a
Sorry, no posts matched your criteria.
My Bookmarks
  • No bookmark found
Image Alt
 • তারকা কথন  • মিরান্ডা কেরের সৌন্দর্যের রহস্যঃ নারিকেল তেল

মিরান্ডা কেরের সৌন্দর্যের রহস্যঃ নারিকেল তেল

Bookmark CFL(0)
    • ভিক্টোরিয়া সিক্রেট মডেল , মিরান্ডা কের তার চিরতরুণ রূপের জন্য পরিচিত।
    •  নারিকেল তেলের একজন ভক্ত মিরান্ডা, এটি ছাড়া তার একটা দিনও চলে না।
    • শুধু রান্নার জন্য আর চুলে তিনি নারিকেল তেল ব্যবহার করেন তা-ই নয়, মেক আপ তোলার জন্যও তার পছন্দ নারিকেল তেল।

    মিরান্ডা কেরকে দেখলে আপনার জানতে ইচ্ছা হতে পারে, কীভাবে তিনি নিজের তারুণ্য ধরে রাখেন! ভিক্টোরিয়া সিক্রেটের এই মডেলকে দেখলে মনে হয় যেন তিনি এখনো তার কৈশোরেই আছেন। কিন্তু তার রূপের উৎস কী? এই সুন্দরী অস্ট্রেলিয়ান বলেছেন, নারিকেল তেলই তার রূপের অন্যতম রহস্য।

    ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মিরান্ডা বলেছেন, ‘এমন কোনো দিন নেই যেদিন আমি নারিকেল তেল ব্যবহার করি না। আমি প্রতিদিন চার টেবিল চামচ নারিকেল তেল নেই। হয় আমার সালাদে, বা রান্নায় আর নইলে গ্রিন টির সাথে আমি নারিকেল তেল নেই।’ হাফিংটন পোস্টকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে মিরান্ডা জানিয়েছিলেন তার নারিকেল-প্রীতির কথা, ‘আমি নারিকেল তেল দিয়ে রান্না করি, এটা চুলে ব্যবহার করি, আর মেকআপ তোলার জন্যও এটি দারুণ, বিশেষ করে যদি আপনার চোখ একটু বেশি স্পর্শকাতর হয়। এমনকি আপনার পুড়ে যাওয়া দাগ বা ক্ষততেও নারিকেল তেল ব্যবহার করে দেখতে পারেন। কখনো আমি রাতে ঘুমানোর সময়ও চুলে নারিকেল তেল মাখি। আপনি যদি নারিকেল তেল আছে এমন ক্লিয়ার ইনটেন্স হাইড্রেশন মাস্ক চুলের দুই দিকে ব্যবহার করেন সেটা আপনার চুলকে খুব সুন্দর এবং স্বাস্থ্যোজ্জল রাখে। ’

    শুধু এভাবেই নয়, এক্সফোলিয়েটিং- এর জন্যও মিরান্ডা নারিকেল তেল ব্যবহার করেন, ‘সাধারণত মুখের জন্য আমি এক্সফোলিয়েটিং ক্রিম ব্যবহার করে থাকি। কিন্তু কখনো আমি একটু মিক্স আপ করতে পছন্দ করি এবং সি সল্টের সাথে নারিকেল তেল বা জলপাইয়ের তেল ব্যবহার করি এবং পুরো শরীরে এটা মাখি।’ যদিও মিরান্ডা বলেছেন তিনি প্রতিদিন চার টেবিলচামচ নারিকেল তেল নেন। তবে পূর্ণবয়স্ক মানুষের দুই থেকে তিন টেবিল চামচ নারিকেল তেল নিলেই যথেষ্ট।

    নারিকেল তেলের ব্যবহার মিরান্ডা কেরকে কীভাবে চিরতরুণ রেখেছে সেটা দৃশ্যমান। স্কিনকেয়ার এক্সপার্ট ড্যানিয়েলে কন্তে বলেছেন, ‘ নারিকেল তেল অসাধারণ একটি প্রাকৃতিক অ্যান্টি-এজিং ময়েশ্চারাইজার। ত্বক এবং কানেক্টিভ টিস্যুগুলো যখন তেল শুষে নেয়, নারিকেল তেল ত্বকের ওপরে দাগ এবং ভাঁজ দূর করে এবং একই সঙ্গে কানেক্টিভ টিস্যুকে শক্ত ও নমনীয় রাখে। মরা ত্বকের কোষের বাইরের স্তরটিকে এক্সফোলিয়েট করে এটি আপনার ত্বককে মসৃণ করতে সহায়তা করে।”

    ত্বকের ভাঁজ বয়স বেড়ে যাওয়ার অন্যতম কারণ আর নারিকেল তেল এটা দূর করার জন্য পরীক্ষিত একটি সমাধান। নারিকেল তেলে ফ্যাটি এসিড আছে যা ত্বককে উজ্জ্বল ও মসৃণ রাখে।

    নারিকেল তেলের আরেকটি বড় স্বাস্থ্যকর গুণ হচ্ছে এটা কোলেস্টরলের লেভেল কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলেছেন নারিকেল তেলের লরিক এসিড একটি স্বাস্থ্যকর স্যাচুরেটেড ফ্যাটি এসিড। শরীর এই এসিড খুব তাড়াতাড়ি গ্রহণ করে এবং জমা করার বদলে খরচ করে ফেলে। সেজন্য অনেকে নারিকেল তেলকে ওজন কমানোর ভালো একটা উপায় হিসেবেও দেখে।

    ডেইলি মেইল বলেছে, মিরান্ডা কেরের নারিকেল তেল-প্রীতির কথা একটা সাক্ষাৎকারে প্রকাশিত হওয়ার পর, ২০০৯ সালে নারিকেল তেলের পণ্য ব্যবহার ৫০ শতাংশ বেড়ে গিয়েছিল। তাহলে নিয়মিত নারিকেল তেল ব্যবহারে আপনি দেরি করছেন কেন?

    References:

     

    https://www.huffpost.com/entry/miranda-kerr-hair-secrets-coconut-oil_n_5159292

     

    https://www.huffpost.com/entry/miranda-kerr-hair-secrets-coconut-oil_n_5159292

     

    https://www.byrdie.com/coconut-oil-for-skin#:~:text=According%20to%20Conte%2C%20a%20quality,connective%20tissues%20strong%20and%20supple.

     

    https://www.healthline.com/health/coconut-oil-for-wrinkles#1

     

    https://www.healthline.com/health/high-cholesterol/coconut-oil#coconut-oil

     

    https://www.dailymail.co.uk/femail/article-2029573/Victorias-Secret-supermodel-Miranda-Kerrs-coconut-oil-beauty-secret.html

POST A COMMENT