নারিকেল তেলই ক্যাটরিনা কাইফের রূপের রহস্য
- আরও অনেক সেলিব্রিটির মতো ক্যাটরিনা কাইফও নারিকেল তেলের গুণমুগ্ধ।
- তিনি তার সহঅভিনেত্রীকেও পরামর্শ দিয়েছেন নারিকেল তেলের মতো প্রাকৃতিক উপাদান নিয়মিত ব্যবহার করার।
- নারিকেল তেল মেকআপের মতো উপাদানের সঙ্গে সেবামও ভেঙে দেয়.
ক্যাটরিনা কাইফকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। বলিউডের এই ডিভা দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রি কাঁপিয়ে যাচ্ছেন। তারপরও এখনো যেন আগের মতো চিরসবুজ তিনি। মাঝে মাঝে আপনার মনে হতেই পারে, ‘কীভাবে সবসময় এতো প্রাণবন্ত দেখায় তাকে?’ কিছু সৌন্দর্যের ব্যাখ্যা করা আসলেই কঠিন, তবে ক্যাটরিনা তার সবসময়ের সঙ্গী হিসেবে বলেছেন নারিকেল তেলের কথা। আর ক্যাটরিনা এখন একজন বিউটি এক্সপার্টও বটে, এবং ‘ক্যাট বিউটি’ নামে নিজের নতুন একটা ব্র্যান্ডও শুরু করেছেন তিনি।
ক্যাটরিনা নিজেও তার নারিকেল তেল প্রীতির কথা গোপন করেননি। উপমহাদেশের প্রচলিত চুলে ব্যবহারের পাশাপাশি তিনি ত্বকের যত্নেও নারিকেল তেল ব্যবহার করে থাকেন। বিশেষ করে মেকআপে সেটা আরও বেশি ব্যবহার করেন। সত্যি বলতে কী, ক্যাটরিনা মেকআপের জন্য খুব কম জিনিসই ব্যবহার করেন, বাড়তি কিছু পছন্দ করেন না। বরং তিনি ব্লেন্ডিং আর ফেসিয়াল এক্সারসাইজের ওপর জোর দেন। আরও অনেক সেলিব্রিটির মতো মেকআপ তোলার জন্য নারিকেল তেল ব্যবহার করেন তিনি। তার মতে, ‘মেক আপ তোলার জন্য আমি মুখে আলতো করে নারিকেল তেল ব্যবহার করি আর শেষটা করি নারিকেল তেল দিয়ে।’
মেকআপ তোলার জন্য নারিকেল তেল ব্যবহারের উপকারিতা কী? এটা প্রমাণিত নারিকেল তেল মেকআপের মতো তরল পদার্থকে ভেঙে দেয়। একই সঙ্গে এটা সেবামও ভেঙে দেয়, যেটা আবার ত্বককে তৈলাক্ত করে। চর্ম বিশেষজ্ঞদের তাই পরামর্শ আগে নারিকেল তেল তৈলাক্ত ত্বক পরিষ্কার করার ও এরপর পানিযুক্ত কোনো কিছু দিয়ে পরিষ্কার করে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করার।
ঘুমানোর আগে সবসময় মেকআপ তোলার পরামর্শ দেওয়া হয় কারণ এটার জন্য পোরস জমে ত্বকে বয়সের ছাপ পড়ে যেতে পারে। মেক আপ তোলার প্রক্রিয়ায় ত্বকের কিছুটা ক্ষতি হতে পারে। নারিকেল তেল এই কাজটা সহজ করে। সেজন্য মেক আপের পর দুই হাতের তালুতে কিছুটা নারিকেল তেল নিয়ে ভালোমতো মুখে ঘষার পরামর্শ দেওয়া হয়। সবচেয়ে ভালো ফলের জন্য ৫ মিনিট এটা ত্বকের ওপর রেখে এরপর ভালোমতো মৃদু কোনো সাবান আর কুসুম গরম পানি দিয়ে তুলে ফেলা। এভাবে আস্তে আস্তে মুখ থেকে পুরো মেকআপ তুলে ফেলা যায়।
এগুলো ছাড়াও নারিকেল তেলের আরও অনেক সুবিধা আছে। এটা ডিপ কন্ডিশনার হিসেবে কাজ করে এবং চুলকানি ও শুষ্কতার মতো কিছু সমস্যা রোধ করে। একই সঙ্গে এটা দারুণ বডি স্ক্রাব হিসেবেও কাজ করে।
এখন যেহেতু আপনি জেনে গেছেন ক্যাটরিনার রূপের রহস্য, তাই আর দেরি করছেন কেন?
https://elle.in/article/beauty-tip-katrina-kaif-kalki-koechlin/
https://www.allure.com/story/beauty-uses-for-coconut-oil
https://www.bebeautiful.in/all-things-skin/everyday/benefits-of-using-coconut-oil-on-your-face
POST A COMMENT
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।