  • আপনার মুখের মেকআপ তোলার জন্য চক্রাকারভাবে নারিকেল তেল ঘষতে থাকুন।
  • একটি ভেজা কাপড় দিয়ে বাড়তি নারিকেল তেল তুলে ফেলুন।
  • এরপর গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

মেকআপ তোলার নানান রকম পদ্ধতি থাকলেও নারিকেল তেল হচ্ছে প্রাকৃতিকভাবে দারুণ একটা উপায়।

জোসেফ সিনসোত্তা নামে একজন কসমেটিক কেমিস্ট বলেছেন, ‘নারিকেল তেল আইশ্যাডো আর মাশকারাতে যে পানিরোধী উপাদান ব্যবহার করা হয় সেগুলো ভেঙে ফেলে। ত্বক থেকে এগুলো ঝেড়ে ফেলে। অন্য আরও অনেক প্রথাগত চোখের মেকআপ তোলার উপাদানের চেয়ে নারিকেল তেল আপনার ত্বককে আরও নরম করে এবং আপনার বয়সটা আরও কমিয়ে দেয়।’

যেভাবে প্রয়োগ করতে হবে 

  • সামান্য পরিমাণে নারিকেল তেল নিন এবং গলে না যাওয়া পর্যন্ত আপনার আঙুলে ঘষতে থাকুন।
  • আপনার চোখ বন্ধ রাখুন এবং পাতাসহ চোখের অন্যান্য অংশের ওপর ছড়িয়ে দিতে থাকুন। নিশ্চিত করুন যেন আলতোভাবে যতটুকু তেল দরকার ততটুকুই যেন ব্যবহার করা হয়।
  • এরপর আপনার ত্বকের ওপর চক্রাকারভাবে মালিশ করতে থাকুন
  • এরপর একটি ভেজা, গরম ওয়াশক্লথ দিয়ে বাড়তি নারিকেল তেল মুছে ফেলুন
  • এরপর গরম পানি দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন।

মেকআপ তোলার জন্য যেসব প্রথাগত জিনিস ব্যবহার করা হয় তার চেয়ে নারিকেল তেল অনেক সুলভ ও অনেক বেশি কার্যকরী। চোখের পাতার জন্য এটি কম ক্ষতিকর বরং আরও বেশি উজ্জ্বল করে। এর ফলে আপনার ত্বক থেকে আরও বেশি ক্রান্তীয় সুবাস আসবে।

 Source:

https://www.skincare.com/article/coconut-oil-makeup-remover

POST A COMMENT