নারিকেলের পানি দিয়ে নিজে নিজেই তৈরী করুন ৫ টি দারুণ হেয়ার প্রোডাক্ট
নারিকেলের মধ্যে যে স্বচ্ছ তরল পদার্থ পাওয়া যায় তাকেই নারিকেলের পানি বলা হয়।নারিকেলের পানি নিয়ে আপনার মাথায় প্রথম যে জিনিসটি আসে তা হচ্ছে এটি একটি সতেজ এবং পুষ্টিগুনে ভরপুর পানীয়। কিন্তু নারিকেলের পানির ব্যবহার শুধু পানীয় হিসেবে সীমাবদ্ধ নয়। এর পরিসর ব্যপক। নারিকেলের পানিতে আছে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় খনিজ, ইলেক্ট্রোলাইটস, প্রাকৃতিক চিনি ও ভিটামিন যারা এর এন্টিমাইক্রোবিয়াল এন্টিএজিং গুণাবলি বৃদ্ধি করে। এটি যে শুধু স্বাদে ভাল তা নয়, এটি চুলের জন্যও খুবই উপকারী। কারণ? এটি খুবই হাইড্রেটিং ও পুষ্টিগুণ সম্পন্ন।
এই আর্টিকেল এ আপনি বিস্তারিত ভাবে জানতে পারবেন- নারিকেলের পানি দিয়ে চুলের যত্ন,নারিকেলের পানির বিভিন্ন ব্যবহার ও কীভাবে নিজেই তৈরী করতে পারবেন এমন কিছু হেয়ার প্রোডাক্ট সম্পর্কে ।
১। চুলের যত্নে নারিকেলের পানি
চুলের যত্নে নারিকেলের পানির দারুন সব উপকারিতা রয়েছে। প্রথমত, ঘরোয়া হেয়ার প্রোডাক্ট হিসেবে চুলে নারিকেলের পানি ব্যবহার খুবই সহজ উপায়। কারণ, এটি আপনার মাথার ত্বক হাইড্রেট করে এবং চুলে পুষ্টি যোগায়। এটা ওই স্থানে রক্ত সঞ্চালন খুবই ত্বরান্বিত করে। অন্যদিকে লম্বা চুলের জন্য, নারিকেল এর পানি ব্যবহার খুবই কার্যকরী।কারণ, এতে আছে ভিটামিন ও মিনারেল যা আপনার স্ক্যাল্পকে রাখে খুব সাস্থ্যকর। এই দুটি উপাদান একসাথে আপনার চুলকে কোমল, মসৃণ ও উজ্জ্বল করে তোলে, এবং আপনার চুলের রুক্ষ ও এলোমেলো ভাব দূর করে। এটি ব্যবহার করতে চাইলে;
- আপনার মাথার ত্বকে খুব আলতো করে আধা কাপ নারিকেলের পানি ম্যাসাজ করতে হবে।
- এই পদ্ধতিটি প্রায় পাঁচ মিনিট যাবত অনুসরণ করুন।
- এরপর বাকি সবটুকু পানি নিয়ে চুলে ম্যাসাজ করে ২০ মিনিট রেখে দিন।
- অনেক বেশি ভাল ফলাফল পেতে উষ্ণ তোয়ালে দিয়ে মাথা পেঁচিয়ে রাখুন।
২। চুলের বৃদ্ধিতে নারিকেলের পানি ও লেবুর ট্রিটমেন্ট
চুলের যত্নে লেবুর ভূমিকা সম্পর্কে আমরা সবাই জানি৷ এখন আমরা আলোচনা করব কিভাবে নারিকেলের পানির উপকারীতা ও লেবুর কার্যকরীতা একই সাথে কাজে লাগাতে পারি। এই পদ্ধতি ব্যবহার করতে হলে;
- এক টেবিল চামচ লেবুর রস ও আধা কাপ নারিকেলের পানি মিক্স করুন।
- এই মিশ্রণটি ব্যবহার করার সময়ে মনে করে আগে আপনার মাথার ত্বকে আলতো করে ম্যাসাজ করে নিবেন।
- ভাল ফলাফল পেতে প্রায় বিশ মিনিটের জন্য মিশ্রনটি মাথার ত্বকে রেখে দিবেন।
