a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • চুলের যত্ন  • ২টি উপাদান, খুশকির কার্যকারী সমাধান
cracked heels in summer

২টি উপাদান, খুশকির কার্যকারী সমাধান

Bookmark CFL(0)
  • মাথার ত্বকের শুষ্কতার কারণে খুশকি জন্ম নিতে পারে।
  • শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। আপেল সিডার ভিনেগার ও নারিকেল তেল মিশিয়ে চুলে ভালো করে লাগিয়ে নিন।
  • চুলে ৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। ঠান্ডা পানি আপনার মাথার লোমকূপের গোড়া বন্ধ করতে সহায়তা করবে।
  • তোয়ালে দিয়ে ভালো করে মাথা মুছে নিন কিন্তু মাথায় তোয়ালে পেচিয়ে রাখবেন না।

খুশকির কারণে সারাক্ষণ মাথা চুলকাতে থাকাটা খুবই অস্বস্তিকর। খুশকি কিন্তু সংক্রামক বা ছোঁয়াচে নয়, এটা হয় মাথার ত্বকের শুষ্কতার কারণে। তবুও আমরা এমন কারো সাথে মিশতে চাই না যে সারাক্ষণ মাথা চুলকাচ্ছে। ঘাড়ে পড়ে থাকা খুশকি দেখতে আরো বাজে দেখায়। কাউকে খুশকির কারণ ঠিকভাবে বলে বোঝানোও যায় না। তাই খুশকি দূর করতে ছত্রাক ও ত্বকের শুষ্কতার চিকিৎসা করাটাই যুক্তিযুক্ত।

যেসব পদ্ধতি অনুসরণ করলে খুশকি দূর হয়

  • হালকা ধরনের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
  • আপেল সিডার ভিনেগার ও নারিকেল তেল একসাথে মিশিয়ে নিন।
  • মাথার ত্বকে এবং চুলে ভালো করে লাগিয়ে নিন।
  • ৫ মিনিট রেখে দিন। আপেল সিডার ভিনেগার কাজ করার জন্য এই সময়টুকুই যথেষ্ট।
  • ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা আপনার লোমকূপের গোড়া বন্ধ করতে সাহায্য করবে।
  • তোয়ালে দিয়ে ভালো করে মাথা মুছে ফেলুন কিন্তু তোয়ালে মাথায় পেচিয়ে রাখবেন না। যাতে আপনার মাথার ত্বক ও চুল পর্যাপ্ত আলো ও বাতাস পায়।

সূত্র:

https://www.bebeautiful.in/all-things-hair/everyday/home-remedies-to-get-rid-of-dandruff

POST A COMMENT