a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • চুলের যত্ন  • সিস্টার্স ডে সারপ্রাইজঃ লানার হোমমেড গিফট বাস্কেট

সিস্টার্স ডে সারপ্রাইজঃ লানার হোমমেড গিফট বাস্কেট

Bookmark CFL(0)
বোন শব্দটা অনেক মধুর। এর সাথে জুড়ে আছে কত ভালবাসা, বন্ধন, স্মৃতি, আরও কত কি। বোনের সাথে ঝগড়া, বিবেধ হলেও দিন শেষে আমরা শত ঝড়ের মধ্যেও একে অপরের পাশে থাকি। একে অপরকে রক্ষা করি, পথ দেখাই।
২রা আগস্ট ন্যাশনাল সিস্টার্স ডে; বোনদের মাঝেকার এই অদ্ভুত সুন্দর সম্পর্কটাকে উদযাপন করার একটি দিন। শুভেচ্ছা জানাই সব আপুদের যারা আমাদের জীবনের পথচলাকে বানিয়েছেন মধুর!
এই দিনটিতে লানা তার ছোট বোন মোনাকে সারপ্রাইজ দেয়। চলুন দেখা যাক সারপ্রাইজটি কেমন ছিল!
মোনা ঘুম থেকে উঠে বেগুনি রিবনে র‍্যাপ করা একটা গিফট বাস্কেট পায় এবং তার সাথে একটা কার্ড; কার্ডে লেখা ‘হ্যাপি সিস্টার্স দে, পিচ্চি! ~ ভালবাসা, লানা’।
রিবন খুলতে গিয়ে লানা খেয়াল করল যে লানা নাস্তার একটা ট্রে নিয়ে ঘরে ঢুকেছে। বাহ! মোনা মৃদু হাসি
দিয়ে ট্রেটা নিল আর লানা কে জিজ্ঞাসা করল “এগুলো কি?” লানা হেসে উত্তর দিল, “আগে নাস্তা শেষ কর।”
নাস্তার পর, লানা গিয়ে গিফট বাস্কেটটা নিয়ে এল। ওরা এখন ওদের বাগানের কাছে বসে ছিল; বেশ রোদেলা একটা দিন। লানা বাস্কেটটা খুলে দুইটা মেসন জার বের করল। একটাতে লেবেল করা ছিল ‘ফেইস মাস্ক’ এবং অপরটিতে ‘লিভ ইন হেয়ার ট্রিটমেন্ট’।
ওদের ছুটির দিন হয়ায় ওরা আর কথা না বাড়িয়ে ফেস মাস্কটি চেহারায় লাগিয়ে ওদের বিচ চেয়ার গুলোতে রিলাক্স করতে লাগল।
“বোন এটা কিরে?”, মোনা জিজ্ঞাসা করল। “এটা নারিকেল তেল, মধু আর হলুদ দিয়ে তৈরি; ত্বকে ব্রণ সমস্যা দূর করে আর ত্বকের হারানো উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে”

 

“লানা”
“হু?.
“ইদানিং আমার চুল অনেক শুষ্ক আর কোঁকড়ানো থাকে। আমি বেশ কিছু প্রোডাক্ট ব্যবহার করেছি কিন্তু ফল পাইনি। এটা নিয়ে কি করা যায়?”, মোনা জিজ্ঞাসা করল।
“আপু তোকে বোধহয় আমি একটু বেশিই চিনি। তাই তো তোর চুলের ট্রিটমেন্টের একটা ব্যবস্থা আমি আগেই নিয়ে রেখেছি। এখন চুপচাপ বস আর আমাকে তোর চুল ঠিক করতে দে!”, এই বলে লানা মোনার চুলে সেকশন করতে লাগল আর নারিকেল তেল ম্যাসাজ করার প্রস্তুতি নিল।

 

 

“আহ! দারুণ! ম্যাসাজটা দারুণ রিলাক্সিং। আশা করি চুলের জন্যেও ভাল কাজে দিবে।” মোনা বলল। “ধর্য ধর। তুমি দুশ্চিন্তা বাদ দিয়ে শুধু রিলাক্স কর।”, হেসে বলল লানা।
ইতিমধ্যে গোসলে যাওয়ার সময় হয়ে এল। লানা মোনাকে আরেকটা মেসন জার দিল- এটাতে লেখা ‘বডি স্ক্রাব’।

 

 

“আরও কিছু?”, মোনা হেসে জিজ্ঞাসা করল।
“না! কেবল এই সাবানটা যা তোমার জন্য আমি বানিয়েছি”, এ বলতে বলতে লানা ওকে একটা সাবান ধরিয়ে দিল।

 

 

কিছুক্ষন পর, মোনা গোসল সেরে বের হল। তার অনেক সজিবিত লাগছিল।
“এই সাবানের সুঘ্রাণ আমার খুব ভাল লাগছে! আর দেখ! আমার ত্বক কেমন নরম আর স্নিগ্ধ লাগছে!
ধন্যবাদ আপু! তুমি সত্যিই পৃথিবীর সবচেয়ে ভাল দিদি!”, মোনা আনন্দে বলে ফেলল।
“তা একটু অপেক্ষা কর, বাস্কেটে লাস্ট একটা আইটেম আছে!”, বলে মুচকি হাসল লানা আর তার চুল একটা বাঁধলো। সেও কেবল গোসল দিয়ে এল।
“কি!”, মোনা তার বোনের জন্য অসম্ভব ভালবাসা এবং শ্রদ্ধা অনুভব করল। সে মনে মনে ভাবল যে লানা আসলেই তার মনের খবর বুঝে এবং তাকে এমন ভাবে ভালবাসে যা অন্য কেউ কখনও পারবেনা। সে মনে মনে দোয়া করল যাতে লানা দুনিয়ায় সব খুশি আর আনন্দ খুঁজে পায়।

 

লানা এবার শেষ জার তা খুলল। এটার লেবেলে লেখা ছিল ‘বডি বাটার’। সে বাটারটা একটু স্কুপ করে নিয়ে মোনার দিকে এগিয়ে দিল। তারা তাদের শরীরে বাটারটা লাগিয়ে তার শুভ্রতা এবং প্রাকৃতিক গুণ অনুভব করল তাদের মন এবং মস্তিষ্ক দিয়ে। খুব রিলাক্স ফিল হল।

“রূপচর্চা অবশেষে ক্ষান্ত হল। “কি দারুণ একটা সিস্টার্স ডে উদযাপন হল” এই কথা ভাবতে ভাবতে মোনাও একসময় ঘুমিয়ে পড়ল।

Sources: 

https://www.daysoftheyear.com/days/sisters-day/?timezone_offset=nan

Try out this Coconut Oil Honey & Turmeric Face Mask

https://www.coconutforlife.org/en/blog/enjoy-healthy-glowing-skin-with-coconut-and-shea-butter-body-scrub/87?fbclid=IwAR03cZQMNE093MD2xFP641M0qAUwIm-2-n0kUhch2cocNKOB3ATQnLZ1zVA

Fix your Frizz with Coconut Oil

Whipped Honey Coconut Body Butter for Wondrous Skin

Secrets to the Perfect Moisturizing Coconut & Olive Oil Soap

POST A COMMENT