- এরপর একটি জেন্টল শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন।
এই ট্রিটমেন্ট এর সময়ে নারিকেলের পানি চুলকে হাইড্রেট করে এবং লেবুর রস কোলাজেন তৈরী করে যেগুলো চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। এটা স্ক্যাল্পের পিএইচ এর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং ময়লা পরিষ্কার করে।লেবুর রসের আরেকটি উপকারীতা হল এতে প্রচুর পরিমানে ভিটামিন সি থাকে,যা আপনার চুলের জন্য খুবই উপকারী। আপনার তৈরিকৃত এই হেয়ার প্রোডাক্টির ভাল ফলাফল পেতে সপ্তাহে শুধু এক বার এটি ব্যবহার করুন।
৩। খুশকিযুক্ত ও রুক্ষ স্ক্যাল্পের জন্য নারিকেলের পানি আর অ্যালোভেরা ট্রিটমেন্ট
অ্যালোভেরা এবং নারিকেল পানি হচ্ছে দুটি খুবই পুষ্টিগুণ সম্পন্ন উপাদান যা আপনি চুলের যত্নে ব্যবহার করতে পারেন। নারিকেল পানি আর অ্যালোভেরার উপকারিতা একসাথে অনেক সমস্যা সমাধান করে যেমন, খুশকি, রুক্ষতা, প্রদাহ ইত্যাদি। এটা আপনার চুলকে অনেক কোমল ও মসৃণ করতে সাহায্য করে। এই মিশ্রণটি তৈরী করতেঃ
- দুই টেবিল চামচ অ্যালোভেরা রস ও জোজোবা অয়েল মিক্স করুন আধা কাপ নারিকেল পানির সাথে।
- ব্যবহার করার সুবিধার্থে মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিন।
- কমপক্ষে চার দিন ফ্রিজে রাখা যাবে মিশ্রণটি।
- ভাল ফলাফল পেতে সপ্তাহে তিনবার মিশ্রণটি চুলে ব্যবহার করুন।
৪। ডিপ কন্ডিশনিং এর জন্য নারিকেল পানি ও আপেল সাইডার ভিনেগার ট্রিটমেন্ট
চুলের যত্নে অ্যাপেল সাইডার ভিনেগার এর অনেক উপকারীতা আগে থেকেই রয়েছে। চুলের ডিপ কন্ডিশনিং এর জন্য আপনি চাইলে অ্যাপেল সাইডার ভিনেগার ও নারিকেল পানির ট্রিটমেন্ট করতে পারেন। এটি আপনার মাথার স্ক্যাল্পের রাসায়নিক পদার্থ উৎপাদন, ময়লা ও খুশকি দুর করতে সাহায্য করে। এছাড়াও এই মিশ্রণটি আপনার স্ক্যাল্পের পিএইচ ভারসাম্য ও তেল নির্গমনকে নিয়ন্ত্রণে রাখতে পারে।
- একটি ছোটো বাটিতে এক কাপ নারিকেল তেল ও এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে মিশ্রণ তৈরী করুন।
- আপনার চুলে মিশ্রণটি লাগিয়ে তুলে ফেলার আগে কিছুক্ষন রেখে দিন।
- আপনি চাইলে সপ্তাহে দুইবার এই মিশ্রনটি ব্যবহার করতে পারেন।
- আপনার চুলের যত্নে সেরা ঘরোয়া উপায় তৈরী হেয়ার প্রোডাক্ট হিসেবে কাজ করবে এটি।
৫। সতেজ ও ড্যামেজ মুক্ত চুলের জন্য নারিকেল পানি ও মধুর ট্রিটমেন্ট
চুলের যত্নে মধুর ব্যবহার খুবই পরিচিত কারন এটি আপনার চুলের ময়েশ্চার ধরে রেখে চুলকে কন্ডিশনড রাখতে সাহায্য করে। এছাড়াও এটি আপনার চুলকে সুরক্ষিত ও ড্যামেজ মুক্ত রাখতে সাহায্য করে। আর যখন এটি নারিকেল তেলের সাথে মিক্স করা হয় তখন দারুন একটি ঘরে তৈরী হেয়ার প্রডাক্ট হয়ে যায়। মিশ্রণটি তৈরি করতেঃ
- এক টেবিল চামচ মধুর ও এক পোয়া নারিকেল পানি একসাথে মিশান।
- এরপর পাচ মিনিট ধরে আপনার মাথায় এটি ম্যাসাজ করতে থাকুন।
- মাথার ত্বকে দেয়া শেষ হলে নিচের চুলেও মিশ্রনটি লাগিয়ে নিন।
- বিশ মিনিটের জন্য লাগিয়ে রাখুন।
- ঝামেলা এড়াতে উষ্ণ তোয়ালে বা শাওয়ার ক্যাপ দিয়ে মাথা পেঁচিয়ে রাখুন।
- এরপর পানি ও মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল থেকে এটি ঘষে তুলুন।
তাহলে আপনি এখন যেনে গেলেন সব উপায়গুলো। এই সাধারণ কিন্তু কার্যকরী নিজে তৈরী করা হেয়ার প্রোডাক্ট গুলো ব্যবহার করে আপনার চুলকে সহজেই করতে পারেন আরো মজবুত। সাধারণত চুলের যত্নে দরকার পড়ে ধৈর্য্য ও ব্যাপক মনোযোগের । চুলের যত্নে নারিকেলের পানির ব্যবহার করে আপনি আপনার চুলের বৃদ্ধির যাত্রা আরে সহজ করতে পারবেন।
কিছু প্রশ্নঃ
প্রশ্নঃ আমরা কি চুলে নারিকেলের পানি ব্যবহার করতে পারব ?
উত্তরঃ হ্যাঁ। অবশ্যই আপনি এটি ব্যবহার করতে পারবেন। কারণ, এই নারিকেলের পানিতে প্রচুর পরিমানে প্রয়োজনীয় খনিজ, ইলেক্ট্রোলাইটস, প্রাকৃতিক চিনি ও ভিটামিন আছে যা এর এন্টিমাইক্রোবিয়াল এন্টিএজিং গুণাবলি গুলো তৈরী করে থাকে।
প্রশ্নঃ নারিকেলের পানি কি আপনার চুল বৃদ্ধি করতে সাহায্য করে?
উত্তরঃ হ্যাঁ। নারিকেল এর পানি ও লেবুর রসের মিশ্রন আপনার চুলের পুষ্টি গুন বজায় রাখে এবং আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
প্রশ্নঃ আমি কি চুলে নারিকেল এর পানি লাগিয়ে রেখে দিতে পারি?
উত্তরঃ হ্যাঁ, আপনি সেটা পারবেন৷ কারণ, চুলের যত্নে নারিকেল এর পানির অনেক উপকারিতা আছে। নারিকেল পানির সেরা একটি বিষয় হচ্ছে, আপনি শুধু এটি মাথায় লাগিয়ে রাখবেন আর আপনার স্ক্যাল্পে এটির কাজ হতে থাকবে।এছাড়াও স্ক্যাল্পের এন্টিফাঙ্গাল উপাদানগুলো দূর করতে মাথার ত্বকে নারিকেলের পানি ম্যাসাজ করা খুবই উত্তম।
প্রশ্নঃ আমি কি চুলের বৃদ্ধির জন্য নারিকেলের পানি ব্যবহার করতে পারব?
উত্তরঃ চুলের বৃদ্ধির জন্য আপনি কিন্তু ঘরে বসেই তৈরী করতে পারেন বিভিন্ন ধরনের নারিকেল এর পানির হেয়ার প্রোডাক্ট। উদাহরণস্বরূপ,চুলে নারিকেল এর পানি আর লেবুর রসের মিশ্রন
এর ব্যবহার চুলের বৃদ্ধিকে আরো দ্রুত করে। এছাড়াও নারিকেল এর পানি আর মধুর তৈরী মিশ্রণ আপনাকে ড্যামেজ ফ্রী চুল পেতে সাহায্য করে।
POST A COMMENT
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।